ETV Bharat / bharat

BJP মানে 45 বছরে সবচেয়ে বেশি বেকারত্ব, মহামিছিলে কটাক্ষ প্রিয়াঙ্কার - দিল্লির রামলীলা ময়দানে প্রতিবাদ মিছিল

নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019-র প্রতিবাদে দিল্লির পথে নেমেছে কংগ্রেস । এই মহামিছিলের নেতৃত্বে রয়েছেন রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি, মনমোহন সিং,প্রিয়াঙ্কা গান্ধি সহ অন্য কংগ্রেস নেতারা ।

ছবি
ছবি
author img

By

Published : Dec 14, 2019, 12:50 PM IST

Updated : Dec 14, 2019, 3:24 PM IST

দিল্লি, 14 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019-র প্রতিবাদে আজ রাজধানীর পথে নেমেছে কংগ্রেস । কংগ্রেসের তরফে জানানো হয়েছে, নাগরিকত্ব (সংশোধনী) আইন, BJP-র একনায়কতন্ত্র, বর্তমান ICU -তে থাকা অর্থনৈতিক অবস্থা, বেকারত্ব সহ একাধিক ইশুর প্রতিবাদে এই "ভারত বাঁচাও র‌্যালি"। এই মহামিছিলের নেতৃত্বে রয়েছেন রাহুল গান্ধি, কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি, মনমোহন সিং,প্রিয়াঙ্কা গান্ধি সহ অন্য কংগ্রেস নেতারা ।

  • জনসভা থেকে সরকারকে আক্রমণ করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি । তিনি বলেন, "প্রতিটি বাসস্টপ, সংবাদপত্রে দেখা যায় মোদি হ্যায় তো মুমকিন হ্যায় । কিন্তু প্রকৃত বিষয়টি হল BJP মানে 100 টাকা কেজি পিঁয়াজ, BJP মানে 45 বছরে সবচেয়ে বেশি বেকারত্ব, BJP মানে 4 কোটি চাকরি নষ্ট ।" তিনি আরও বলেন, "সমস্ত দেশবাসীকে বলতে চাই, আপনারা প্রতিবাদে গর্জে উঠুন । যদি দেশকে ভালোবাসেন, তাহলে তার কন্ঠ হয়ে উঠুন । আমরা যদি সরব না হই, এই পরিস্থিতিতেও ভয় ও মিথ্যার আড়ালে থেকে যাই তাহলে আমাদের সংবিধান ধ্বংস হয়ে যাবে ।"
    • #WATCH Delhi: Congress leader Priyanka Gandhi: "...Har bus stop, har akhbar pe dikhta hai 'Modi hai to mumkin hai'. Asliyat ye hai ki 'BJP hai to Rs 100 kilo ki pyaaz hai, BJP hai to 45 saal mein sabse zyada berozgari mumkin hai, BJP hai to 4 cr naukriyan nasht hona mumkin hai.." pic.twitter.com/6sr1CAYD9n

      — ANI (@ANI) December 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • জনসভা থেকে সোনিয়া গান্ধি বলেন, "কখনও কখনও কোনও ব্যক্তির জীবনে, সমাজে বা দেশে এমন পরিস্থিতি তৈরি হয় যে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয় । আজ সেই সময় এসে গেছে ।দেশকে বাঁচাতে কঠোর সংগ্রাম করতে হবে।"
    • Sonia Gandhi, Congress Interim President at 'Bharat Bachao': Kisi bhi vyakti, samaj aur desh ki zindagi mein kabhi kabhi aisa waqt aata hai ki ussey iss paar ya uss paar ka faisla lena padta hai. Aaj wahi waqt aa gaya hai, desh ko bachana hai to hamein kathor sangharsh karna hoga pic.twitter.com/0OobonxcSH

      — ANI (@ANI) December 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পি বি চিদম্বরম বলেন, " ছ'মাসের মধ্যে মোদি সরকার ভারতীয় অর্থনীতির বেহাল দশা করে ছেড়েছে । তাও মন্ত্রীদের কাছে কোনও তথ্য নেই । গতকাল অর্থমন্ত্রী বলেছিলেন, সব ঠিক আছে, আমার সবার আগে রয়েছি । কিন্তু একটি কথা বলেননি যে, আচ্ছে দিন আনে ওয়ালে হ্য়ায় ।"

    • P Chidambaram, at Congress' 'Bharat Bachao' rally: In 6 months Modi govt has wrecked India's economy. Yet ministers are completely clueless. Y'day Finance Minister said everything's alright, we're on top of the world. The only thing she didn't say was 'achhe din aane wale hain.' pic.twitter.com/JAa3hf1izg

      — ANI (@ANI) December 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • মিছিল নিয়ে আজ টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । টুইটবার্তায় তিনি বলেন, "দিল্লির রামলীলা ময়দানে আজ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে । দেশজুড়ে BJP-র একনায়কতন্ত্র, অর্থনীতির বর্তমান অবস্থা ও গণতন্ত্র হত্যার প্রতিবাদে আজকের এই মিছিল ।"
    • आज दिल्ली के ऐतिहासिक रामलीला मैदान में कांग्रेस पार्टी की ओर से आयोजित भाजपा सरकार की तानाशाही, I.C.U में पहुँचा दी गई अर्थव्यवस्था और लोकतंत्र की हत्या के विरोध मे जनसभा को संबोधित करूँगा।

      Live: https://t.co/yxwa8xCWqt#BharatBachaoRally pic.twitter.com/DrOBr4ckYu

      — Rahul Gandhi (@RahulGandhi) December 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • দিল্লি, উত্তরপ্রদেশ, পঞ্জাব ও হরিয়ানা থেকে যোগ দিচ্ছেন কংগ্রেসের রাজ্য নেতৃত্বরা । ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে আসা কংগ্রেস কর্মীরা মিছিলে যোগ দিচ্ছেন। দিল্লির কংগ্রেস নেতা সুভাষ চোপড়া জানিয়েছেন, প্রায় দশ কিমি জুড়ে চলবে এই মিছিল ।

দিল্লি, 14 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019-র প্রতিবাদে আজ রাজধানীর পথে নেমেছে কংগ্রেস । কংগ্রেসের তরফে জানানো হয়েছে, নাগরিকত্ব (সংশোধনী) আইন, BJP-র একনায়কতন্ত্র, বর্তমান ICU -তে থাকা অর্থনৈতিক অবস্থা, বেকারত্ব সহ একাধিক ইশুর প্রতিবাদে এই "ভারত বাঁচাও র‌্যালি"। এই মহামিছিলের নেতৃত্বে রয়েছেন রাহুল গান্ধি, কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি, মনমোহন সিং,প্রিয়াঙ্কা গান্ধি সহ অন্য কংগ্রেস নেতারা ।

  • জনসভা থেকে সরকারকে আক্রমণ করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি । তিনি বলেন, "প্রতিটি বাসস্টপ, সংবাদপত্রে দেখা যায় মোদি হ্যায় তো মুমকিন হ্যায় । কিন্তু প্রকৃত বিষয়টি হল BJP মানে 100 টাকা কেজি পিঁয়াজ, BJP মানে 45 বছরে সবচেয়ে বেশি বেকারত্ব, BJP মানে 4 কোটি চাকরি নষ্ট ।" তিনি আরও বলেন, "সমস্ত দেশবাসীকে বলতে চাই, আপনারা প্রতিবাদে গর্জে উঠুন । যদি দেশকে ভালোবাসেন, তাহলে তার কন্ঠ হয়ে উঠুন । আমরা যদি সরব না হই, এই পরিস্থিতিতেও ভয় ও মিথ্যার আড়ালে থেকে যাই তাহলে আমাদের সংবিধান ধ্বংস হয়ে যাবে ।"
    • #WATCH Delhi: Congress leader Priyanka Gandhi: "...Har bus stop, har akhbar pe dikhta hai 'Modi hai to mumkin hai'. Asliyat ye hai ki 'BJP hai to Rs 100 kilo ki pyaaz hai, BJP hai to 45 saal mein sabse zyada berozgari mumkin hai, BJP hai to 4 cr naukriyan nasht hona mumkin hai.." pic.twitter.com/6sr1CAYD9n

      — ANI (@ANI) December 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • জনসভা থেকে সোনিয়া গান্ধি বলেন, "কখনও কখনও কোনও ব্যক্তির জীবনে, সমাজে বা দেশে এমন পরিস্থিতি তৈরি হয় যে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয় । আজ সেই সময় এসে গেছে ।দেশকে বাঁচাতে কঠোর সংগ্রাম করতে হবে।"
    • Sonia Gandhi, Congress Interim President at 'Bharat Bachao': Kisi bhi vyakti, samaj aur desh ki zindagi mein kabhi kabhi aisa waqt aata hai ki ussey iss paar ya uss paar ka faisla lena padta hai. Aaj wahi waqt aa gaya hai, desh ko bachana hai to hamein kathor sangharsh karna hoga pic.twitter.com/0OobonxcSH

      — ANI (@ANI) December 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পি বি চিদম্বরম বলেন, " ছ'মাসের মধ্যে মোদি সরকার ভারতীয় অর্থনীতির বেহাল দশা করে ছেড়েছে । তাও মন্ত্রীদের কাছে কোনও তথ্য নেই । গতকাল অর্থমন্ত্রী বলেছিলেন, সব ঠিক আছে, আমার সবার আগে রয়েছি । কিন্তু একটি কথা বলেননি যে, আচ্ছে দিন আনে ওয়ালে হ্য়ায় ।"

    • P Chidambaram, at Congress' 'Bharat Bachao' rally: In 6 months Modi govt has wrecked India's economy. Yet ministers are completely clueless. Y'day Finance Minister said everything's alright, we're on top of the world. The only thing she didn't say was 'achhe din aane wale hain.' pic.twitter.com/JAa3hf1izg

      — ANI (@ANI) December 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • মিছিল নিয়ে আজ টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । টুইটবার্তায় তিনি বলেন, "দিল্লির রামলীলা ময়দানে আজ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে । দেশজুড়ে BJP-র একনায়কতন্ত্র, অর্থনীতির বর্তমান অবস্থা ও গণতন্ত্র হত্যার প্রতিবাদে আজকের এই মিছিল ।"
    • आज दिल्ली के ऐतिहासिक रामलीला मैदान में कांग्रेस पार्टी की ओर से आयोजित भाजपा सरकार की तानाशाही, I.C.U में पहुँचा दी गई अर्थव्यवस्था और लोकतंत्र की हत्या के विरोध मे जनसभा को संबोधित करूँगा।

      Live: https://t.co/yxwa8xCWqt#BharatBachaoRally pic.twitter.com/DrOBr4ckYu

      — Rahul Gandhi (@RahulGandhi) December 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • দিল্লি, উত্তরপ্রদেশ, পঞ্জাব ও হরিয়ানা থেকে যোগ দিচ্ছেন কংগ্রেসের রাজ্য নেতৃত্বরা । ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে আসা কংগ্রেস কর্মীরা মিছিলে যোগ দিচ্ছেন। দিল্লির কংগ্রেস নেতা সুভাষ চোপড়া জানিয়েছেন, প্রায় দশ কিমি জুড়ে চলবে এই মিছিল ।
Washington DC (USA), Dec 14 (ANI): While addressing the media in Washington DC on December 13, the Chief Executive Officer (CEO) of National Institution for Transforming India (NITI) Aayog Amitabh Kant said,"Another big thing that has happened in India is amalgamating 54 labour laws into just four laws and making major structural reforms there.""This to my mind will be really path-breaking and it will enable you to do large-scale manufacturing in India," he added."India came out with a new policy on Intellectual Property Rights (IPR) and our IPR regime has radically improved. It's probably one of the best IPR regimes, we have benchmarked it against USA and Japan now," the NITI Aayog CEO further stated.

Last Updated : Dec 14, 2019, 3:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.