ETV Bharat / bharat

হচ্ছেটা কী, হোম কোয়ারেনটাইনে গিয়ে ক্ষোভ প্রকাশ ডেরেকের - MP Derek O’Brien

বলিউডের গায়িকা কনিকা কাপুরের দেওয়া পার্টিতে উপস্থিত ছিলেন BJP সাংসদ দুষ্মন্ত সিংও । পরে কনিকার পার্টিতে যাওয়া দুষ্মন্তের সঙ্গে সংসদে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দেন ডেরেক । কনিকার কোরোনার রির্পোট পজিটিভ হতেই এবার অনেক নামি দামি ব্যক্তিকেই কোয়ারেনটাইনে যেতে হচ্ছে । বাদ গেলেন না ডেরেকও ।

MP Derek O’Brien
ডেরেক ও'ব্রায়েন
author img

By

Published : Mar 21, 2020, 5:32 AM IST

কলকাতা,21 মার্চ : হচ্ছেটা কী ? হোম কোয়ারেনটাইন গিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন । বলিউডের গায়িকা কনিকা কাপুরের দেওয়া পার্টিতে উপস্থিত ছিলেন BJP সাংসদ দুষ্মন্ত সিংও । পরে কনিকার পার্টিতে যাওয়া দুষ্মন্তের সঙ্গে সংসদে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দেন ডেরেক । কনিকার কোরোনার রির্পোট পজিটিভ হতেই এবার অনেক নামি দামি ব্যক্তিকেই কোয়ারেনটাইনে যেতে হচ্ছে । বাদ গেলেন না ডেরেকও । এবার হোম কোয়ারেনটাইনে গেলেন এই তৃণমূল সাংসদ।

এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ ডেরেক । তিনি বলেন,"হচ্ছেটা কী ? অবিলম্বে সংসদ বন্ধ রাখা উচিত ।" বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ভাষণের পরে টুইট করেন ক্ষুব্ধ ডেরেক । তিনি লেখেন, সরকার পরামর্শ দিচ্ছে 65 বছরের বেশি বয়সীদের বাড়িতে থাকতে । অথচ রাজ্যসভার 44 শতাংশ সাংসদ ও লোকসভার 22 শতাংশ সাংসদের বয়স 65 বা তার বেশি ।"

বৃহস্পতিবার ডেরেক এই টুইট করেন আর শুক্রবারেই তাঁকে হোম কোয়ারেনটাইনে যেতে হলো ।

কলকাতা,21 মার্চ : হচ্ছেটা কী ? হোম কোয়ারেনটাইন গিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন । বলিউডের গায়িকা কনিকা কাপুরের দেওয়া পার্টিতে উপস্থিত ছিলেন BJP সাংসদ দুষ্মন্ত সিংও । পরে কনিকার পার্টিতে যাওয়া দুষ্মন্তের সঙ্গে সংসদে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দেন ডেরেক । কনিকার কোরোনার রির্পোট পজিটিভ হতেই এবার অনেক নামি দামি ব্যক্তিকেই কোয়ারেনটাইনে যেতে হচ্ছে । বাদ গেলেন না ডেরেকও । এবার হোম কোয়ারেনটাইনে গেলেন এই তৃণমূল সাংসদ।

এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ ডেরেক । তিনি বলেন,"হচ্ছেটা কী ? অবিলম্বে সংসদ বন্ধ রাখা উচিত ।" বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ভাষণের পরে টুইট করেন ক্ষুব্ধ ডেরেক । তিনি লেখেন, সরকার পরামর্শ দিচ্ছে 65 বছরের বেশি বয়সীদের বাড়িতে থাকতে । অথচ রাজ্যসভার 44 শতাংশ সাংসদ ও লোকসভার 22 শতাংশ সাংসদের বয়স 65 বা তার বেশি ।"

বৃহস্পতিবার ডেরেক এই টুইট করেন আর শুক্রবারেই তাঁকে হোম কোয়ারেনটাইনে যেতে হলো ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.