দিল্লি, 16 এপ্রিল : আদালতের নির্দেশের পর গুগল ও অ্যাপেলের স্টোর থেকে টিকটকের ডাউনলোডে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। গুগল প্লে স্টোর ও অ্যাপলকে স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ইলেকট্রনিক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক।
পর্নোগ্রাফি ও অশ্লীল ভিডিয়ো ছড়ানোর অভিযোগ উঠেছে টিকটকের বিরুদ্ধে। সেই সংক্রান্ত এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে শর্ট ভিডিয়ো মোবাইল অ্যাপ্লিকেশনটির উপর নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দেয় মাদ্রাজ হাইকোর্ট। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় টিকটক কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে ২২ এপ্রিল শুনানি প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে।
ভারতে ৮.৭ কোটি টিকটক ব্যবহারকারী রয়েছেন। তার সিংহভাগই নবীন প্রজন্মের। দুনিয়াজুড়ে ১৮.৮ কোটি মানুষ ব্যবহার করেন অ্যাপটি। ইতিমধ্যেই বাংলাদেশ ও ইন্দোনেশিয়ায় বন্ধ হয়েছে টিকটক অ্যাপ।
এদিকে টিকটক কতৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞার আদেশটি পক্ষপাতিত্বমূলক ও খামখেয়ালি। তৃতীয় পক্ষের ভিডিয়োর জন্য টিকটক দায়ি হতে পারে না। তবে প্লে স্টোরে নিষেধাজ্ঞা থাকলেও বর্তমানে যাদের স্মার্টফোনে অ্যাপটি রয়েছে তাদের ব্যবহারের বিষয়টি পরিষ্কার নয়। পাশাপাশি ভারতের বিচার ব্যবস্থার উপর তাঁদের আস্থা আছে বলেও জানিয়েছে টিকটিক কতৃপক্ষ।