ETV Bharat / bharat

"ভারতকে ভালোবাসে অ্যামেরিকা", ধন্যবাদ জানিয়ে মোদির টুইটের জবাব ট্রাম্পের - অ্যামেরিকার 244 তম স্বাধীনতা দিবস

অ্যামেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মোদির শুভেচ্ছাবার্তার জন্য ধন্যবাদ জানিয়ে টুইট করলেন ডোনাল্ড ট্রাম্প ৷ বললেন, ভারতকে অ্যামেরিকা ভালোবাসে ৷

Trump and Modi
মোদি ও ট্রাম্প
author img

By

Published : Jul 5, 2020, 7:21 AM IST

ওয়াশিংটন, 5 জুলাই : অ্যামেরিকার 244তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছাবার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পালটা ধন্যবাদ জানিয়ে টুইট করলেন ডোনাল্ড ট্রাম্প ৷ টুইটারে তিনি লেখেন, "ধন্যবাদ বন্ধু ৷ অ্যামেরিকা ভারতকে ভালোবাসে ৷"

গতকাল অ্যামেরিকার 244তম স্বাধীনতা দিবস ছিল ৷ সেই উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অ্যামেরিকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লিখেছিলেন, "অ্যামেরিকার 244তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অ্যামেরিকাবাসীকে শুভেচ্ছা জানাই ৷ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে আমরা স্বাধীনতা এবং মানব উদ্যোগের উদযাপন করি। যা উদযাপিত হয় এই দিনটিতেও।"

  • I congratulate @POTUS @realDonaldTrump and the people of the USA on the 244th Independence Day of the USA. As the world's largest democracies, we cherish freedom and human enterprise that this day celebrates. @WhiteHouse

    — Narendra Modi (@narendramodi) July 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোদির এই টুইটের জবাবে গতকাল ডোনাল্ড ট্রাম্পও টুইট করেন ৷ লেখেন, "ধন্যবাদ বন্ধু ৷ অ্যামেরিকা ভারতকে ভালোবাসে ৷"

ওয়াশিংটন, 5 জুলাই : অ্যামেরিকার 244তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছাবার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পালটা ধন্যবাদ জানিয়ে টুইট করলেন ডোনাল্ড ট্রাম্প ৷ টুইটারে তিনি লেখেন, "ধন্যবাদ বন্ধু ৷ অ্যামেরিকা ভারতকে ভালোবাসে ৷"

গতকাল অ্যামেরিকার 244তম স্বাধীনতা দিবস ছিল ৷ সেই উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অ্যামেরিকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লিখেছিলেন, "অ্যামেরিকার 244তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অ্যামেরিকাবাসীকে শুভেচ্ছা জানাই ৷ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে আমরা স্বাধীনতা এবং মানব উদ্যোগের উদযাপন করি। যা উদযাপিত হয় এই দিনটিতেও।"

  • I congratulate @POTUS @realDonaldTrump and the people of the USA on the 244th Independence Day of the USA. As the world's largest democracies, we cherish freedom and human enterprise that this day celebrates. @WhiteHouse

    — Narendra Modi (@narendramodi) July 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোদির এই টুইটের জবাবে গতকাল ডোনাল্ড ট্রাম্পও টুইট করেন ৷ লেখেন, "ধন্যবাদ বন্ধু ৷ অ্যামেরিকা ভারতকে ভালোবাসে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.