দিল্লি, 19 জুন: চিনা সেনার হেপাজতে থাকা 10 ভারতীয় জওয়ানকে মুক্তি দেওয়া হল । বৃহস্পতিবার বিকেলের দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে এক সংবাদসংস্থা সূত্রে জানানো হয়েছে । প্রায় 1600 ঘণ্টা বাদে 4 অফিসার সহ 10 জওয়ান দেশে ফিরে এসেছেন । এবিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি ।
গতকাল সেনাবিহীনার তরফে জানানো হয়, লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে আর কোনও ভারতীয় জওয়ান নিখোঁজ নেই । সূত্রের খবর, লাদাখ পরিস্থিতি নিয়ে ভারতীয় সেনা ও চিনের পিপলস লিবারেশন আর্মির মেজর জেনারেল পর্যায়ে দফায় দফায় বৈঠক চলছে । এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র বেরিয়ে না এলেও 10 ভারতীয় জওয়ানকে মুক্তি দেওয়া হয়েচে বলে জানা গেছে ।
সোমবার গালওয়ান উপত্যকায় চিন সেনার হামলায় শহিদ হন 20 ভারতীয় জওয়ান । গুরুতর জখম হন কয়েকজন ভারতীয় জওয়ান । পালটা হামলা চালায় ভারতও। তবে তাদের কত জওয়ানের মৃত্যু হয়েছে বা কতজন আহত হয়েছেন সে বিষয়ে চিনের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।