ETV Bharat / bharat

পুরীতে আছড়ে পড়ল ফণী, গতিবেগ 175 কিমি - puri

সকাল 9 টা নাগাদ পুরীতে আছড়ে পড়ে ফণী। উপকূলে আছড়ে পড়ার চার থেকে ছ'ঘণ্টা পরও অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপেই ধ্বংসলীলা চালাবে । ধীরে ধীরে তীব্রতা কমতে কমতে চলে যাবে পশ্চিমবঙ্গ অভিমুখে ।

ফণীর দাপট
author img

By

Published : May 3, 2019, 7:50 AM IST

Updated : May 3, 2019, 10:08 AM IST

ভুবনেশ্বর, 3 মে : সকাল 9 টা নাগাদ পুরীতে আছড়ে পড়ে ফণী। আশপাশের এলাকা থেকে লোকজনকে সরানো হচ্ছে। ভাইজ়াগ, চেন্নাই, পারাদ্বীপ, গোপালপুর, হলদিয়া, ফ্রেজারগঞ্জ এবং কলকাতায় 34 টি রিলিফ টিম মোতায়েন করা হয়েছে।

দেখুন ভিডিয়ো
  • 11 লাখের বেশি মানুষকে সরানো হয়েছে
  • উপকূলরক্ষী বাহিনী ভাইজ়াগ, চেন্নাই, পারাদ্বীপ, গোপালপুর, হলদিয়া, ফ্রেজারগঞ্জ এবং কলকাতায় 34 টি রিলিফ টিম মোতায়েন করেছে। এরই সঙ্গে ভাইজ়াগ ও চেন্নাইতে চারটি জাহাজ রয়েছে
    gdgd
    ফণীর প্রভাব বিশাখাপটনমে
  • ঝোড়োহাওয়া শুরু হয়েছে বিশাখাপটনমে
  • পুরীতে আছড়ে পড়ল ফণী, গতিবেগ 175 কিমি
  • পুরী থেকে 40 কিমি দূরে ফণী
  • পুরী থেকে 80 কিলোমিটার দূরে এবং গোপালপুর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থান করছে ফণী
    rain
    চলছে ভারী বৃষ্টিপাত
  • ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে শ্রীকাকুলামে
  • ইস্ট কোস্ট রেলওয়ের তরফে আরও 10 টি ট্রেন বাতিল করা হয়েছে। আজ 7 টি ট্রেন, আগামীকাল 1টি, 6 মে একটি এবং 7 মে একটি ট্রেন বাতিল করা হয়েছে
  • দিঘায় থাকা পর্যটকদের সরিয়ে আনতে আজ SBSTC 50 টি বাস চালু করবে।
  • গঞ্জাম থেকে 301460 জন মানুষকে সরিয়ে আনা হয়েছে। 541 জন গর্ভবতী মহিলাদের নিরাপদে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে
    xf
    ত্রাণশিবির
  • যেসব এলাকায় ফণী আছড়ে পড়তে পারে, গত 24 ঘণ্টায় সেখান থেকে 10 লাখেরও বেশি মানুষকে সরিয়ে আনা হয়েছে
  • ভিজিয়ানাগারাম ও শ্রীকাকুলাম জেলার শতাধিক গ্রামে
  • বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে
  • ওড়িশার পেন্থাকাটা গ্রামের মৎসজীবীরা ত্রাণ কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন
  • পুরী থেকে 130 কিমি দূরে ফণী
  • উপকূলরক্ষী বাহিনী 4 টি জাহাজ ও 34 টি রিলিফ টিম মোতায়েন করেছে

ভুবনেশ্বর, 3 মে : সকাল 9 টা নাগাদ পুরীতে আছড়ে পড়ে ফণী। আশপাশের এলাকা থেকে লোকজনকে সরানো হচ্ছে। ভাইজ়াগ, চেন্নাই, পারাদ্বীপ, গোপালপুর, হলদিয়া, ফ্রেজারগঞ্জ এবং কলকাতায় 34 টি রিলিফ টিম মোতায়েন করা হয়েছে।

দেখুন ভিডিয়ো
  • 11 লাখের বেশি মানুষকে সরানো হয়েছে
  • উপকূলরক্ষী বাহিনী ভাইজ়াগ, চেন্নাই, পারাদ্বীপ, গোপালপুর, হলদিয়া, ফ্রেজারগঞ্জ এবং কলকাতায় 34 টি রিলিফ টিম মোতায়েন করেছে। এরই সঙ্গে ভাইজ়াগ ও চেন্নাইতে চারটি জাহাজ রয়েছে
    gdgd
    ফণীর প্রভাব বিশাখাপটনমে
  • ঝোড়োহাওয়া শুরু হয়েছে বিশাখাপটনমে
  • পুরীতে আছড়ে পড়ল ফণী, গতিবেগ 175 কিমি
  • পুরী থেকে 40 কিমি দূরে ফণী
  • পুরী থেকে 80 কিলোমিটার দূরে এবং গোপালপুর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থান করছে ফণী
    rain
    চলছে ভারী বৃষ্টিপাত
  • ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে শ্রীকাকুলামে
  • ইস্ট কোস্ট রেলওয়ের তরফে আরও 10 টি ট্রেন বাতিল করা হয়েছে। আজ 7 টি ট্রেন, আগামীকাল 1টি, 6 মে একটি এবং 7 মে একটি ট্রেন বাতিল করা হয়েছে
  • দিঘায় থাকা পর্যটকদের সরিয়ে আনতে আজ SBSTC 50 টি বাস চালু করবে।
  • গঞ্জাম থেকে 301460 জন মানুষকে সরিয়ে আনা হয়েছে। 541 জন গর্ভবতী মহিলাদের নিরাপদে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে
    xf
    ত্রাণশিবির
  • যেসব এলাকায় ফণী আছড়ে পড়তে পারে, গত 24 ঘণ্টায় সেখান থেকে 10 লাখেরও বেশি মানুষকে সরিয়ে আনা হয়েছে
  • ভিজিয়ানাগারাম ও শ্রীকাকুলাম জেলার শতাধিক গ্রামে
  • বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে
  • ওড়িশার পেন্থাকাটা গ্রামের মৎসজীবীরা ত্রাণ কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন
  • পুরী থেকে 130 কিমি দূরে ফণী
  • উপকূলরক্ষী বাহিনী 4 টি জাহাজ ও 34 টি রিলিফ টিম মোতায়েন করেছে
Chennai, May 02 (ANI): While speaking to ANI, IG Coast Guard East, Paramesh Sivamani on Cyclone Fani said, "Coast guard has tied up with NDRF and state administration to provide immediate relief in aftermath of cyclone. From April 25 our ships and aircraft are continuously patrolling the areas and we have been sending out weather warnings to the fishermen. We have positioned 8 rescue teams, 4 each at Visakhapatnam and Chennai. We have also kept 2 ships each at Visakhapatnam and Chennai for immediate mobilisation post-cyclone. One Chetak helicopter, each at Chennai and Visakhapatnam is kept ready to provide relief." According to the latest update from Indian Meteorological Department (IMD), the 'extremely severe' cyclone Fani is about 360 Km from Puri and likely to cross the Odisha coast on Friday afternoon.
Last Updated : May 3, 2019, 10:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.