দিল্লি,1 ফেব্রুয়ারি : জম্মু-কাশ্মীর ও লাদাখের উন্নয়নে বাড়তি গুরুত্ব দিল কেন্দ্রীয় সরকার ৷ বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, এই দুই অঞ্চলকে ঢেলে সাজানোর জন্য কেন্দ্রীয় বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হল ৷ অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, মুষড়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে ও বিশেষত চাকরির ক্ষেত্রে সুযোগ বৃদ্ধির জন্য এই বরাদ্দের প্রস্তাব । আগামী অর্থবর্ষে জম্মু ও কাশ্মীরের জন্য ৩০,৭৫৭ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব রাখা হয়েছে । লাদাখের উন্নয়নের জন্য বরাদ্দ প্রস্তাব ৫,৯৫৮ টাকা ।
জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা ও 35A প্রত্যাহারের পর এই জম্মু-কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গড়ে তোলা হয় । আজকের বাজেট থেকে বোঝা গেল, পাকিস্তানের সীমান্তবর্তী এই দুই রাজ্যকে ঢেলে সাজাতে উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার ।
জম্মু-কাশ্মীরে 370 ধারা বাতিলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "ওই দুটি ধারার জন্য এতবছর ধরে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ, পরিবারতন্ত্র আর দুর্নীতি ছাড়া আর বিশেষ কিছু হয়নি । তিন দশকে 42 হাজার নির্দোষ মানুষের প্রাণ গিয়েছে । ভারতের বাকি অঞ্চলের অন্য সব নাগরিক যেসব অধিকার ভোগ করতেন, সেগুলোর অনেকগুলি থেকেই জম্মু-কাশ্মীরের নাগরিকরা বঞ্চিত ছিলেন ।" এবার নতুন জম্মু-কাশ্মীর ও নতুন লাদাখের জন্য কেন্দ্রীয় বাজেটে অনেক বেশি ব্যয় বরাদ্দ হবে তা আশা করা যাচ্ছিল । সেদিকে লক্ষ্য রেখেই এই ব্যয় বরাদ্দ হয়েছে ।