দিল্লি, 2 মে : ফের লকডাউন দুসপ্তাহ বাড়ানো হল ৷ আর তাতেই বাড়ানোর কারণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে কংগ্রেস ৷ তাঁদের মন্তব্য, দেশ জানতে চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিষ্কার লকডাউন পরিকল্পনা কী, কবে শেষ হবে এই পরিস্থিতি ৷
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূরযেওয়ালা জানান, প্রধানমন্ত্রীর উচিত বর্তমান পরিস্থিতিতে তাঁর পরিকল্পনা কী তা জানানো ৷ পরিযায়ী শ্রমিকদের কথা সরকার ভাবছেন না বলে অভিযোগ করেন তিনি ৷ সরকারের কাছে ওই শ্রমিকদের বিনে পয়সায় বাড়ি ফেরানোর জন্যে অনুরোধ করেন কংগ্রেসের মুখপাত্র ৷ তাঁর প্রশ্ন, আমরা কি আবার লকডাউন বাড়ানোর ঘোষণা শুনব ?
লকডাউন তুলে কংগ্রেস দেশকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্যে কেন্দ্র সরকারকে সুপারিশও দেয় । সূরযেওয়ালা পরামর্শ দেন MGNREGA শ্রমজীবী, পেনশনভোগী, বিধবা, প্রতিবন্ধী ব্যক্তিদের, প্রধানমন্ত্রী কিষান যোজনা, জন ধন যোজনার আওতায় প্রত্যেককে 7500 টাকাসহ 10 কেজি খাদ্যশস্য, 1 কেজি ডাল এবং 1/2 কেজি চিনি দেওয়ার জন্যে ৷
কংগ্রেসের দাবি, কোরোনা মোকাবিলায় সরকারের উচিত পরীক্ষার হার বাড়ানো এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত পরিমাণে PPE কিট প্রদান করা ৷ উল্টে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প এবং বুলেট ট্রেন প্রকল্প-সহ একাধিক জায়গায় বাজে খরচ করছে সরকার ৷