ETV Bharat / bharat

লকডাউনের জের : স্ত্রী-র চিকিৎসা করাতে আঁকা শেখানো ছেড়ে করছেন পাথর কাটার কাজ

লকডাউনে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলি । বন্ধ রোজগার । সংসার চালাতে পাথর কাটার শ্রমিকের কাজ করছেন কর্নাটকের আঁকার শিক্ষক ।

painting teacher
painting teacher
author img

By

Published : Jul 17, 2020, 7:29 PM IST

মহীশূর, 17 জুলাই : বছর দুয়েক আগে মহীশূরের আর্ট কলেজে পড়াশোনা করতে এসে এখানেই থেকে যান কর্নাটকের গুন্দলুপেট তালুকের সোমাহালি গ্রামের এক আঁকার শিক্ষক । বাড়িতে অসুস্থ স্ত্রী ও নিজের দুই সন্তান ছাড়াও তাঁর ভাইয়ের ছেলেমেয়েরাও রয়েছে । মাইসোরে গত 2 বছর ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আঁকা শিখিয়েছেন তিনি । কিন্তু, কোরোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনে স্কুল-কলেজ বন্ধ । বাধ্য হয়ে পেট চালাতে এবার পাথর কাটার শ্রমিকের কাজে যোগ দিয়েছেন এই আঁকার শিক্ষক ।

মহীশূর শহরে বিবেকানন্দনগরে একটি বাড়িতে ভাড়া থাকেন এই যুবক । লকডাউনের কারণে রোজগার বন্ধ । বিগত কয়েকমাসে স্ত্রী-র চিকিৎসাও ঠিকমতো করাতে পারেননি । অগত্যা কাজের খোঁজে বেরিয়ে পাথর কাটার কাজ পেয়েছেন বলে জানান তিনি ।

যুবক বলেন, “যা হোক একটা কাজ খুঁজছিলাম । মহেশ নামে এক পাথর কাটার মিস্ত্রিই এই কাজ দেন । প্রথমে বুঝতে পারিনি কীভাবে এই কাজ করব । পাঁচদিন হল কাজে যোগ দিয়েছি ।”

কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (KPSC) নিয়োগ প্রক্রিয়ায় দেরি হওয়ায় এই অবস্থা বলে জানিয়েছেন ওই আঁকার শিক্ষক । তিনি বলেন, “2011 সালে চাকরিতে নিয়োগের নির্দেশিকা বাতিল হয় । 2016-তে নোটিশ দিলে পুনরায় আবেদন করি । তথ্য যাচাই পর্যন্ত হয়েছিল । কিন্তু শুধু চার থেকে পাঁচ জনকে ডেকে চেক করা হয়েছে । এইজন্যই আজকে এই অবস্থা আমার ।"

মহীশূর, 17 জুলাই : বছর দুয়েক আগে মহীশূরের আর্ট কলেজে পড়াশোনা করতে এসে এখানেই থেকে যান কর্নাটকের গুন্দলুপেট তালুকের সোমাহালি গ্রামের এক আঁকার শিক্ষক । বাড়িতে অসুস্থ স্ত্রী ও নিজের দুই সন্তান ছাড়াও তাঁর ভাইয়ের ছেলেমেয়েরাও রয়েছে । মাইসোরে গত 2 বছর ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আঁকা শিখিয়েছেন তিনি । কিন্তু, কোরোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনে স্কুল-কলেজ বন্ধ । বাধ্য হয়ে পেট চালাতে এবার পাথর কাটার শ্রমিকের কাজে যোগ দিয়েছেন এই আঁকার শিক্ষক ।

মহীশূর শহরে বিবেকানন্দনগরে একটি বাড়িতে ভাড়া থাকেন এই যুবক । লকডাউনের কারণে রোজগার বন্ধ । বিগত কয়েকমাসে স্ত্রী-র চিকিৎসাও ঠিকমতো করাতে পারেননি । অগত্যা কাজের খোঁজে বেরিয়ে পাথর কাটার কাজ পেয়েছেন বলে জানান তিনি ।

যুবক বলেন, “যা হোক একটা কাজ খুঁজছিলাম । মহেশ নামে এক পাথর কাটার মিস্ত্রিই এই কাজ দেন । প্রথমে বুঝতে পারিনি কীভাবে এই কাজ করব । পাঁচদিন হল কাজে যোগ দিয়েছি ।”

কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (KPSC) নিয়োগ প্রক্রিয়ায় দেরি হওয়ায় এই অবস্থা বলে জানিয়েছেন ওই আঁকার শিক্ষক । তিনি বলেন, “2011 সালে চাকরিতে নিয়োগের নির্দেশিকা বাতিল হয় । 2016-তে নোটিশ দিলে পুনরায় আবেদন করি । তথ্য যাচাই পর্যন্ত হয়েছিল । কিন্তু শুধু চার থেকে পাঁচ জনকে ডেকে চেক করা হয়েছে । এইজন্যই আজকে এই অবস্থা আমার ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.