ETV Bharat / bharat

লাইভ: দেশে একদিনে কোরোনায় আক্রান্ত 64,553 জন - আনলক লাইভ আপডেট

Unlock
আনলক
author img

By

Published : Aug 14, 2020, 7:02 AM IST

Updated : Aug 14, 2020, 11:00 AM IST

10:54 August 14

বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এখনও নিয়ন্ত্রণে নয় সংক্রমণ । প্রায় প্রতিদিনই রেকর্ড হারে সংক্রমণ হচ্ছে দেশে । সঙ্গে বাড়ছে সুস্থতার হার ৷ দেশে কোরোনা পরিস্থিতি কীরকম দেখে নেওয়া যাক ৷

  • দেশে সুস্থতার হার 70.17 শতাংশ ।
  • দেশে 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 64 হাজার 553 জন । 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1007 জনের । 

06:36 August 14

  • মহারাষ্ট্রের জেলগুলিতে এখনও পর্যন্ত 1000 জন বন্দী ও 292 জন জেল কর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন । কোরোনায় মৃত্যু হয়েছে 6 জন বন্দীর ।

06:09 August 14

  • অসমে 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 2 হাজার 796 জন ।
  • কোরোনায় আক্রান্ত রাম জন্মভূমি ট্রাস্টের সভাপতি মহন্ত নিত্যগোপাল দাস ।

10:54 August 14

বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এখনও নিয়ন্ত্রণে নয় সংক্রমণ । প্রায় প্রতিদিনই রেকর্ড হারে সংক্রমণ হচ্ছে দেশে । সঙ্গে বাড়ছে সুস্থতার হার ৷ দেশে কোরোনা পরিস্থিতি কীরকম দেখে নেওয়া যাক ৷

  • দেশে সুস্থতার হার 70.17 শতাংশ ।
  • দেশে 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 64 হাজার 553 জন । 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1007 জনের । 

06:36 August 14

  • মহারাষ্ট্রের জেলগুলিতে এখনও পর্যন্ত 1000 জন বন্দী ও 292 জন জেল কর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন । কোরোনায় মৃত্যু হয়েছে 6 জন বন্দীর ।

06:09 August 14

  • অসমে 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 2 হাজার 796 জন ।
  • কোরোনায় আক্রান্ত রাম জন্মভূমি ট্রাস্টের সভাপতি মহন্ত নিত্যগোপাল দাস ।
Last Updated : Aug 14, 2020, 11:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.