ETV Bharat / bharat

নভেম্বরেই ফয়সালা অযোধ্যা মামলার ?

author img

By

Published : Aug 31, 2019, 3:03 PM IST

চলতি বছরের নভেম্বরেই ফয়সালা হতে পারে অযোধ্যা মামলার

নভেম্বরেই ফয়সালা অযোধ্যা মামলার ?

দিল্লি, 31 অগাস্ট : বহু বছরের অপেক্ষার অবসান হতে পারে ৷ চলতি বছরের নভেম্বরেই ফয়সালা হতে পারে অযোধ্যা মামলার ৷ অযোধ্যা রাম জন্মভূমি মামলার শুনানি শুরু হয়েছিল গত 6 অগাস্ট ৷ সেই শুনানিতে দু' পক্ষেরই সওয়াল জবাব শুনেছে সুপ্রিম কোর্ট ৷

রঞ্জন গগৈ, এসএ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ, এস আবদুল নাজ়িরের ডিভিশন বেঞ্চ এই মামলাটির সওয়াল জবাব শুনছেন ৷ অযোধ্যায় 2.77 একর রাম মন্দির-বাবরি মসজিদ জমি নিয়ে বিতর্কের সমাধান করতে পারেন তাঁরা ৷
রাম লালা, নির্মোহী আখড়া, সারা ভারত রাম জন্মস্থান পুনরুত্থান সমিতি, হিন্দু মহাসভা, শিয়া ওয়াকফ বোর্ড, গোপাল সিং বিশারদের আইনি উত্তরাধিকারী প্রত্যেকের কথাই শুনেছে ডিভিশন বেঞ্চ ৷

রাম জন্মস্থান পুনরুত্থান সমিতির তরফে প্রবীণ আইনজীবী পিএন মিশ্র শুনানির সময়ে শাহজাহানের ফরমানের উল্লেখ করে বলেন, শরিয়তি আইন অনুযায়ী বাবরি মসজিদকে কখনওই মসজিদের মর্যাদা দেওয়া যায় না । ফরমানের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে স্পষ্ট লেখা আছে, শরিয়তি আইন অনুযায়ী তখনই কোনো মসজিদ তার যোগ্য মর্যাদা পাবে যখন কোনও ব্যক্তি নিজের মালিকানার জমি আল্লাহ-র উদ্দেশে দান করবেন।যদি অন্য ধর্মের ধর্মস্থান ভেঙে তার জমিতে জোর করে কোনও মসজিদ তৈরি করা হয়, তাহলে তাকে বৈধতা দেয় না শরিয়তি আইন ।

শুক্রবার মামলার ষোড়শ দিনের শুনানির সময়ে হিন্দু আবেদনকারীদের যুক্তি প্রদান শেষ হয়ে যাওয়ার পরে বক্তব্য জানাতে শুরু করে শিয়া ওয়াকফ বোর্ড ৷ তাদের সংগঠনের তরফে এ দিন হিন্দু মহাসভার দাবিকে সমর্থন জানানো হয়েছে ৷

দিল্লি, 31 অগাস্ট : বহু বছরের অপেক্ষার অবসান হতে পারে ৷ চলতি বছরের নভেম্বরেই ফয়সালা হতে পারে অযোধ্যা মামলার ৷ অযোধ্যা রাম জন্মভূমি মামলার শুনানি শুরু হয়েছিল গত 6 অগাস্ট ৷ সেই শুনানিতে দু' পক্ষেরই সওয়াল জবাব শুনেছে সুপ্রিম কোর্ট ৷

রঞ্জন গগৈ, এসএ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ, এস আবদুল নাজ়িরের ডিভিশন বেঞ্চ এই মামলাটির সওয়াল জবাব শুনছেন ৷ অযোধ্যায় 2.77 একর রাম মন্দির-বাবরি মসজিদ জমি নিয়ে বিতর্কের সমাধান করতে পারেন তাঁরা ৷
রাম লালা, নির্মোহী আখড়া, সারা ভারত রাম জন্মস্থান পুনরুত্থান সমিতি, হিন্দু মহাসভা, শিয়া ওয়াকফ বোর্ড, গোপাল সিং বিশারদের আইনি উত্তরাধিকারী প্রত্যেকের কথাই শুনেছে ডিভিশন বেঞ্চ ৷

রাম জন্মস্থান পুনরুত্থান সমিতির তরফে প্রবীণ আইনজীবী পিএন মিশ্র শুনানির সময়ে শাহজাহানের ফরমানের উল্লেখ করে বলেন, শরিয়তি আইন অনুযায়ী বাবরি মসজিদকে কখনওই মসজিদের মর্যাদা দেওয়া যায় না । ফরমানের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে স্পষ্ট লেখা আছে, শরিয়তি আইন অনুযায়ী তখনই কোনো মসজিদ তার যোগ্য মর্যাদা পাবে যখন কোনও ব্যক্তি নিজের মালিকানার জমি আল্লাহ-র উদ্দেশে দান করবেন।যদি অন্য ধর্মের ধর্মস্থান ভেঙে তার জমিতে জোর করে কোনও মসজিদ তৈরি করা হয়, তাহলে তাকে বৈধতা দেয় না শরিয়তি আইন ।

শুক্রবার মামলার ষোড়শ দিনের শুনানির সময়ে হিন্দু আবেদনকারীদের যুক্তি প্রদান শেষ হয়ে যাওয়ার পরে বক্তব্য জানাতে শুরু করে শিয়া ওয়াকফ বোর্ড ৷ তাদের সংগঠনের তরফে এ দিন হিন্দু মহাসভার দাবিকে সমর্থন জানানো হয়েছে ৷

Gumla (Jharkhand), Aug 31 (ANI): While addressing Scheduled Caste Morcha Conference, Jharkhand Chief Minister Raghubar Das said, "In this country, Congress ruled for more than 5 decades, but Congress did not worry about the pain of tribal. Jharkhand's people were fighting in the movement to get separate state for years, and when it was time to give a separate statehood, Jharkhand Mukti Morcha (JMM) tried to sell Jharkhand's identity and Congress tried to buy the identity of the tribal people of Jharkhand."

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.