ETV Bharat / bharat

পাত্র-পাত্রীকে বিয়ের মণ্ডপে পৌঁছে দিল পুলিশ

author img

By

Published : Apr 26, 2020, 12:46 PM IST

Updated : Apr 26, 2020, 1:56 PM IST

ছেলের বিয়ের জন্য গ্রেটার কৈলাশে পৌঁছে দিতে পুলিশের কাছে আবেদন জানান ব্যক্তি । আবেদন শুনে পাত্র ও তাঁর পরিবারকে মন্দিরে পৌঁছে দিল পুলিশ ।

delhi
দিল্লি

দিল্লি, 26 এপ্রিল : ছেলের বিয়ে । মন্দিরে পৌঁছে দেওয়ার জন্য পুলিশে আবেদন করেছিলেন এক ব্যক্তি । সেই আবেদনে সাড়া দিয়ে দিল্লির গ্রেটার কৈলাশের মন্দিরে পাত্র ও তাঁর পরিবারকে পৌঁছে দিল পুলিশ । বিয়ে হওয়া পর্যন্ত পুলিশ আধিকারিকরা মন্দিরের বাইরেই অপেক্ষা করেন । বিয়ে শেষ হলে ফের মন্দির থেকে বাড়ি পৌঁছে দেন তাঁদের ।

লকডাউনে বিয়ে স্থগিত রয়েছে এমনটা অনেক জায়গাতেই শোনা যাচ্ছে। প্রথম দফায় লকডাউন শেষে ফের বিয়ের তারিখ ঠিক হলে তাও ভেস্তে যেতে দেখা গেছে । এই অবস্থায় কেউ সোশাল মিডিয়ায় ভিডিয়ো কলে তো কেউ একেবারেই ভার্চুয়ালি বিয়ে সারছেন । তবে, অনেকেই লকডাউনের সমস্ত নিয়ম মেনে সামান্য কয়েকজনের উপস্থিতিতে বিয়ে সারছেন । দিল্লিতেও কৌশল আলুওয়ালিয়া ও পূজা ঠিক করেন লকডাউনের মাঝেই বিয়ে করবেন । কিন্তু সমস্যায় পড়েন বিয়ের মণ্ডপে অর্থাৎ মন্দিরে পৌঁছানো নিয়ে । উপায় না পেয়ে দুই পরিবারই শেষে পুলিশের দ্বারস্থ হন । এবং পুলিশই তাঁদের সাহায্য করে ।

গতকাল দক্ষিণ-পূর্ব দিল্লির গোবিন্দপুরি এলাকার বাসিন্দা নরেশ আলুওয়ালিয়া গ্রেটার কৈলাশে পৌঁছে দেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানান । কারণ, তাঁর ছেলের বিয়ে । এক পুলিশ আধিকারিক জানাচ্ছেন, কালকাজি পুলিশ স্টেশনে এই আবেদন আসার পরই তাঁরা কৌশল ও তাঁর পরিবারকে গ্রেটার কৈলাশের আর্য সমাজ মন্দিরে পৌঁছে দেন । পুলিশের সাহায্যে সেখানে আগে থেকেই ছিলেন পূজা,তাঁর বাবা ও পুরোহিত । সেখানেও সামাজিক দূরত্ব মেনে বিয়ের পর সকলকে কৌশলের বাড়ি পৌঁছে দেওয়া হয় ।

দিল্লি, 26 এপ্রিল : ছেলের বিয়ে । মন্দিরে পৌঁছে দেওয়ার জন্য পুলিশে আবেদন করেছিলেন এক ব্যক্তি । সেই আবেদনে সাড়া দিয়ে দিল্লির গ্রেটার কৈলাশের মন্দিরে পাত্র ও তাঁর পরিবারকে পৌঁছে দিল পুলিশ । বিয়ে হওয়া পর্যন্ত পুলিশ আধিকারিকরা মন্দিরের বাইরেই অপেক্ষা করেন । বিয়ে শেষ হলে ফের মন্দির থেকে বাড়ি পৌঁছে দেন তাঁদের ।

লকডাউনে বিয়ে স্থগিত রয়েছে এমনটা অনেক জায়গাতেই শোনা যাচ্ছে। প্রথম দফায় লকডাউন শেষে ফের বিয়ের তারিখ ঠিক হলে তাও ভেস্তে যেতে দেখা গেছে । এই অবস্থায় কেউ সোশাল মিডিয়ায় ভিডিয়ো কলে তো কেউ একেবারেই ভার্চুয়ালি বিয়ে সারছেন । তবে, অনেকেই লকডাউনের সমস্ত নিয়ম মেনে সামান্য কয়েকজনের উপস্থিতিতে বিয়ে সারছেন । দিল্লিতেও কৌশল আলুওয়ালিয়া ও পূজা ঠিক করেন লকডাউনের মাঝেই বিয়ে করবেন । কিন্তু সমস্যায় পড়েন বিয়ের মণ্ডপে অর্থাৎ মন্দিরে পৌঁছানো নিয়ে । উপায় না পেয়ে দুই পরিবারই শেষে পুলিশের দ্বারস্থ হন । এবং পুলিশই তাঁদের সাহায্য করে ।

গতকাল দক্ষিণ-পূর্ব দিল্লির গোবিন্দপুরি এলাকার বাসিন্দা নরেশ আলুওয়ালিয়া গ্রেটার কৈলাশে পৌঁছে দেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানান । কারণ, তাঁর ছেলের বিয়ে । এক পুলিশ আধিকারিক জানাচ্ছেন, কালকাজি পুলিশ স্টেশনে এই আবেদন আসার পরই তাঁরা কৌশল ও তাঁর পরিবারকে গ্রেটার কৈলাশের আর্য সমাজ মন্দিরে পৌঁছে দেন । পুলিশের সাহায্যে সেখানে আগে থেকেই ছিলেন পূজা,তাঁর বাবা ও পুরোহিত । সেখানেও সামাজিক দূরত্ব মেনে বিয়ের পর সকলকে কৌশলের বাড়ি পৌঁছে দেওয়া হয় ।

Last Updated : Apr 26, 2020, 1:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.