ETV Bharat / bharat

গত 24 ঘণ্টায় দেশে কোরোনা আক্রান্ত 600-র বেশি, মৃত 20 - 600 plus new cases in one day

কোরোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা 1 হাজার 346 ৷ যেখানে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 211জন ৷

কোরোনা আক্রান্ত
কোরোনা আক্রান্ত
author img

By

Published : Apr 9, 2020, 9:00 PM IST

দিল্লি, 9 এপ্রিল : দেশে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 600-র বেশি মানুষ ৷ মৃত্যু হয়েছে 20 জনের ৷ আজ স্বাস্থ্যমন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে ৷ এছাড়াও বর্তমানে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 5 হাজার 865 ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 169 জনের ৷

কোরোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে ৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা 1 হাজার 346 ৷ যেখানে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 211জন ৷ তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা 738 ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 96 জন ৷ দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা 669 ৷ গত একদিনে আক্রান্ত হয়েছেন 51 জন ৷ উত্তরপ্রদেশে মোট সংখ্যাটা 361 ৷ নতুন করে একদিন আক্রান্ত 51 ৷

মধ্যপ্রদেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 229 ৷ যেখানে একদিনে আক্রান্ত 56 ৷ জম্মু-কাশ্মীরে মোট আক্রান্ত 158 ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 26 জন ৷ গুজরাতে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 179 ৷ নতুন করে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 76 জন ৷ কর্নাটকে মোট 181 জন কোরোনায় আক্রান্ত ৷ যাদের মধ্যে গত একদিনে আক্রান্ত হয়েছে 16জন ৷

পশ্চিমবঙ্গে মোট কোরোনা আক্রান্ত 80 জন ৷ গত একদিনে নতুন করে 12 জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়া পঞ্জাবে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 101 ৷ যেখানে গত 24 ঘণ্টায় 24 জনের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে ৷

এছাড়া, কেরালায় কোরোনায় আক্রান্ত হয়েছে মোট 345জন ৷ হরিয়ানায় মোট কোরোনো আক্রান্তের সংখ্যা 147, ওড়িশায় 44, বিহারে 38, উত্তরাখণ্ডে 33, অসমে 28 ৷ হিমাচলপ্রদেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 18 ৷ লাদাখে এখনও পর্যন্ত 14জনের শরীরে কোরোনা ভাইরাস পাওয়া গিয়েছে ৷ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মোট কোরোনায় আক্রান্ত 11, গোয়াতে সাত এবং পুদুচেরিতে পাঁচজন ৷ মণিপুর, ত্রিপুরা, মিজ়োরাম ও অরুনাচল প্রদেশে একজন করে কোরোনায় আক্রান্ত ৷

দিল্লি, 9 এপ্রিল : দেশে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 600-র বেশি মানুষ ৷ মৃত্যু হয়েছে 20 জনের ৷ আজ স্বাস্থ্যমন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে ৷ এছাড়াও বর্তমানে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 5 হাজার 865 ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 169 জনের ৷

কোরোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে ৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা 1 হাজার 346 ৷ যেখানে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 211জন ৷ তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা 738 ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 96 জন ৷ দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা 669 ৷ গত একদিনে আক্রান্ত হয়েছেন 51 জন ৷ উত্তরপ্রদেশে মোট সংখ্যাটা 361 ৷ নতুন করে একদিন আক্রান্ত 51 ৷

মধ্যপ্রদেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 229 ৷ যেখানে একদিনে আক্রান্ত 56 ৷ জম্মু-কাশ্মীরে মোট আক্রান্ত 158 ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 26 জন ৷ গুজরাতে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 179 ৷ নতুন করে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 76 জন ৷ কর্নাটকে মোট 181 জন কোরোনায় আক্রান্ত ৷ যাদের মধ্যে গত একদিনে আক্রান্ত হয়েছে 16জন ৷

পশ্চিমবঙ্গে মোট কোরোনা আক্রান্ত 80 জন ৷ গত একদিনে নতুন করে 12 জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়া পঞ্জাবে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 101 ৷ যেখানে গত 24 ঘণ্টায় 24 জনের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে ৷

এছাড়া, কেরালায় কোরোনায় আক্রান্ত হয়েছে মোট 345জন ৷ হরিয়ানায় মোট কোরোনো আক্রান্তের সংখ্যা 147, ওড়িশায় 44, বিহারে 38, উত্তরাখণ্ডে 33, অসমে 28 ৷ হিমাচলপ্রদেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 18 ৷ লাদাখে এখনও পর্যন্ত 14জনের শরীরে কোরোনা ভাইরাস পাওয়া গিয়েছে ৷ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মোট কোরোনায় আক্রান্ত 11, গোয়াতে সাত এবং পুদুচেরিতে পাঁচজন ৷ মণিপুর, ত্রিপুরা, মিজ়োরাম ও অরুনাচল প্রদেশে একজন করে কোরোনায় আক্রান্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.