ETV Bharat / bharat

চৌকিদারদের অপমান করছে, তাদের হয়ে ক্ষমা চাইছি : মোদি

"আমার বিরুদ্ধে অপপ্রচার করতে গিয়ে বিরোধীরা আপনাদেরও অপমান করছে। আমি তাদের হয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাকে আক্রমণ করতে যে ভাষা বিরোধীরা ব্যবহার করছে সেটা আপনাদের পেশাকে কলঙ্কিত করছে। বিরোধীরা বলছে "চৌকিদারই চোর", অর্থাৎ যাঁদের কাঁধে নিরাপত্তার গুরুদায়িত্ব তাঁরাই নাকি চোর।" গতকাল নিরাপত্তারক্ষীদের সঙ্গে একটি অডিও কনফারেন্সে এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

author img

By

Published : Mar 21, 2019, 4:27 AM IST

Updated : Mar 21, 2019, 4:35 AM IST

নরেন্দ্র মোদি

দিল্লি, 21 মার্চ : 'চৌকিদারই চোর' বিরোধীদের এই স্লোগানকে পালটা তাঁদের বিরুদ্ধেই হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'আমিও চৌকিদার' প্রচার অভিযানের মাধ্যমে পরোক্ষভাবে বিরোধীদের এই আক্রমণকেই 'গয়না' বানিয়ে দেশবাসীর সামনে তুলে ধরেন তিনি। "বিরোধীদের 'চৌকিদারই চোর' স্লোগান দেশের সমস্ত চৌকিদারদের কাছে অপমানজনক। আমার বিরুদ্ধে অপপ্রচার করতে গিয়ে বিরোধীরা আপনাদেরও অপমান করছে। আমি তাদের হয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাকে আক্রমণ করতে যে ভাষা বিরোধীরা ব্যবহার করছে সেটা আপনাদের পেশাকে কলঙ্কিত করছে। বিরোধীরা বলছে "চৌকিদারই চোর", অর্থাৎ যাঁদের কাঁধে নিরাপত্তার গুরুদায়িত্ব তাঁরাই নাকি চোর।" গতকাল নিরাপত্তারক্ষীদের সঙ্গে একটি অডিও কনফারেন্সে এমনই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী তাঁর টুইটার হ্যান্ডেলে নিজের নামের পাশে 'চৌকিদার' শব্দটি জুড়েছেন। আর তারপরই BJP-র সব নেতা-মন্ত্রী থেকে শুরু করে দলীয় কর্মী-সমর্থকরা নিজেদের 'চৌকিদার' বলতে শুরু করেন। 'আমিও চৌকিদার' BJP-র এই প্রচার অভিযানের কথা উল্লেখ করে নিরাপত্তারক্ষীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে গত কয়েকদিন ধরে দেশে এমন কী বিদেশেও আপনারাই টেলিভিশন বা সোশাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। আজ সমস্ত দেশবাসী বলছেন 'আমিও চৌকিদার'। এই স্লোগান এখন সারাদেশে ব্যাপকভাবে চর্চিত।"

নিরাপত্তারক্ষীদের কাজের প্রশংসা করে তিনি বলেন, "আমাদের কাজও আপনাদের মতো। আমিও একজন নিরাপত্তাকর্মী। কিছু মানুষ যাঁরা দেশের ক্ষতি করতে চান। তাই ঠিকমতো নজরদারি রাখা প্রয়োজন। যদি বিরোধীরা 'চৌকিদার'-দের সম্মান করতেন তাহলে দেশের টাকা দেশের বাইরে যেত না। বরং দেশের টাকা দেশেরই মানুষের উন্নয়নের কাজে লাগানো যেত।"

পাকিস্তানের বালাকোটে বায়ুসেনার অভিযান নিয়ে যাঁরা প্রশ্নচিহ্ন তুলেছিলেন তাঁদের কটাক্ষ করে তিনি বলেন, " বালাকোটে বায়ুসেনার বিমানহানা নিয়ে বিরোধীদের মন্তব্য পাকিস্তানের সংবাদমাধ্যমগুলিতে শিরোনাম হয়েছে। এমন কী সেদেশের সংসদেও তাঁদের বক্তব্য তুলে ধরা হয়। দেশের সেনাবাহিনীর প্রতি সকলের ভরসা থাকা উচিত। সকলের গর্ব বোধ করা উচিত। কী ভাবে দেশের মানুষ তাঁদের এই দেশবিরোধী আচরণ সহ্য করবেন।"

দিল্লি, 21 মার্চ : 'চৌকিদারই চোর' বিরোধীদের এই স্লোগানকে পালটা তাঁদের বিরুদ্ধেই হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'আমিও চৌকিদার' প্রচার অভিযানের মাধ্যমে পরোক্ষভাবে বিরোধীদের এই আক্রমণকেই 'গয়না' বানিয়ে দেশবাসীর সামনে তুলে ধরেন তিনি। "বিরোধীদের 'চৌকিদারই চোর' স্লোগান দেশের সমস্ত চৌকিদারদের কাছে অপমানজনক। আমার বিরুদ্ধে অপপ্রচার করতে গিয়ে বিরোধীরা আপনাদেরও অপমান করছে। আমি তাদের হয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাকে আক্রমণ করতে যে ভাষা বিরোধীরা ব্যবহার করছে সেটা আপনাদের পেশাকে কলঙ্কিত করছে। বিরোধীরা বলছে "চৌকিদারই চোর", অর্থাৎ যাঁদের কাঁধে নিরাপত্তার গুরুদায়িত্ব তাঁরাই নাকি চোর।" গতকাল নিরাপত্তারক্ষীদের সঙ্গে একটি অডিও কনফারেন্সে এমনই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী তাঁর টুইটার হ্যান্ডেলে নিজের নামের পাশে 'চৌকিদার' শব্দটি জুড়েছেন। আর তারপরই BJP-র সব নেতা-মন্ত্রী থেকে শুরু করে দলীয় কর্মী-সমর্থকরা নিজেদের 'চৌকিদার' বলতে শুরু করেন। 'আমিও চৌকিদার' BJP-র এই প্রচার অভিযানের কথা উল্লেখ করে নিরাপত্তারক্ষীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে গত কয়েকদিন ধরে দেশে এমন কী বিদেশেও আপনারাই টেলিভিশন বা সোশাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। আজ সমস্ত দেশবাসী বলছেন 'আমিও চৌকিদার'। এই স্লোগান এখন সারাদেশে ব্যাপকভাবে চর্চিত।"

নিরাপত্তারক্ষীদের কাজের প্রশংসা করে তিনি বলেন, "আমাদের কাজও আপনাদের মতো। আমিও একজন নিরাপত্তাকর্মী। কিছু মানুষ যাঁরা দেশের ক্ষতি করতে চান। তাই ঠিকমতো নজরদারি রাখা প্রয়োজন। যদি বিরোধীরা 'চৌকিদার'-দের সম্মান করতেন তাহলে দেশের টাকা দেশের বাইরে যেত না। বরং দেশের টাকা দেশেরই মানুষের উন্নয়নের কাজে লাগানো যেত।"

পাকিস্তানের বালাকোটে বায়ুসেনার অভিযান নিয়ে যাঁরা প্রশ্নচিহ্ন তুলেছিলেন তাঁদের কটাক্ষ করে তিনি বলেন, " বালাকোটে বায়ুসেনার বিমানহানা নিয়ে বিরোধীদের মন্তব্য পাকিস্তানের সংবাদমাধ্যমগুলিতে শিরোনাম হয়েছে। এমন কী সেদেশের সংসদেও তাঁদের বক্তব্য তুলে ধরা হয়। দেশের সেনাবাহিনীর প্রতি সকলের ভরসা থাকা উচিত। সকলের গর্ব বোধ করা উচিত। কী ভাবে দেশের মানুষ তাঁদের এই দেশবিরোধী আচরণ সহ্য করবেন।"


Srinagar (Jammu and Kashmir), Mar 21 (ANI): The Indian Army's Chinar Corps observed its 78th raising day in Srinagar, three years after it celebrated the centenary year, on Wednesday. The Corps is responsible for guarding the Line of Control (LoC) in Kashmir. A function was held at the Chinar Corps headquarters to mark the raising day. The Chinar Corps had celebrated its centenary raising day on January 12, 2016. A series of events, including an air show, combat freefall by paratroopers and a display by the force's special dog unit, was held as part of the celebrations.
Last Updated : Mar 21, 2019, 4:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.