ETV Bharat / bharat

নিখোঁজ দেশের নামী কফি চেইনের প্রতিষ্ঠাতা ভি জি সিদ্ধার্থ

গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ দেশের বৃহত্তম কফি চেইন "ক্যাফে কফি ডে"-র প্রতিষ্ঠাতা ও কর্ণধার ভি জি সিদ্ধার্থ । সিদ্ধার্থকে শেষবার দেখা গেছে বেঙ্গালুরু থেকে 375 কিলোমিটার দূরে ম্যাঙ্গালোরে নেত্রবতী নদীর ব্রিজে ।

ভি জি সিদ্ধার্থ
author img

By

Published : Jul 30, 2019, 9:50 AM IST

Updated : Jul 30, 2019, 11:34 AM IST

বেঙ্গালুরু, 30 জুলাই : নিখোঁজ দেশের অন্যতম কফি চেইন "ক্যাফে কফি ডে"-র প্রতিষ্ঠাতা ও কর্ণধার ভি জি সিদ্ধার্থ । গতকাল সন্ধ্যা থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না । সিদ্ধার্থের আরও একটি পরিচয়, তিনি ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী ও কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণর জামাই । তাঁর খোঁজে চলছে তল্লাশি অভিযান ।

সিদ্ধার্থকে শেষবার দেখা গেছে বেঙ্গালুরু থেকে 375 কিলোমিটার দূরে ম্যাঙ্গালোরে নেত্রবতী নদীর ব্রিজে । কারও সঙ্গে ফোনে কথা বলতে বলতে সেখানে গাড়ি থেকে নামেন তিনি । কিন্তু, দীর্ঘক্ষণ হয়ে গেলেও গাড়িতে ফিরে না আসায় ও ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যদের বিষয়টি জানান চালক ৷ জানানো হয় পুলিশকেও৷ এরপরই খোঁজ শুরু হয় তাঁর । তল্লাশি চালাতে নদীতে নামানো হয় বোট ।

1990-এর দশকের মাঝামাঝি সময়ে বেঙ্গালুরুর ব্রিগেড রোডে কফি শপ খোলেন সিদ্ধার্থ । পরবর্তীতে সেই কফি শপটি চেইনে পরিণত হয়ে সারা দেশে বিস্তার করে । বর্তমানের তাঁর কফি চেনে কর্মী সংখ্যা প্রায় দশ হাজার ।

ভি জি সিদ্ধার্থর লেখা চিঠি
ভি জি সিদ্ধার্থর লেখা চিঠি

এরই মাঝে সামনে এসেছে কর্মচারী ও বোর্ড মেম্বারদের উদ্দেশ্যে লেখা সিদ্ধার্থর একটি চিঠি । তাতে লেখা, "আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি । অনেক দিন ধরে লড়াই করেছি । কিন্তু আজ আমি ছেড়ে দিলাম । আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, নতুন ম্যানেজমেন্টের সঙ্গে এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যান ৷ শক্ত থাকুন ৷ আমার টিম, অডিটর ও সিনিয়র ম্যানেজমেন্ট আমার আর্থিক লেনদেনের বিষয়ে কিছু জানেন না । কিন্তু কাউকে ঠকানোর কোনও ইচ্ছে বা উদ্দেশ্য আমার ছিল না৷ একজন উদ্যোগপতি হিসেবে আমি ব্যর্থ ৷" পাশাপাশি আয়কর দপ্তরের DG তাঁকে চাপে রেখেছিল বলেও অভিযোগ করেছেন তিনি । চিঠিটি সিদ্ধার্থর গাড়ি তল্লাশির পর খুঁজে পায় পুলিশ ।

ঘটনার পর এস এম কৃষ্ণর সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি যান কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা ।

বেঙ্গালুরু, 30 জুলাই : নিখোঁজ দেশের অন্যতম কফি চেইন "ক্যাফে কফি ডে"-র প্রতিষ্ঠাতা ও কর্ণধার ভি জি সিদ্ধার্থ । গতকাল সন্ধ্যা থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না । সিদ্ধার্থের আরও একটি পরিচয়, তিনি ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী ও কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণর জামাই । তাঁর খোঁজে চলছে তল্লাশি অভিযান ।

সিদ্ধার্থকে শেষবার দেখা গেছে বেঙ্গালুরু থেকে 375 কিলোমিটার দূরে ম্যাঙ্গালোরে নেত্রবতী নদীর ব্রিজে । কারও সঙ্গে ফোনে কথা বলতে বলতে সেখানে গাড়ি থেকে নামেন তিনি । কিন্তু, দীর্ঘক্ষণ হয়ে গেলেও গাড়িতে ফিরে না আসায় ও ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যদের বিষয়টি জানান চালক ৷ জানানো হয় পুলিশকেও৷ এরপরই খোঁজ শুরু হয় তাঁর । তল্লাশি চালাতে নদীতে নামানো হয় বোট ।

1990-এর দশকের মাঝামাঝি সময়ে বেঙ্গালুরুর ব্রিগেড রোডে কফি শপ খোলেন সিদ্ধার্থ । পরবর্তীতে সেই কফি শপটি চেইনে পরিণত হয়ে সারা দেশে বিস্তার করে । বর্তমানের তাঁর কফি চেনে কর্মী সংখ্যা প্রায় দশ হাজার ।

ভি জি সিদ্ধার্থর লেখা চিঠি
ভি জি সিদ্ধার্থর লেখা চিঠি

এরই মাঝে সামনে এসেছে কর্মচারী ও বোর্ড মেম্বারদের উদ্দেশ্যে লেখা সিদ্ধার্থর একটি চিঠি । তাতে লেখা, "আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি । অনেক দিন ধরে লড়াই করেছি । কিন্তু আজ আমি ছেড়ে দিলাম । আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, নতুন ম্যানেজমেন্টের সঙ্গে এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যান ৷ শক্ত থাকুন ৷ আমার টিম, অডিটর ও সিনিয়র ম্যানেজমেন্ট আমার আর্থিক লেনদেনের বিষয়ে কিছু জানেন না । কিন্তু কাউকে ঠকানোর কোনও ইচ্ছে বা উদ্দেশ্য আমার ছিল না৷ একজন উদ্যোগপতি হিসেবে আমি ব্যর্থ ৷" পাশাপাশি আয়কর দপ্তরের DG তাঁকে চাপে রেখেছিল বলেও অভিযোগ করেছেন তিনি । চিঠিটি সিদ্ধার্থর গাড়ি তল্লাশির পর খুঁজে পায় পুলিশ ।

ঘটনার পর এস এম কৃষ্ণর সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি যান কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা ।

Baramulla (J-K), Jul 28 (ANI): National Investigation Agency (NIA) raids are underway at 4 locations in Baramulla district of North Kashmir. More details are awaited.

Last Updated : Jul 30, 2019, 11:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.