ETV Bharat / bharat

ইয়াসিন মালিকের সংগঠন নিষিদ্ধ

ইয়াসিন মালিকের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র

ইয়াসিন মালিক
author img

By

Published : Mar 22, 2019, 7:17 PM IST

Updated : Mar 22, 2019, 7:31 PM IST

দিল্লি, 22 মার্চ : জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের সংগঠনকে নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। সন্ত্রাস বিরোধী আইনে ওই সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। ইয়াসিন মালিক জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা। বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপকে প্রশ্রয় দেওয়ার অভিযোগেই JKLF-কে নিষিদ্ধ করেছে কেন্দ্র।

তবে এই প্রথম নয়। চলতি মাসে কেন্দ্রীয় সরকার জামাত-ই-ইসলামি অফ জম্মু ও কাশ্মীর নামে একটি সংগঠনকেও নিষিদ্ধ ঘোষণা করে।

দিল্লি, 22 মার্চ : জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের সংগঠনকে নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। সন্ত্রাস বিরোধী আইনে ওই সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। ইয়াসিন মালিক জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা। বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপকে প্রশ্রয় দেওয়ার অভিযোগেই JKLF-কে নিষিদ্ধ করেছে কেন্দ্র।

তবে এই প্রথম নয়। চলতি মাসে কেন্দ্রীয় সরকার জামাত-ই-ইসলামি অফ জম্মু ও কাশ্মীর নামে একটি সংগঠনকেও নিষিদ্ধ ঘোষণা করে।

Lucknow/Firozabad (UP), Mar 21 (ANI): Condemning Samajwadi Party general secretary Ram Gopal Yadav's statement on Pulwama terror attack, UP BJP chief Mahendra Nath Pandey said it is an insult for our martyred soldiers. Pandey said, "I strongly condemn the statement made by Ram Gopal Yadav. I demand an apology from him for making such a disgusting statement." Earlier on Thursday, the SP leader alleged that the February 14 terror attack on a CRPF convoy in Jammu and Kashmir's Pulwama was a "conspiracy" hatched to fetch votes. He said that the truth behind the attack will be investigated once the dispensation changes at the Centre and big names will surface.
Last Updated : Mar 22, 2019, 7:31 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.