ETV Bharat / bharat

সোনায় চমক এনেছে কোরোনা, কীভাবে করবেন বিনিয়োগ ? - সোনায় চমক এনেছে কোরোনা

লেখাটি লিখেছেন শঙ্কর চন্দ । লেখক SEBI-র একজন লাইসেন্সধারী বিনিয়োগ পরামর্শদাতা ৷

COVID adds sheen to gold
সোনায় চমক এনেছে কোরোনা, কীভাবে করবেন বিনিয়োগ ?
author img

By

Published : Jun 15, 2020, 8:34 AM IST

হায়দরাবাদ, 14 জুন : প্রায় 18 শতাংশ বাড়ল সোনার দাম ৷ গত 5 মাসে হল 39 হাজার 850 টাকা থেকে 47 হাজার 110 টাকা ৷ মুম্বইয়ে সোনার দাম অনুসারে, 1 জানুয়ারি সোনার দাম ছিল 39 হাজার 850 টাকা ৷ যা 12 জুন বেড়ে হল 47 হাজার 110 টাকা ৷ দিন দিন স্থায়ী সুদের হার হ্রাস পাচ্ছে ৷ শেয়ার বাজারগুলির অবস্থাও স্থিতিশীল নয় ৷ ফলে দেশীয় বিনিয়োগকারীরা সোনা কিনে বিনিয়োগ করতে বেশি আগ্রহী হচ্ছেন ৷ যদিও বর্তমানে দেশজুড়ে চলছে লকডাউন ৷ ফলে বন্ধ বাজার, দোকান-পাট ৷ তাই সোনা কেনায় দেখা দিয়েছে ঘাটতি ৷ ফলে সেভাবে বিনিয়োগও হচ্ছে না ৷ তবে, অনলাইন কেনাকাটার হার কিছুটা বৃদ্ধি পেয়েছে ৷

দেশের অর্থনীতিতে ধস নামলেও বেড়েছে সোনার চমক

গড় বিনিয়োগকারীদের নজর থাকে সুরক্ষা ও স্থিতিশীলতার দিকে ৷ সেকারণে বর্তমানে দেশীয় অর্থনীতিতে টালমাটালের সময় সোনার ব্যবসা ভালোই চলবে বলে মত বিশেষজ্ঞদের ৷ বিশেষজ্ঞদের মতে, অর্থনীতির এই ধসের কারণ হল কোরোনা সংক্রমণ ৷ এই সংক্রমণের জেরে শুধুমাত্র দেশেই নয় , বিশ্বেও নেমেছে অর্থনীতির মান ৷ তবে, সোনার দাম বাড়া থেকেই বোঝা যায়, অর্থনীতিতে ধস নামলেও সোনার মূল্যবৃদ্ধি আমূল পরিবর্তন আনবে অর্থনীতিতে ৷ বর্তমানে, সোনার বার্ষিক যৌগিক মূল্যবৃদ্ধির হার প্রায় 11.3 শতাংশ ৷ যা সাম্প্রতিক অর্থনীতির তুলনায় অনেকটাই উন্নত ৷

এটা কি সোনায় বিনিয়োগ করার জন্য সঠিক সময় ?

এর জন্য কোনও ঠিক বা ভুল উত্তর হতে পারে না ৷ সোনার জন্যও নয় ৷ বিনিয়োগের জন্যও নয় ৷ একজন দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীর কখনই বিনিয়োগ বাজারের সময় নিয়ে ভাবা উচিত নয় ৷ অনেক সময় সঠিক সময় দেখতে গিয়ে বিনিয়োগকারী লাভের সুযোগ হারায় ৷ কখনও বা বিনিয়োগেও দেরি হয়ে যায় ৷ বিশেষ করে বর্তমান সময়ে , দ্রুত অর্থের লোভ ও সম্ভাব্য লাভের হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কাকে এড়িয়ে চলতে হবে ৷

সোনায় বিনিয়োগ করলেও , কীভাবে করতে হবে ?

  • মিউচুয়াল ফান্ডে বা SIP তে বিনিয়োগের মতোই সোনাতে বিনিয়োগ করতে হলে দীর্ঘমেয়াদি বিনিয়োগের দিকে ঝুঁকতে হবে ৷ একটি ফিক্সড টাকা বিনিয়োগ করতে হবে ৷
  • সময়ের সাথে কেনা সোনার দাম বাড়বে ৷ ফলে বাড়তে পারে টাকার মূল্যও ৷
  • এর ফলে বাড়বে লাভের হার ৷ কমবে কেনা ও মেনটেনের খরচ ৷
  • এইরকম সামাজিক সময়ে 5 থেকে 15 শতাংশের মধ্যে সোনাতে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ হবে ৷
  • সোনার পতনশীল বাজারগুলিতে হেজ হিসাবে কাজ করে ৷ ফলে কিছুক্ষেত্রে ইক্যুইটিতে লোকসান হবে ।

(প্রতিবেদনের মতামত লেখকের নিজস্ব । প্রতিটি বিনিয়োগকারীকে তাদের আর্থিক মূল্যায়ন করতে ও উপযুক্ত বিনিয়োগের কৌশল কার্যকর করতে একজন যোগ্য বিনিয়োগ পরামর্শদাতার সাথে পরামর্শ করতে হবে । )

হায়দরাবাদ, 14 জুন : প্রায় 18 শতাংশ বাড়ল সোনার দাম ৷ গত 5 মাসে হল 39 হাজার 850 টাকা থেকে 47 হাজার 110 টাকা ৷ মুম্বইয়ে সোনার দাম অনুসারে, 1 জানুয়ারি সোনার দাম ছিল 39 হাজার 850 টাকা ৷ যা 12 জুন বেড়ে হল 47 হাজার 110 টাকা ৷ দিন দিন স্থায়ী সুদের হার হ্রাস পাচ্ছে ৷ শেয়ার বাজারগুলির অবস্থাও স্থিতিশীল নয় ৷ ফলে দেশীয় বিনিয়োগকারীরা সোনা কিনে বিনিয়োগ করতে বেশি আগ্রহী হচ্ছেন ৷ যদিও বর্তমানে দেশজুড়ে চলছে লকডাউন ৷ ফলে বন্ধ বাজার, দোকান-পাট ৷ তাই সোনা কেনায় দেখা দিয়েছে ঘাটতি ৷ ফলে সেভাবে বিনিয়োগও হচ্ছে না ৷ তবে, অনলাইন কেনাকাটার হার কিছুটা বৃদ্ধি পেয়েছে ৷

দেশের অর্থনীতিতে ধস নামলেও বেড়েছে সোনার চমক

গড় বিনিয়োগকারীদের নজর থাকে সুরক্ষা ও স্থিতিশীলতার দিকে ৷ সেকারণে বর্তমানে দেশীয় অর্থনীতিতে টালমাটালের সময় সোনার ব্যবসা ভালোই চলবে বলে মত বিশেষজ্ঞদের ৷ বিশেষজ্ঞদের মতে, অর্থনীতির এই ধসের কারণ হল কোরোনা সংক্রমণ ৷ এই সংক্রমণের জেরে শুধুমাত্র দেশেই নয় , বিশ্বেও নেমেছে অর্থনীতির মান ৷ তবে, সোনার দাম বাড়া থেকেই বোঝা যায়, অর্থনীতিতে ধস নামলেও সোনার মূল্যবৃদ্ধি আমূল পরিবর্তন আনবে অর্থনীতিতে ৷ বর্তমানে, সোনার বার্ষিক যৌগিক মূল্যবৃদ্ধির হার প্রায় 11.3 শতাংশ ৷ যা সাম্প্রতিক অর্থনীতির তুলনায় অনেকটাই উন্নত ৷

এটা কি সোনায় বিনিয়োগ করার জন্য সঠিক সময় ?

এর জন্য কোনও ঠিক বা ভুল উত্তর হতে পারে না ৷ সোনার জন্যও নয় ৷ বিনিয়োগের জন্যও নয় ৷ একজন দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীর কখনই বিনিয়োগ বাজারের সময় নিয়ে ভাবা উচিত নয় ৷ অনেক সময় সঠিক সময় দেখতে গিয়ে বিনিয়োগকারী লাভের সুযোগ হারায় ৷ কখনও বা বিনিয়োগেও দেরি হয়ে যায় ৷ বিশেষ করে বর্তমান সময়ে , দ্রুত অর্থের লোভ ও সম্ভাব্য লাভের হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কাকে এড়িয়ে চলতে হবে ৷

সোনায় বিনিয়োগ করলেও , কীভাবে করতে হবে ?

  • মিউচুয়াল ফান্ডে বা SIP তে বিনিয়োগের মতোই সোনাতে বিনিয়োগ করতে হলে দীর্ঘমেয়াদি বিনিয়োগের দিকে ঝুঁকতে হবে ৷ একটি ফিক্সড টাকা বিনিয়োগ করতে হবে ৷
  • সময়ের সাথে কেনা সোনার দাম বাড়বে ৷ ফলে বাড়তে পারে টাকার মূল্যও ৷
  • এর ফলে বাড়বে লাভের হার ৷ কমবে কেনা ও মেনটেনের খরচ ৷
  • এইরকম সামাজিক সময়ে 5 থেকে 15 শতাংশের মধ্যে সোনাতে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ হবে ৷
  • সোনার পতনশীল বাজারগুলিতে হেজ হিসাবে কাজ করে ৷ ফলে কিছুক্ষেত্রে ইক্যুইটিতে লোকসান হবে ।

(প্রতিবেদনের মতামত লেখকের নিজস্ব । প্রতিটি বিনিয়োগকারীকে তাদের আর্থিক মূল্যায়ন করতে ও উপযুক্ত বিনিয়োগের কৌশল কার্যকর করতে একজন যোগ্য বিনিয়োগ পরামর্শদাতার সাথে পরামর্শ করতে হবে । )

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.