ETV Bharat / bharat

4 রাজ্যে বন্যায় মৃত বেড়ে 173

কেরালা ছাড়া মহারাষ্ট্র, গুজরাত ও কর্নাটকের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক । দক্ষিণ ও পশ্চিম ভারতে বন্যায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 173 জনের ।

4 রাজ্যে বন্যায় মৃত বেড়ে 169
author img

By

Published : Aug 12, 2019, 10:36 AM IST

Updated : Aug 12, 2019, 12:47 PM IST

তিরুবনন্তপুরম, 12 অগাস্ট : দক্ষিণ ও পশ্চিম ভারতে বন্যায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 173 জনের । বন্যায় সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্য কেরালা । সেখানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 76 । নিখোঁজ 52 জন । দেড় লাখ মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে । ওয়ানাড, কান্নুর ও কাসারগদ জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে । সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । ছ'টি জেলায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট । তবে গতকাল দুপুর থেকে ফের বিমান চলাচল চালু হয়েছে কোচি বিমানবন্দরে ।

এই পরিস্থিতিতে গতকাল রাহুল গান্ধি নিজের লোকসভা কেন্দ্র ওয়ানাডে পৌঁছান দু'দিনের সফরে । সেখানে বন্যা দুর্গতদের পর্যাপ্ত ত্রাণ ও সাহায্যের আশ্বাস দেন তিনি । রাহুল গান্ধি নীলাম্বুর, মামপাদ, এডাভান্নাপ্পাদার ত্রাণ শিবিরগুলো ঘুরে দেখেন । মালাপ্পুরামের জেলাশাসকের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠকও করেন । পরে তিনি টুইটারে লেখেন, "ওয়ানাডের মানুষ যা হারাল তা হৃদয়বিদারক । ফের তাদের নিজের পায়ে দাঁড়াতে সাধ্যমতো চেষ্টা করব ।" পাশাপাশি তিনি সংবাদমাধ্যমকে বলেন, "বন্যা নিয়ে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি ।"

ওয়ানাড, কান্নুর ও কাসারগদ জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে
ওয়ানাড, কান্নুর ও কাসারগদ জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে

কেরালা ছাড়া মহারাষ্ট্র, গুজরাত ও কর্নাটকের বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক । ঘরছাড়া হয়েছে কয়েক লাখ মানুষ । ইতিমধ্যেই বন্যা বিপর্যস্ত এলাকাগুলিতে আকাশপথে খাবার পৌঁছে দিচ্ছে বায়ুসেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল । জলমগ্ন গ্রামগুলি থেকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হচ্ছে বাসিন্দাদের । এই তিন রাজ্যে মৃতের সংখ্যা 97 ।

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকালই কর্নাটকে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকালই কর্নাটকে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

এদিকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকালই কর্নাটকে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । প্রবল বৃষ্টিতে জলমগ্ন কর্নাটকের বেলাগাভি জেলার পরিস্থিতি আকাশপথে খতিয়ে দেখেন তিনি । মুম্বই-বেঙ্গালুরু জাতীয় সড়ক বন্যার জন্য বন্ধ থাকলেও আজ তা খুলতে পারে বলে খবর । এদিকে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রাচীন হাম্পি জলের তলায় । কর্নাটকে এরই মধ্যে 1,410 কিলোমিটার রাস্তা খতিগ্রস্ত হয়েছে । ভেঙে পড়েছে চার হাজারের বেশি বাড়ি । মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, বন্যায় ক্ষতির পরিমাণ ইতিমধ্যেই 10 হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে । কর্মাটকে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 31 ।

কেরালা ছাড়া মহারাষ্ট্র, গুজরাত ও কর্নাটকের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক
কেরালা ছাড়া মহারাষ্ট্র, গুজরাত ও কর্নাটকের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক

মহারাষ্ট্রেও বন্যার প্রকোপে চার লাখেরও বেশি মানুষ ঘরছাড়া । প্রাণ হারিয়েছে কমপক্ষে 35 জন । তবে পশ্চিম মহারাষ্ট্রের পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করা হচ্ছে । কর্নাটকের কৃষ্ণা নদীর উপরে আলমাটি বাঁধ থেকে পাঁচ লাখ কিউসেক জল ছাড়ার ফলে জলের স্তর নামার আশা করা হচ্ছে ।

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাতে বিভিন্ন জায়গা ৷ সৌরাষ্ট্র অঞ্চল থেকে 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ৷

তিরুবনন্তপুরম, 12 অগাস্ট : দক্ষিণ ও পশ্চিম ভারতে বন্যায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 173 জনের । বন্যায় সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্য কেরালা । সেখানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 76 । নিখোঁজ 52 জন । দেড় লাখ মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে । ওয়ানাড, কান্নুর ও কাসারগদ জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে । সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । ছ'টি জেলায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট । তবে গতকাল দুপুর থেকে ফের বিমান চলাচল চালু হয়েছে কোচি বিমানবন্দরে ।

এই পরিস্থিতিতে গতকাল রাহুল গান্ধি নিজের লোকসভা কেন্দ্র ওয়ানাডে পৌঁছান দু'দিনের সফরে । সেখানে বন্যা দুর্গতদের পর্যাপ্ত ত্রাণ ও সাহায্যের আশ্বাস দেন তিনি । রাহুল গান্ধি নীলাম্বুর, মামপাদ, এডাভান্নাপ্পাদার ত্রাণ শিবিরগুলো ঘুরে দেখেন । মালাপ্পুরামের জেলাশাসকের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠকও করেন । পরে তিনি টুইটারে লেখেন, "ওয়ানাডের মানুষ যা হারাল তা হৃদয়বিদারক । ফের তাদের নিজের পায়ে দাঁড়াতে সাধ্যমতো চেষ্টা করব ।" পাশাপাশি তিনি সংবাদমাধ্যমকে বলেন, "বন্যা নিয়ে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি ।"

ওয়ানাড, কান্নুর ও কাসারগদ জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে
ওয়ানাড, কান্নুর ও কাসারগদ জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে

কেরালা ছাড়া মহারাষ্ট্র, গুজরাত ও কর্নাটকের বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক । ঘরছাড়া হয়েছে কয়েক লাখ মানুষ । ইতিমধ্যেই বন্যা বিপর্যস্ত এলাকাগুলিতে আকাশপথে খাবার পৌঁছে দিচ্ছে বায়ুসেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল । জলমগ্ন গ্রামগুলি থেকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হচ্ছে বাসিন্দাদের । এই তিন রাজ্যে মৃতের সংখ্যা 97 ।

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকালই কর্নাটকে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকালই কর্নাটকে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

এদিকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকালই কর্নাটকে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । প্রবল বৃষ্টিতে জলমগ্ন কর্নাটকের বেলাগাভি জেলার পরিস্থিতি আকাশপথে খতিয়ে দেখেন তিনি । মুম্বই-বেঙ্গালুরু জাতীয় সড়ক বন্যার জন্য বন্ধ থাকলেও আজ তা খুলতে পারে বলে খবর । এদিকে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রাচীন হাম্পি জলের তলায় । কর্নাটকে এরই মধ্যে 1,410 কিলোমিটার রাস্তা খতিগ্রস্ত হয়েছে । ভেঙে পড়েছে চার হাজারের বেশি বাড়ি । মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, বন্যায় ক্ষতির পরিমাণ ইতিমধ্যেই 10 হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে । কর্মাটকে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 31 ।

কেরালা ছাড়া মহারাষ্ট্র, গুজরাত ও কর্নাটকের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক
কেরালা ছাড়া মহারাষ্ট্র, গুজরাত ও কর্নাটকের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক

মহারাষ্ট্রেও বন্যার প্রকোপে চার লাখেরও বেশি মানুষ ঘরছাড়া । প্রাণ হারিয়েছে কমপক্ষে 35 জন । তবে পশ্চিম মহারাষ্ট্রের পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করা হচ্ছে । কর্নাটকের কৃষ্ণা নদীর উপরে আলমাটি বাঁধ থেকে পাঁচ লাখ কিউসেক জল ছাড়ার ফলে জলের স্তর নামার আশা করা হচ্ছে ।

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাতে বিভিন্ন জায়গা ৷ সৌরাষ্ট্র অঞ্চল থেকে 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ৷

Sangli (Maharashtra), Aug 11 (ANI): Locals are facing acute water crisis in Mhaisal village of Maharashtra's Sangli. They receive water from tanker which arrives once in 3 days. Limited amount of water provided by tanker is not sufficient for families. Locals who are celebrating Eid-ul-Adha tomorrow have no water to prepare for festival. A local said, "We don't have water since last 8 days. The roads are closed due to flooding. It's Eid tomorrow but we don't have enough water, how will we celebrate and manage things?"
Last Updated : Aug 12, 2019, 12:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.