ETV Bharat / bharat

গুজবে কান দেবেন না, বার্তা দিল্লি পুলিশের - জাফরাবাদ

দক্ষিণ-পূর্ব ও পশ্চিম দিল্লির বেশ কিছু এলাকা থেকে যেসব হিংসার খবর ছড়িয়ে পড়ছে সোশাল মিডিয়ায়, তার সবই ভুয়ো ৷ জানিয়ে দিল দিল্লি পুলিশ ৷

Delhi Violence
ছবি
author img

By

Published : Mar 2, 2020, 9:15 AM IST

দিল্লি, 2 মার্চ : রাজধানীর দক্ষিণ-পূর্ব ও পশ্চিম প্রান্তে কোনও অশান্তি নেই বলেই গতরাতে জানিয়ে দিল দিল্লি পুলিশ ৷ পাশাপাশি, সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবে অকারণে গুরুত্ব দিতেও নিষেধ করা হয়েছে দিল্লি পুলিশের তরফে ৷ হিংসার ভুয়ো খবর ছড়ানোর জন্য ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ ৷

নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনকারী ও বিরোধী গোষ্ঠীর সংঘর্ষে গত সপ্তাহেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল রাজধানী ৷ হিংসায় প্রাণ হারিয়েছেন 46 জন ৷ জখম হয়েছেন শতাধিক ৷ সেই হিংসার আঁচ এখনও পুরোপুরি কমেনি ৷ পরিবেশ অনেকটাই থমথমে ৷ দিল্লি হিংসার ঘটনায়, CPI(M)-এর রাজ্যসভার সাংসদ কে কে রাগেশকে সাসপেনশন নোটিশ পাঠানো হয়েছে ৷ এরইমধ্যে গতকাল নতুন করে বেশ কিছু হিংসার খবর প্রকাশ্যে আসে রাজধানীর একাধিক এলাকা থেকে ৷ এরপরেই কোনওরকম গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয় পুলিশের তরফে ৷

  • DCP South Delhi: Do not believe in any rumours regarding incidents in Sangam Vihar, Ambedkar Nagar, Hauz Rani or any other area. All officers are alert and patrolling and strict action will be taken against those spreading rumours. pic.twitter.com/ct0Wm57EkA

    — ANI (@ANI) March 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুলিশের তরফে টুইটে জানানো হয়, "দক্ষিণ-পূর্ব ও পশ্চিম দিল্লির বেশ কিছু এলাকা থেকে হিংসার খবর ছড়িয়ে পড়ছে সোশাল মিডিয়ায় ৷ এই সব ঘটনার কোনও তথ্যপ্রমাণ আমাদের কাছে নেই ৷ এই সমস্ত খবরই ভুয়ো ৷ এসব গুজবে কান দেবেন না ৷"

দক্ষিণ-পূর্ব দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার আর পি মিনা জানান, "পরিস্থিতি এখন পুরো স্বাভাবিক ৷ সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে ৷ বেশ কিছু হিংসার খবর আমাদের কাছে এসেছে ৷ কিন্তু ওইসবই ভুয়ো খবর ৷ পুলিশ সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে ৷ গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে ৷"

দিল্লি, 2 মার্চ : রাজধানীর দক্ষিণ-পূর্ব ও পশ্চিম প্রান্তে কোনও অশান্তি নেই বলেই গতরাতে জানিয়ে দিল দিল্লি পুলিশ ৷ পাশাপাশি, সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবে অকারণে গুরুত্ব দিতেও নিষেধ করা হয়েছে দিল্লি পুলিশের তরফে ৷ হিংসার ভুয়ো খবর ছড়ানোর জন্য ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ ৷

নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনকারী ও বিরোধী গোষ্ঠীর সংঘর্ষে গত সপ্তাহেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল রাজধানী ৷ হিংসায় প্রাণ হারিয়েছেন 46 জন ৷ জখম হয়েছেন শতাধিক ৷ সেই হিংসার আঁচ এখনও পুরোপুরি কমেনি ৷ পরিবেশ অনেকটাই থমথমে ৷ দিল্লি হিংসার ঘটনায়, CPI(M)-এর রাজ্যসভার সাংসদ কে কে রাগেশকে সাসপেনশন নোটিশ পাঠানো হয়েছে ৷ এরইমধ্যে গতকাল নতুন করে বেশ কিছু হিংসার খবর প্রকাশ্যে আসে রাজধানীর একাধিক এলাকা থেকে ৷ এরপরেই কোনওরকম গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয় পুলিশের তরফে ৷

  • DCP South Delhi: Do not believe in any rumours regarding incidents in Sangam Vihar, Ambedkar Nagar, Hauz Rani or any other area. All officers are alert and patrolling and strict action will be taken against those spreading rumours. pic.twitter.com/ct0Wm57EkA

    — ANI (@ANI) March 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুলিশের তরফে টুইটে জানানো হয়, "দক্ষিণ-পূর্ব ও পশ্চিম দিল্লির বেশ কিছু এলাকা থেকে হিংসার খবর ছড়িয়ে পড়ছে সোশাল মিডিয়ায় ৷ এই সব ঘটনার কোনও তথ্যপ্রমাণ আমাদের কাছে নেই ৷ এই সমস্ত খবরই ভুয়ো ৷ এসব গুজবে কান দেবেন না ৷"

দক্ষিণ-পূর্ব দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার আর পি মিনা জানান, "পরিস্থিতি এখন পুরো স্বাভাবিক ৷ সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে ৷ বেশ কিছু হিংসার খবর আমাদের কাছে এসেছে ৷ কিন্তু ওইসবই ভুয়ো খবর ৷ পুলিশ সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে ৷ গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.