চেন্নাই ও তিরুবনন্তপুরম, 21 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 -এর প্রতিবাদে উত্তাল গোটা দেশ ৷ মেঙ্গালুরুতে CAA-র প্রতিবাদে আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে 2 ব্যক্তির মৃত্যুকে ঘিরে সরব হয়েছে বিভিন্ন মহল ৷ গতকালই মেঙ্গালুরু থেকে সাতজন সাংবাদিককে আটক করেছে পুলিশ ৷ এলাকায় জারি রয়েছে 144 ধারা ৷ এই পরিস্থিতিতে আজ দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কর্নাটক প্রশাসন ৷ এমনই ঘোষণা করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুয়াপ্পা ৷ তবে সন্ধ্যা 6 টার পর ফের জারি হবে 144 ধারা ৷ আগামিকালও দিনের বেলা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন তিনি ৷ 23 তারিখ থেকে ফের 144 ধারা জারি করা হবে ৷
-
Karnataka CM BS Yediyurappa: In Mangaluru, curfew to be relaxed from 3pm to 6pm today, night curfew to continue. Curfew to be relaxed during day-time in Mangaluru tomorrow, and section 144 to be imposed from 23rd December. (file pic) pic.twitter.com/A9tmrdxFUt
— ANI (@ANI) December 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Karnataka CM BS Yediyurappa: In Mangaluru, curfew to be relaxed from 3pm to 6pm today, night curfew to continue. Curfew to be relaxed during day-time in Mangaluru tomorrow, and section 144 to be imposed from 23rd December. (file pic) pic.twitter.com/A9tmrdxFUt
— ANI (@ANI) December 21, 2019Karnataka CM BS Yediyurappa: In Mangaluru, curfew to be relaxed from 3pm to 6pm today, night curfew to continue. Curfew to be relaxed during day-time in Mangaluru tomorrow, and section 144 to be imposed from 23rd December. (file pic) pic.twitter.com/A9tmrdxFUt
— ANI (@ANI) December 21, 2019
শুধু কর্নাটকেই না, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভের আঁচ ছড়িয়েছে কেরালাতেও ৷ কোঝিকোড়ে আজ CAA-এর প্রতিবাদে আন্দোলনে নেমেছিলেন কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা ৷ সেই জমায়েতকেও ছত্রভঙ্গ করার জন্য পুলিশ জলকামানের ব্যবহার করে ৷
-
Kerala: Police use water cannons on Congress workers who were protesting against #CitizenshipAmendmentAct in Kozhikode pic.twitter.com/M4scQ3RwGd
— ANI (@ANI) December 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Kerala: Police use water cannons on Congress workers who were protesting against #CitizenshipAmendmentAct in Kozhikode pic.twitter.com/M4scQ3RwGd
— ANI (@ANI) December 21, 2019Kerala: Police use water cannons on Congress workers who were protesting against #CitizenshipAmendmentAct in Kozhikode pic.twitter.com/M4scQ3RwGd
— ANI (@ANI) December 21, 2019
বিক্ষোভের আগুন ছড়িয়েছে তামিলনাড়ুতেও ৷ চেন্নাইয়ে MGR সেন্ট্রাল রেল স্টেশনের কাছে CAA-র প্রতিবাদে পথে নামে আন্দোলনকারীরা ৷ পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে বিক্ষোভকারীদের ৷