ETV Bharat / bharat

CAA চালু হল, বিজ্ঞপ্তি জারি স্বরাষ্ট্র মন্ত্রকের - কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

আজ থেকে জারি CAA
আজ থেকে জারি CAA
author img

By

Published : Jan 10, 2020, 10:42 PM IST

Updated : Jan 11, 2020, 2:53 AM IST

22:41 January 10

জারি CAA

দিল্লি, 10 জানুয়ারি : আজ থেকে দেশজুড়ে লাগু হল নাগরিকত্ব সংশোধনী আইন 2019 (CAA) ৷ আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে ৷ এই আইনে বলা হয়েছে, 2014-র আগে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে ৷ এই আইনের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন চলছে ৷ 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "নাগরিকত্ব সংশোধনী আইন 2019 (2019-র 47)-এর সেকশন 1-র সাব সেকশন (2) দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার 10 জানুয়ারি, 2020 দিনটিকে নিয়োগ করছে ৷ এই তারিখ থেকে উক্ত আইনের বিধান কার্যকর হবে ৷"

9 ডিসেম্বর লোকসভায় ও 11 ডিসেম্বর রাজ্যসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল ৷ পরের দিন অর্থাৎ 12 ডিসেম্বর এই বিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ বিল পরিণত হয় আইনে ৷ 

নাগরিকত্ব সংশোধনী আইন 2019 অনুযায়ী, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিশ্চান সম্প্রদায়ের যে সব মানুষ ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছেন, 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এদেশে আসা সেসব মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে ৷

এই আইনের বিরোধীরা বলছে, এই আইনের ফলে ভারত ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদান করবে ৷ যা দেশের সংবিধানের মূল তত্ত্বগুলি লঙ্ঘন করবে ৷ এই আইনের প্রতিবাদে দেশজুড়ে চলতে থাকে আন্দোলন ৷ উত্তর-পূর্ব ভারত, পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে চলতে থাকে বিক্ষোভ ৷ 

এরইমধ্যে আজ CAA লাগু নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ 

22:41 January 10

জারি CAA

দিল্লি, 10 জানুয়ারি : আজ থেকে দেশজুড়ে লাগু হল নাগরিকত্ব সংশোধনী আইন 2019 (CAA) ৷ আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে ৷ এই আইনে বলা হয়েছে, 2014-র আগে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে ৷ এই আইনের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন চলছে ৷ 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "নাগরিকত্ব সংশোধনী আইন 2019 (2019-র 47)-এর সেকশন 1-র সাব সেকশন (2) দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার 10 জানুয়ারি, 2020 দিনটিকে নিয়োগ করছে ৷ এই তারিখ থেকে উক্ত আইনের বিধান কার্যকর হবে ৷"

9 ডিসেম্বর লোকসভায় ও 11 ডিসেম্বর রাজ্যসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল ৷ পরের দিন অর্থাৎ 12 ডিসেম্বর এই বিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ বিল পরিণত হয় আইনে ৷ 

নাগরিকত্ব সংশোধনী আইন 2019 অনুযায়ী, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিশ্চান সম্প্রদায়ের যে সব মানুষ ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছেন, 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এদেশে আসা সেসব মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে ৷

এই আইনের বিরোধীরা বলছে, এই আইনের ফলে ভারত ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদান করবে ৷ যা দেশের সংবিধানের মূল তত্ত্বগুলি লঙ্ঘন করবে ৷ এই আইনের প্রতিবাদে দেশজুড়ে চলতে থাকে আন্দোলন ৷ উত্তর-পূর্ব ভারত, পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে চলতে থাকে বিক্ষোভ ৷ 

এরইমধ্যে আজ CAA লাগু নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ 

New Delhi, Jan 10(ANI): Deepika Padukone-starrer much awaited 'Chhapaak' released on January 10. Film is based on real life acid attack survivor Laxmi Agarwal. Audiences praised Deepika's performance in the film.
The movie released on January 10 amid boycott calls by a section of the people over the actor's visit to JNU campus on Jan 10 to support the protesting students.
Last Updated : Jan 11, 2020, 2:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.