ETV Bharat / bharat

কোরোনা : 1 টাকা বেতন নেওয়ার সিদ্ধান্ত উদয় কোটাকের

author img

By

Published : Apr 10, 2020, 11:42 AM IST

চলতি অর্থবর্ষে বেতন হিসেবে মাত্র 1 টাকা নেওয়ার সিদ্ধান্ত নিলেন উদয় কোটাক । পাশাপাশি কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন 25 কোটি টাকা ।

kotak
কোটাক

মুম্বই, 10 এপ্রিল : কোরোনার জেরে চরম ক্ষতিগ্রস্ত অর্থনীতি । ধুঁকছে একাধিক সেক্টর । দেশের এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ালেন কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের CEO উদয় কোটাক । এই অর্থবর্ষে বেতন হিসেবে মাত্র 1 টাকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি । পাশাপাশি কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন 25 কোটি টাকা ।

এদিকে, উদয় কোটাকের এই সিদ্ধান্তের পর কোটাক গ্রুপের অন্য শীর্ষ আধিকারিকরাও নিজেদের বেতনের 15 শতাংশ কম বেতন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন । যা প্রযোজ্য হবে চলতি অর্থবর্ষেই । কোরোনার জেরে 2020-21 অর্থবর্ষের শুরুতেই বড়সড় ধাক্কা খেতে চলেছে ভারতের অর্থনীতি । যা ব্যাঙ্কগুলির ক্ষেত্রেও সরাসরি প্রভাব ফেলবে । এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল এই সিদ্ধান্ত নেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ । ব্যাঙ্কের তরফে জানানো হয়, "এই মুহূর্তে আমরা জীবন বাঁচাতে ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাচ্ছি । এক্ষেত্রে অর্থনীতিকে আবার দৃঢ় করতে একটি মজবুত ভিতের প্রয়োজন রয়েছে । তাই আমরা এই কঠিন পরিস্থিতিতে সরকার, প্রাইভেট সংস্থাগুলি, সমাজ সর্বোপরি মানুষের স্বার্থে কাজ করতে বদ্ধপরিকর ।

উল্লেখ্য, গত অর্থবর্ষে 27 লাখ টাকা বেতন পেয়েছিলেন উদয় কোটাক । তবে, শুধু প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলই নয়, কোরোনা মোকাবিলায় এর আগে কেন্দ্রীয় সরকার ও মহারাষ্ট্র সরকারকেও মোট 60 কোটি দান করেছে কোটাক মহিন্দ্রা গ্রুপ । উল্লেখ্য, মহারাষ্ট্রে এই ব্যাঙ্কের মূল অফিস রয়েছে ।

মুম্বই, 10 এপ্রিল : কোরোনার জেরে চরম ক্ষতিগ্রস্ত অর্থনীতি । ধুঁকছে একাধিক সেক্টর । দেশের এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ালেন কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের CEO উদয় কোটাক । এই অর্থবর্ষে বেতন হিসেবে মাত্র 1 টাকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি । পাশাপাশি কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন 25 কোটি টাকা ।

এদিকে, উদয় কোটাকের এই সিদ্ধান্তের পর কোটাক গ্রুপের অন্য শীর্ষ আধিকারিকরাও নিজেদের বেতনের 15 শতাংশ কম বেতন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন । যা প্রযোজ্য হবে চলতি অর্থবর্ষেই । কোরোনার জেরে 2020-21 অর্থবর্ষের শুরুতেই বড়সড় ধাক্কা খেতে চলেছে ভারতের অর্থনীতি । যা ব্যাঙ্কগুলির ক্ষেত্রেও সরাসরি প্রভাব ফেলবে । এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল এই সিদ্ধান্ত নেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ । ব্যাঙ্কের তরফে জানানো হয়, "এই মুহূর্তে আমরা জীবন বাঁচাতে ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাচ্ছি । এক্ষেত্রে অর্থনীতিকে আবার দৃঢ় করতে একটি মজবুত ভিতের প্রয়োজন রয়েছে । তাই আমরা এই কঠিন পরিস্থিতিতে সরকার, প্রাইভেট সংস্থাগুলি, সমাজ সর্বোপরি মানুষের স্বার্থে কাজ করতে বদ্ধপরিকর ।

উল্লেখ্য, গত অর্থবর্ষে 27 লাখ টাকা বেতন পেয়েছিলেন উদয় কোটাক । তবে, শুধু প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলই নয়, কোরোনা মোকাবিলায় এর আগে কেন্দ্রীয় সরকার ও মহারাষ্ট্র সরকারকেও মোট 60 কোটি দান করেছে কোটাক মহিন্দ্রা গ্রুপ । উল্লেখ্য, মহারাষ্ট্রে এই ব্যাঙ্কের মূল অফিস রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.