ETV Bharat / bharat

কর্ণাটকে 144, কেরালায় জলকামান, CAA ঘিরে উত্তাল দক্ষিণ - তামিলনাডু

নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 -এর প্রতিবাদের জন্য মেঙ্গালুরু থেকে সাতজন সাংবাদিককে আটক করেছে পুলিশ ৷ এলাকায় জারি রয়েছে 144 ধারা ৷ এই পরিস্থিতিতে আজ দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কর্নাটক প্রশাসন ৷

CAA
ছবির সূত্র : ANI
author img

By

Published : Dec 21, 2019, 6:29 PM IST

চেন্নাই ও তিরুবনন্তপুরম, 21 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 -এর প্রতিবাদে উত্তাল গোটা দেশ ৷ মেঙ্গালুরুতে CAA-র প্রতিবাদে আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে 2 ব্যক্তির মৃত্যুকে ঘিরে সরব হয়েছে বিভিন্ন মহল ৷ গতকালই মেঙ্গালুরু থেকে সাতজন সাংবাদিককে আটক করেছে পুলিশ ৷ এলাকায় জারি রয়েছে 144 ধারা ৷ এই পরিস্থিতিতে আজ দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কর্নাটক প্রশাসন ৷ এমনই ঘোষণা করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুয়াপ্পা ৷ তবে সন্ধ্যা 6 টার পর ফের জারি হবে 144 ধারা ৷ আগামিকালও দিনের বেলা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন তিনি ৷ 23 তারিখ থেকে ফের 144 ধারা জারি করা হবে ৷

  • Karnataka CM BS Yediyurappa: In Mangaluru, curfew to be relaxed from 3pm to 6pm today, night curfew to continue. Curfew to be relaxed during day-time in Mangaluru tomorrow, and section 144 to be imposed from 23rd December. (file pic) pic.twitter.com/A9tmrdxFUt

    — ANI (@ANI) December 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধু কর্নাটকেই না, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভের আঁচ ছড়িয়েছে কেরালাতেও ৷ কোঝিকোড়ে আজ CAA-এর প্রতিবাদে আন্দোলনে নেমেছিলেন কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা ৷ সেই জমায়েতকেও ছত্রভঙ্গ করার জন্য পুলিশ জলকামানের ব্যবহার করে ৷

বিক্ষোভের আগুন ছড়িয়েছে তামিলনাড়ুতেও ৷ চেন্নাইয়ে MGR সেন্ট্রাল রেল স্টেশনের কাছে CAA-র প্রতিবাদে পথে নামে আন্দোলনকারীরা ৷ পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে বিক্ষোভকারীদের ৷

চেন্নাই ও তিরুবনন্তপুরম, 21 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 -এর প্রতিবাদে উত্তাল গোটা দেশ ৷ মেঙ্গালুরুতে CAA-র প্রতিবাদে আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে 2 ব্যক্তির মৃত্যুকে ঘিরে সরব হয়েছে বিভিন্ন মহল ৷ গতকালই মেঙ্গালুরু থেকে সাতজন সাংবাদিককে আটক করেছে পুলিশ ৷ এলাকায় জারি রয়েছে 144 ধারা ৷ এই পরিস্থিতিতে আজ দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কর্নাটক প্রশাসন ৷ এমনই ঘোষণা করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুয়াপ্পা ৷ তবে সন্ধ্যা 6 টার পর ফের জারি হবে 144 ধারা ৷ আগামিকালও দিনের বেলা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন তিনি ৷ 23 তারিখ থেকে ফের 144 ধারা জারি করা হবে ৷

  • Karnataka CM BS Yediyurappa: In Mangaluru, curfew to be relaxed from 3pm to 6pm today, night curfew to continue. Curfew to be relaxed during day-time in Mangaluru tomorrow, and section 144 to be imposed from 23rd December. (file pic) pic.twitter.com/A9tmrdxFUt

    — ANI (@ANI) December 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধু কর্নাটকেই না, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভের আঁচ ছড়িয়েছে কেরালাতেও ৷ কোঝিকোড়ে আজ CAA-এর প্রতিবাদে আন্দোলনে নেমেছিলেন কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা ৷ সেই জমায়েতকেও ছত্রভঙ্গ করার জন্য পুলিশ জলকামানের ব্যবহার করে ৷

বিক্ষোভের আগুন ছড়িয়েছে তামিলনাড়ুতেও ৷ চেন্নাইয়ে MGR সেন্ট্রাল রেল স্টেশনের কাছে CAA-র প্রতিবাদে পথে নামে আন্দোলনকারীরা ৷ পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে বিক্ষোভকারীদের ৷

Bengaluru, Dec 21 (ANI): While speaking to ANI, Police Commissioner of Bengaluru City, Bhaskar Rao said that there is no plan of extending Section 144 in Bengaluru as of now. On imposition of Section 144, Rao said, "As of now, we have no plans to extend it but we will study the situation in the evening. These are things where we need to take immediate decisions." Speaking about the upcoming protests in city, he said, "We have advised people and I am recommending that there should be no more protest over here. But if our request is unheeded, we may have to take action." "8 cases registered at SJ Park police station and Ulsoor Gate police station," he said further over protests in the city.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.