দিল্লি, 23 অক্টোবর : দিল্লিতে ফের বাড়ছে বায়ুদূষণ ৷ দিল্লি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, আজ রাজধানীতে সকাল 7 টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল (AQI) 380 ৷ বায়ুদূষণের কোয়ালিটি নেমেছে ' সিভিয়ার ' ক্যাটেগরিতে ৷ অর্থাৎ যা অত্যন্ত খারাপ ৷
গত কয়েকদিন ধরে দিল্লিতে দূষণের মাত্রা বেড়ে চলেছে । গতকাল প্রায় সারা দিনই দিল্লিতে বায়ুদূষণের মাত্রা ছিল ' সিভিয়ার ' ৷ গতকাল দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল 395 ৷ যা অত্যন্ত খারাপ ক্যাটেগরির খুব কাছাকাছি পৌঁছে গেছিল ৷ AQI অনুযায়ী, শূন্য থেকে 50 অবধি ভালো, 51 থেকে 100 সন্তোষজনক, 101 থেকে 200 পর্যন্ত মাঝারি, 201 থেকে 300 পর্যন্ত খারাপ, 301 থেকে 400 পর্যন্ত অত্যন্ত খারাপ এবং 401 থেকে 500 পর্যন্ত দূষণের মাত্রা থাকলে তা অত্যন্ত সংকটজনক । এই সময় শরীরের নানা সমস্যা দেখা দিতে পারে ৷
বাতাসে দূষণের মাত্রা বাড়লে শরীরে হতে পারে নানান সমস্যা ৷ যেমন - শ্বাসপ্রশ্বাস সমস্যা , ক্লান্তিভাব , বিশেষ করে ছোটোদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যেতে পারে ৷ গতকাল দিল্লি ও তার সংলগ্ন মুণ্ডকা, বাওয়ানা, নেরুলা , ওয়াজ়িপুর ও আনন্দবিহারে AQI ছিল 402 থেকে 408 ৷ যা পৌঁছেছে প্রায় 500 তে ৷ চলতি বছরে জানুয়ারি মাসের পর বায়ুদূষণের এই মাত্রা ছুঁয়েছে সবথেকে বেশি ৷
বিশেষজ্ঞদের মতে, পঞ্জাব ও হরিয়ানায় খড় ও ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ফলে দূষণের মাত্রা বেড়েছে ৷ NASA থেকে দিল্লি-NCR -এর উপর পুরু ধোঁয়ার স্তর দেখা গেছে ৷
মৌসম ভবনের পরিবেশ মনিটরিং রিসার্চ সেন্টারের প্রধান V K সোনি বলেন, গতকাল দিল্লিতে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 4 কিলোমিটার ৷ তবে, আশা করা যাচ্ছে আজ থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে ৷ শনিবারের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হবে ৷
বাতাসের গুণমান মাপার জন্য ভূ-বিজ্ঞান মন্ত্রকের যন্ত্র SAFAAR-এর তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত দিল্লিতে নাড়া জ্বালানোর পরিমাণ ছিল 23 শতাংশ । চলতি বছরে এটাই সব থেকে বেশি মাত্রার নাড়া পোড়ানো । SAFAAR-এর তথ্য অনুযায়ী, পঞ্জাব ও হরিয়ানায় সবথেকে বেশি (2,912) নাড়া পোড়ানো হয়েছে ।
IMD-র তথ্য অনুযায়ী, আজ দিল্লিতে তাপমাত্রা পড়তে পারে 12 ডিগ্রিতে ৷ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷ গতকাল দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম ৷ বাতাসের গতিবেগ স্বাভাবিক থাকলে এবং তাপমাত্রা কম হলে দূষণ কম ছড়ায় । কিন্তু গতিবেগ বেশি হলেই তা অনেক বেশি মাত্রায় ছড়িয়ে পড়ে । 31 অক্টোবর পর্যন্ত দিল্লির বাতাসের গুণমান অত্যন্ত খারাপ থাকবে বলে আগেই সর্তকতা জারি করেছিল কেন্দ্র ।