ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীরে দিনে গতিবিধিতে বিধিনিষেধ শিথিল করল পুলিশ

আজ জম্মু ও কাশ্মীরের DGP দিলবাগ সিং বলেন, "জম্মু ও কাশ্মীরের মোট 105টি থানার সবকটিতেই দিনে গতিবিধিতে বিধিনিষেধ শিথিল করা হল । পরিস্থিতির উন্নতি হওয়ায় এই পদক্ষেপ ।"

জম্মু ও কাশ্মীরে দিনে গতিবিধিতে বিধিনিষেধ শিথিল করল পুলিশ
author img

By

Published : Sep 28, 2019, 7:22 PM IST

শ্রীনগর, 28 সেপ্টেম্বর : পরিস্থিতি বিবেচনা করে জম্মু ও কাশ্মীরের সবকটি থানায় দিনের বেলায় গতিবিধি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করল পুলিশ । আজ জম্মু ও কাশ্মীরের DGP দিলবাগ সিং বলেন, "জম্মু ও কাশ্মীরের মোট 105টি থানার সবকটিতেই দিনে গতিবিধিতে বিধিনিষেধ শিথিল করা হল । পরিস্থিতির উন্নতি হওয়ায় এই পদক্ষেপ ।" এর আগে 2 সেপ্টেম্বর প্রিন্সিপাল সেক্রেটারি রোহিত কানসাল জানিয়েছিলেন, জম্মু ও কাশ্মীরের 92টি থানা এলাকা থেকে বিধিনিষেধ শিথিল করা হয়েছে । আজ বাকি থানাগুলো থেকেও দিনে গতিবিধিতে বিধিনিষেধ শিথিল করা হল ।

5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই সতর্কতামূলক ভাবে জম্মু ও কাশ্মীরে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র । কোনও সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । এরপর এই বিষয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের করা হলে কেন্দ্র জানায়, কিছুদিনের মধ্যে বিধিনিষেধ শিথিল করা হবে । সেই মতো 19 অগাস্ট জম্মু ও কাশ্মীরের 190টি প্রাথমিক স্কুলের মধ্যে 95টি স্কুল খোলার সিদ্ধান্ত নেয় কেন্দ্র । ধীরে ধীরে চালু করা হয় ফোন পরিষেবাও ।

এদিকে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তোলার আগে চারটি বিষয়ে নজরদারির কথা বলছে জম্মু ও কাশ্মীর সরকার । যার মধ্যে আছে, হুরিয়ত নেতাদের সতর্কতামূলক ভাবে আটক করে রাখা । সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে যুব সমাজকে পরিস্থিতি বোঝানো । নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গি অনুপ্রবেশ রোখা ।

শ্রীনগর, 28 সেপ্টেম্বর : পরিস্থিতি বিবেচনা করে জম্মু ও কাশ্মীরের সবকটি থানায় দিনের বেলায় গতিবিধি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করল পুলিশ । আজ জম্মু ও কাশ্মীরের DGP দিলবাগ সিং বলেন, "জম্মু ও কাশ্মীরের মোট 105টি থানার সবকটিতেই দিনে গতিবিধিতে বিধিনিষেধ শিথিল করা হল । পরিস্থিতির উন্নতি হওয়ায় এই পদক্ষেপ ।" এর আগে 2 সেপ্টেম্বর প্রিন্সিপাল সেক্রেটারি রোহিত কানসাল জানিয়েছিলেন, জম্মু ও কাশ্মীরের 92টি থানা এলাকা থেকে বিধিনিষেধ শিথিল করা হয়েছে । আজ বাকি থানাগুলো থেকেও দিনে গতিবিধিতে বিধিনিষেধ শিথিল করা হল ।

5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই সতর্কতামূলক ভাবে জম্মু ও কাশ্মীরে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র । কোনও সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । এরপর এই বিষয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের করা হলে কেন্দ্র জানায়, কিছুদিনের মধ্যে বিধিনিষেধ শিথিল করা হবে । সেই মতো 19 অগাস্ট জম্মু ও কাশ্মীরের 190টি প্রাথমিক স্কুলের মধ্যে 95টি স্কুল খোলার সিদ্ধান্ত নেয় কেন্দ্র । ধীরে ধীরে চালু করা হয় ফোন পরিষেবাও ।

এদিকে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তোলার আগে চারটি বিষয়ে নজরদারির কথা বলছে জম্মু ও কাশ্মীর সরকার । যার মধ্যে আছে, হুরিয়ত নেতাদের সতর্কতামূলক ভাবে আটক করে রাখা । সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে যুব সমাজকে পরিস্থিতি বোঝানো । নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গি অনুপ্রবেশ রোখা ।

Patna (Bihar), Sep 28 (ANI): Heavy downpour led to water-logging in Nalanda Medical College and Hospital in Patna. Heavy rains in the region have thrown normal life out of gear as water-logging was witnessed in several parts of Bihar. Condition is such that floodwater has also entered the residential areas.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.