ETV Bharat / bharat

সেপ্টেম্বরেই হাতে আসছে, রাফাল আনতে ফ্রান্স যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী - রাফাল যুদ্ধবিমান

আগামী মাসের 20 তারিখ ভারত হাতে পেতে চলেছে রাফাল যুদ্ধবিমান । প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া দাঁসো অ্যাভিয়েশনের তৈরি প্রথম রাফাল যুদ্ধবিমান গ্রহণ করবেন ।

রাফাল
author img

By

Published : Aug 21, 2019, 8:49 PM IST

দিল্লি, 21 অগাস্ট : আগামী মাসের 20 তারিখ ভারত হাতে পেতে চলেছে রাফাল যুদ্ধবিমান । প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া দাঁসো অ্যাভিয়েশনের তৈরি প্রথম রাফাল যুদ্ধবিমান গ্রহণ করবেন । এ জন্য ফ্রান্স যাচ্ছেন তাঁরা ।

প্রতিরক্ষা মন্ত্রকের আদিকারিকরা সংবাদসংস্থা ANI-কে জানিয়েছেন, “পরিকল্পনা অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে একটি ভারতীয় দলকে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাফাল বিমান গ্রহণের জন্য পাঠানো হচ্ছএ ।" ফ্রান্স থেকে 36টি রাফালে যুদ্ধ বিমান কিনছে ভারত । যা প্রথম দফার সরবরাহ করা হবে সেপ্টেম্বরে । প্রতিরক্ষা ও বায়ুসেনা প্রধান দাঁসো অ্যাভিয়েশনের প্ল্যান্ট থেকে রাফাল হাতে পাবেন ।

প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা জানান, ফ্রান্সের বিমান বাহিনীতে যে রাফাল আছে তার থেকে ভারতের জন্য তৈরি রাফাল উন্নত । সে কারণেই আগামী বছরের মে মাস পর্যন্ত ভারতের পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হবে । দাঁসোর তৈরি রাফাল উপ মহাদেশে ব্যবহারের লক্ষ্যে অস্ত্রে সজ্জিত করা হয়েছে । রাফাল যুদ্ধ বিমানের এক স্কয়্যাড্রন (18টি) থাকবে হরিয়ানার আম্বালায় । আরেকটি থাকবে এ রাজ্যের হাশিমারায় ।

দিল্লি, 21 অগাস্ট : আগামী মাসের 20 তারিখ ভারত হাতে পেতে চলেছে রাফাল যুদ্ধবিমান । প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া দাঁসো অ্যাভিয়েশনের তৈরি প্রথম রাফাল যুদ্ধবিমান গ্রহণ করবেন । এ জন্য ফ্রান্স যাচ্ছেন তাঁরা ।

প্রতিরক্ষা মন্ত্রকের আদিকারিকরা সংবাদসংস্থা ANI-কে জানিয়েছেন, “পরিকল্পনা অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে একটি ভারতীয় দলকে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাফাল বিমান গ্রহণের জন্য পাঠানো হচ্ছএ ।" ফ্রান্স থেকে 36টি রাফালে যুদ্ধ বিমান কিনছে ভারত । যা প্রথম দফার সরবরাহ করা হবে সেপ্টেম্বরে । প্রতিরক্ষা ও বায়ুসেনা প্রধান দাঁসো অ্যাভিয়েশনের প্ল্যান্ট থেকে রাফাল হাতে পাবেন ।

প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা জানান, ফ্রান্সের বিমান বাহিনীতে যে রাফাল আছে তার থেকে ভারতের জন্য তৈরি রাফাল উন্নত । সে কারণেই আগামী বছরের মে মাস পর্যন্ত ভারতের পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হবে । দাঁসোর তৈরি রাফাল উপ মহাদেশে ব্যবহারের লক্ষ্যে অস্ত্রে সজ্জিত করা হয়েছে । রাফাল যুদ্ধ বিমানের এক স্কয়্যাড্রন (18টি) থাকবে হরিয়ানার আম্বালায় । আরেকটি থাকবে এ রাজ্যের হাশিমারায় ।

Mumbai, Aug 21 (ANI): Veteran music composer Khayyam Saheb was buried with full state honours in Mumbai. The 92-year-old music director gave the Indian Cinema, a host of timeless compositions in films such as Razia Sultan and Umrao Jaan. Khayyam Saheb died on August 19 due to prolonged illness. Lyricist Gulzar, filmmaker Vishal Bhardwaj, actor Poonam Dhillon and singer Sonu Nigam were among the first ones to arrive at his residence. Khayyam Saheb was also a Padma Bhushan recipient.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.