ETV Bharat / bharat

লাদাখ: গালওয়ান উপত্যকা থেকে কিছুটা সরল চিনা সেনা - Ladakh

শনিবার লাদাখের ভারত সীমান্ত চুশুল-মোল্ডোতে দুই দেশের সেনা প্রতিনিধিদের মধ্যে বৈঠক হবে । ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন 14 নম্বর ব্যাটেলিয়নের কমান্ডার লেফটেন্যান্ট জেনেরাল হরিন্দর সিং ।

Chinese troops
Chinese troops
author img

By

Published : Jun 4, 2020, 8:00 AM IST

লাদাখ, 4 জুন: সীমান্ত সমস্যা সমাধানের জন্য শনিবার পূর্ব লাদাখের কাছে ভারত ও চিনের মধ্যে সেনা পর্যায়ের বৈঠক হবে ৷ তার আগে আজ গালওয়ান উপত্যকা থেকে কয়েক কিলোমিটার সরল চিনা সেনা ৷ ভারতীয় সেনাও কিছুটা পিছিয়ে এসেছে ৷

শনিবার লাদাখের ভারত সীমান্ত চুশুল-মোল্ডোতে দুই দেশের সেনা প্রতিনিধিদের মধ্যে বৈঠক হবে । ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন 14 নম্বর ব্যাটেলিয়নের কমান্ডার লেফটেন্যান্ট জেনেরাল হরিন্দর সিং । ইতিমধ্যেই দুই দেশের সীমান্ত সমস্যা সমাধানে ইতিবাচক ইঙ্গিত মিলেছে । যার ফল শনিবারের সেনা পর্যায়ের বৈঠক । এর আগেও সীমান্তে মোতায়েন থাকা দুই দেশের সেনা প্রধানদের মধ্যে বেশ কয়েকবার আলোচনা হয়েছে । তবে তাতে কোনও সমাধানের পথ বেরোয়নি ।

সীমান্ত সমস্যার খবর প্রকাশ্যে আসে মে মাসের শুরুর দিকে । চিন নিজেদের LAC (লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল)-এর পাশে নেটওয়ার্ক তৈরির জন্য রাস্তার কাজ শুরু করেছিল । এরপর ভারতও বর্ডার রোডস অর্গানাইজ়েশনকে দিয়ে LAC-র পাশের নেটওয়ার্ক তৈরি করার কাজ শুরু করে । কিন্তু তাতে বাধা দেয় চিনের সেনা । রুখে দাঁড়ায় ভারতীয় সেনা । এর জেরে লাদাখের তিন জায়গায় মুখোমুখি হয় দুই দেশের সেনা । ক্রমশ বাড়তে থাকে উত্তেজনা । এরপর মে মাসের তৃতীয় সপ্তাহে পরিস্থিতি খতিয়ে দেখতে লাদাখ গেছিলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে । পরে সীমান্ত সমস্যা নিয়ে নর্দার্ন কম্যান্ডের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন । এর কয়েকদিন পরই সীমান্তের সামগ্রিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ সময় ধরে তিন সেনার প্রধানদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । স্থল সেনাপ্রধান মনোজমুকুল নারাভানের কাছ থেকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন তিনি । আলাদা করে তিন সেনার প্রধানদের সঙ্গেও বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী । সেদিনই এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বৈঠকে উপস্থিত ছিলেন তিন সেনার প্রধান জেনেরাল বিপিন রাওয়াত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল । এর মাঝে ভারতের পাশে থাকার আশ্বাস দেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

লাদাখ, 4 জুন: সীমান্ত সমস্যা সমাধানের জন্য শনিবার পূর্ব লাদাখের কাছে ভারত ও চিনের মধ্যে সেনা পর্যায়ের বৈঠক হবে ৷ তার আগে আজ গালওয়ান উপত্যকা থেকে কয়েক কিলোমিটার সরল চিনা সেনা ৷ ভারতীয় সেনাও কিছুটা পিছিয়ে এসেছে ৷

শনিবার লাদাখের ভারত সীমান্ত চুশুল-মোল্ডোতে দুই দেশের সেনা প্রতিনিধিদের মধ্যে বৈঠক হবে । ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন 14 নম্বর ব্যাটেলিয়নের কমান্ডার লেফটেন্যান্ট জেনেরাল হরিন্দর সিং । ইতিমধ্যেই দুই দেশের সীমান্ত সমস্যা সমাধানে ইতিবাচক ইঙ্গিত মিলেছে । যার ফল শনিবারের সেনা পর্যায়ের বৈঠক । এর আগেও সীমান্তে মোতায়েন থাকা দুই দেশের সেনা প্রধানদের মধ্যে বেশ কয়েকবার আলোচনা হয়েছে । তবে তাতে কোনও সমাধানের পথ বেরোয়নি ।

সীমান্ত সমস্যার খবর প্রকাশ্যে আসে মে মাসের শুরুর দিকে । চিন নিজেদের LAC (লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল)-এর পাশে নেটওয়ার্ক তৈরির জন্য রাস্তার কাজ শুরু করেছিল । এরপর ভারতও বর্ডার রোডস অর্গানাইজ়েশনকে দিয়ে LAC-র পাশের নেটওয়ার্ক তৈরি করার কাজ শুরু করে । কিন্তু তাতে বাধা দেয় চিনের সেনা । রুখে দাঁড়ায় ভারতীয় সেনা । এর জেরে লাদাখের তিন জায়গায় মুখোমুখি হয় দুই দেশের সেনা । ক্রমশ বাড়তে থাকে উত্তেজনা । এরপর মে মাসের তৃতীয় সপ্তাহে পরিস্থিতি খতিয়ে দেখতে লাদাখ গেছিলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে । পরে সীমান্ত সমস্যা নিয়ে নর্দার্ন কম্যান্ডের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন । এর কয়েকদিন পরই সীমান্তের সামগ্রিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ সময় ধরে তিন সেনার প্রধানদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । স্থল সেনাপ্রধান মনোজমুকুল নারাভানের কাছ থেকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন তিনি । আলাদা করে তিন সেনার প্রধানদের সঙ্গেও বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী । সেদিনই এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বৈঠকে উপস্থিত ছিলেন তিন সেনার প্রধান জেনেরাল বিপিন রাওয়াত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল । এর মাঝে ভারতের পাশে থাকার আশ্বাস দেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.