ETV Bharat / bharat

কংগ্রেসের ইস্তাহার আদতে ভারতকে ভেঙে দেওয়ার কর্মসূচি : অরুণ জেটলি - bjp

কংগ্রসের ইস্তাহারকে ভারত ভেঙে দেওয়ার কর্মসূচি বললেন অরুণ জেটলি।

অরুণ জেটলি
author img

By

Published : Apr 2, 2019, 6:17 PM IST

দিল্লি, 2 এপ্রিল : "এই ইস্তাহারে এমন সব কর্মসূচি রয়েছে যা দেশকে ভেঙে ফেলবে।" আজ কংগ্রেসের ইস্তাহার প্রকাশের পর একথা বলেন অরুণ জেটলি।

অরুণ জেটলি বলেন, "এই ইস্তাহার বিপজ্জনক এবং একেবারেই বাস্তবায়নযোগ্য নয়। এটি আদতে ভারতকে ছোটো ছোটো রাষ্ট্রে ভাগ করার এক কর্মসূচি। কংগ্রেসের ইস্তাহার মাওবাদীদের এবং জিহাদিদের রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপশি সন্ত্রাসবাদীদের অনুমতি দেবে সেনাবাহিনী ঠিক করছে, না ভুল তা বিচার করার। যা ভয়ংকর।"

তিনি আরও বলেন, "কংগ্রেসের ইস্তাহার অনুসারে এবার থেকে সন্ত্রাসবাদে যুক্ত হওয়া আর অপরাধ হিসেবে গণ্য হবে না। যে দল একথা বলে তারা একটাও ভোট পাওয়ার যোগ্য নয়।"

আজ দলের ইস্তাহার প্রকাশ করে কংগ্রেস। সেখানে জম্মু কাশ্মীরের ক্ষেত্রে "আর্মস ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট"(AFSPA) পর্যালোচনার কথা বলা হয়েছে। সেই বিষয়টিকেও কটাক্ষ করেন অরুণ জেটলি।কংগ্রেসের ইস্তাহারে পঞ্চায়েতে 10 লাখ কর্মসংস্থান, 100 দিনের কাজের সময় বাড়িয়ে 150 দিন করা, GDP-র 6 শতাংশ টাকা শিক্ষাক্ষেত্রে দেওয়া ইত্যাদি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

দিল্লি, 2 এপ্রিল : "এই ইস্তাহারে এমন সব কর্মসূচি রয়েছে যা দেশকে ভেঙে ফেলবে।" আজ কংগ্রেসের ইস্তাহার প্রকাশের পর একথা বলেন অরুণ জেটলি।

অরুণ জেটলি বলেন, "এই ইস্তাহার বিপজ্জনক এবং একেবারেই বাস্তবায়নযোগ্য নয়। এটি আদতে ভারতকে ছোটো ছোটো রাষ্ট্রে ভাগ করার এক কর্মসূচি। কংগ্রেসের ইস্তাহার মাওবাদীদের এবং জিহাদিদের রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপশি সন্ত্রাসবাদীদের অনুমতি দেবে সেনাবাহিনী ঠিক করছে, না ভুল তা বিচার করার। যা ভয়ংকর।"

তিনি আরও বলেন, "কংগ্রেসের ইস্তাহার অনুসারে এবার থেকে সন্ত্রাসবাদে যুক্ত হওয়া আর অপরাধ হিসেবে গণ্য হবে না। যে দল একথা বলে তারা একটাও ভোট পাওয়ার যোগ্য নয়।"

আজ দলের ইস্তাহার প্রকাশ করে কংগ্রেস। সেখানে জম্মু কাশ্মীরের ক্ষেত্রে "আর্মস ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট"(AFSPA) পর্যালোচনার কথা বলা হয়েছে। সেই বিষয়টিকেও কটাক্ষ করেন অরুণ জেটলি।কংগ্রেসের ইস্তাহারে পঞ্চায়েতে 10 লাখ কর্মসংস্থান, 100 দিনের কাজের সময় বাড়িয়ে 150 দিন করা, GDP-র 6 শতাংশ টাকা শিক্ষাক্ষেত্রে দেওয়া ইত্যাদি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Gorakhpur (UP), Apr 02 (ANI): Uttar Pradesh Chief Minister Yogi Adityanath addressed youth of state through a public rally in Gorakhpur, Uttar Pradesh on Tuesday. Addressing the rally he said, "In the initial 17 years of independent India, the way one family handled the country, if that beginning was good then probably India also would have been a super power. Congress never put those golden 17 years to good use."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.