চন্দ্রপুর, 11 অক্টোবর : বনদপ্তরকে বাঘ মারার আর্জি মহারাষ্ট্রের কংগ্রেস সাংসদের । শনিবার রাতে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয় মহারাষ্ট্র থেকে নির্বাচিত কংগ্রেসের একমাত্র সাংসদ সুরেশ ধানোরকরের তরফে । সেখানে কৃষকদের বাঁচাতে বাঘ হত্যা জরুরি বলে দাবি করেন তিনি । এই নিয়ে মুখ্য বনপাল এন আর প্রবীণ এবং রাজ্যের বনমন্ত্রী সঞ্জয় রাঠোরের সঙ্গে কথাও বলেছেন চন্দ্রপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ।
বনদপ্তর সূত্রে খবর, সেন্ট্রাল চান্দা ডিভিশনের ওয়াইরুর, রাজুরা ও কোঠারি রেঞ্জে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে । "নরখাদক" বাঘটিকে ধরতে অস্ত্র নিয়ে হাজির 150 জন নিরাপত্তারক্ষী । একাধিক জায়গায় নজরদারি ক্যামেরা বসানো হলেও এখনও বাঘটির সন্ধান পাওয়া যায়নি ।
নাগপুরের প্রধান মুখ্য বনপাল বি এস হুডা সম্প্রতি রাজুরা তেহসিল পরিদর্শনে যান এবং "RT-1" বাঘটিকে দ্রুত খাঁচা বন্দী করার নির্দেশ দেন ।
বনদপ্তর সূত্রে খবর, গতবছর 18 জানুয়ারি, 25 নভেম্বর ও 25 ডিসেম্বর বাঘের হানায় মানুষের মৃত্যুর ঘটনা ঘটে । এ বছরও 4 জানুয়ারি, 6 মার্চ, 18 অগাস্ট, 25 সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বাঘের শিকার হন এলাকার সাধারণ মানুষ ।