শ্রীনগর, 31 জুলাই : গতকাল জম্মু-কাশ্মীরের প্রশাসন একটি প্রটোকল জারি করেছে । যারা বাইরে থেকে বিমানে, রেলে এবং সড়কপথে এই কেন্দ্রশাসিত অঞ্চলে আসছেন তাদের জন্য নতুন প্রটোকল তৈরি হয়েছে ।
এক অধিকর্তা জানিয়েছেন, "বিমানে, রেলে ও সড়কপথে জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে আগতদের সকলকে কোরোনা পরীক্ষার জন্য র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে ।"
বিজ্ঞপ্তিতে আরও জানান হয়েছে, আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনটির সঙ্গে বৈধ ফোন নম্বার আছে এমন যাত্রীদের ক্ষেত্রে কোরোনা পরীক্ষার রিপোর্ট যতদিন না নেগেটিভ আসবে, তাদের 14 দিন পর্যন্ত হোম কোয়ারানটিনে থাকতে হবে ।
আরও জানান হয়েছে, ফোনে ডাউনলোড করা আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনের সঙ্গে কোনও বৈধ ফোন নম্বর যুক্ত না থাকে এমন বিমান বা রেলযাত্রীদের ক্ষেত্রে প্রশাসনিক / প্রাতিষ্ঠানিক কিংবা অর্থের বিনিময়ে কোয়ারানটিন সেন্টারগুলিতে 14 দিনের জন্য পাঠান হবে । তাদের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তবেই হোম কোয়ারানটিনের জন্য পাঠান হবে ।
যাত্রীদের মধ্যে যদি কারও রিপোর্ট পজিটিভ আসে তবে তা কোরোনা আক্রান্তের জন্য নেওয়া প্রটোকল অনুসরণ করা হবে, তা জানান হয়েছে বিজ্ঞপ্তিতে । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 19, 419 । সক্রিয় আক্রান্ত 7,749 জন । সুস্থ হয়ে উঠেছে 11,322 জন । মৃত্যু হয়েছে 348 জনের ।