কাঙ্কের, 17 জুন : লাদাখের গালওয়ান ভ্যালিতে শহিদ জওয়ানদের মধ্যে রয়েছেন ছত্তিশগড়ের কাঙ্কের জেলার গণেশ কুঞ্জম । 2011 সালে সেনাবাহিনীতে যোগ দেন গণেশ । একমাস আগে ভারত-চিন সীমান্তে তাঁকে নিয়োগ করা হয় । তিন ভাইবোনের মধ্যে গণেশ একমাত্র ছেলে ছিলেন । গতকাল সন্ধেয় তাঁর পরিবারকে গণেশ সম্পর্কে খবর দেয় সেনা ।
ছেলের মৃত্যুতে হতচকিত গণেশের আত্মীয়স্বজন । পাশাপাশি দেশের হয়ে প্রাণ দেওয়ায় গর্ববোধ করছেন গণেশের পরিবারের লোকজন । যদিও জেলা প্রশাসন ও পুলিশ গণেশ কুঞ্জমের মৃত্যু সম্পর্কে কোনও তথ্য পায়নি বলে দাবি করেছে । সেনার তরফে গণেশের পরিবারকে যে ফোন করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ ।
সোমবার বিকেলে চিনা জওয়ানদের সঙ্গে সংঘর্ষে জখম ভারতীয় জওয়ানদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক বলে সূত্রের খবর । লাদাখের গালওয়ান ভ্যালিতে গত 15 জুন ভারতীয় ও চিনা জওয়ানদের মধ্যে সংঘর্ষ বাধে । ঘটনায় দু'পক্ষের লড়াইয়ে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন । এই সংখ্যা আরও বাড়তে পারে বলে সূত্রের খবর ।