ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীর ও লাদাখের জন্য আর্থিক বরাদ্দের প্রস্তাব - jammu kashmir and ladak development

আগামী অর্থবর্ষে জম্মু ও কাশ্মীরের টাকা বরাদ্দের প্রস্তাব, অন্যদিকে লাদাখের জন্যও আর্থিক বরাদ্দ ৷

jammu kashmir and ladak
জম্মু-কাশ্মীরের ও লাদাখের উন্নয়নে গুরুত্ব
author img

By

Published : Feb 1, 2020, 5:49 PM IST

দিল্লি,1 ফেব্রুয়ারি : জম্মু-কাশ্মীর ও লাদাখের উন্নয়নে বাড়তি গুরুত্ব দিল কেন্দ্রীয় সরকার ৷ বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, এই দুই অঞ্চলকে ঢেলে সাজানোর জন্য কেন্দ্রীয় বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হল ৷ অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, মুষড়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে ও বিশেষত চাকরির ক্ষেত্রে সুযোগ বৃদ্ধির জন্য এই বরাদ্দের প্রস্তাব । আগামী অর্থবর্ষে জম্মু ও কাশ্মীরের জন্য ৩০,৭৫৭ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব রাখা হয়েছে । লাদাখের উন্নয়নের জন্য বরাদ্দ প্রস্তাব ৫,৯৫৮ টাকা ।

জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা ও 35A প্রত্যাহারের পর এই জম্মু-কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গড়ে তোলা হয় । আজকের বাজেট থেকে বোঝা গেল, পাকিস্তানের সীমান্তবর্তী এই দুই রাজ্যকে ঢেলে সাজাতে উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার ।

জম্মু-কাশ্মীরে 370 ধারা বাতিলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "ওই দুটি ধারার জন্য এতবছর ধরে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ, পরিবারতন্ত্র আর দুর্নীতি ছাড়া আর বিশেষ কিছু হয়নি । তিন দশকে 42 হাজার নির্দোষ মানুষের প্রাণ গিয়েছে । ভারতের বাকি অঞ্চলের অন্য সব নাগরিক যেসব অধিকার ভোগ করতেন, সেগুলোর অনেকগুলি থেকেই জম্মু-কাশ্মীরের নাগরিকরা বঞ্চিত ছিলেন ।" এবার নতুন জম্মু-কাশ্মীর ও নতুন লাদাখের জন্য কেন্দ্রীয় বাজেটে অনেক বেশি ব্যয় বরাদ্দ হবে তা আশা করা যাচ্ছিল । সেদিকে লক্ষ্য রেখেই এই ব্যয় বরাদ্দ হয়েছে ।

দিল্লি,1 ফেব্রুয়ারি : জম্মু-কাশ্মীর ও লাদাখের উন্নয়নে বাড়তি গুরুত্ব দিল কেন্দ্রীয় সরকার ৷ বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, এই দুই অঞ্চলকে ঢেলে সাজানোর জন্য কেন্দ্রীয় বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হল ৷ অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, মুষড়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে ও বিশেষত চাকরির ক্ষেত্রে সুযোগ বৃদ্ধির জন্য এই বরাদ্দের প্রস্তাব । আগামী অর্থবর্ষে জম্মু ও কাশ্মীরের জন্য ৩০,৭৫৭ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব রাখা হয়েছে । লাদাখের উন্নয়নের জন্য বরাদ্দ প্রস্তাব ৫,৯৫৮ টাকা ।

জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা ও 35A প্রত্যাহারের পর এই জম্মু-কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গড়ে তোলা হয় । আজকের বাজেট থেকে বোঝা গেল, পাকিস্তানের সীমান্তবর্তী এই দুই রাজ্যকে ঢেলে সাজাতে উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার ।

জম্মু-কাশ্মীরে 370 ধারা বাতিলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "ওই দুটি ধারার জন্য এতবছর ধরে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ, পরিবারতন্ত্র আর দুর্নীতি ছাড়া আর বিশেষ কিছু হয়নি । তিন দশকে 42 হাজার নির্দোষ মানুষের প্রাণ গিয়েছে । ভারতের বাকি অঞ্চলের অন্য সব নাগরিক যেসব অধিকার ভোগ করতেন, সেগুলোর অনেকগুলি থেকেই জম্মু-কাশ্মীরের নাগরিকরা বঞ্চিত ছিলেন ।" এবার নতুন জম্মু-কাশ্মীর ও নতুন লাদাখের জন্য কেন্দ্রীয় বাজেটে অনেক বেশি ব্যয় বরাদ্দ হবে তা আশা করা যাচ্ছিল । সেদিকে লক্ষ্য রেখেই এই ব্যয় বরাদ্দ হয়েছে ।

Mumbai, Feb 01 (ANI): Bollywood actor Deepika Padukone was clicked at Mumbai airport. Deepika will be next seen in '83' along side hubby Ranveer Singh. Telugu actor Vijay Deverakonda was also seen at the airport. He is currently shooting for 'Fighter'. Actor Janhvi Kapoor was also caught by paparazzi. She will be next seen in 'Gunjan Saxena'.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.