ETV Bharat / bharat

বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন কোরোনা

সম্প্রতি কোরোনা নিজেও COVID-19-এ আক্রান্ত হয়েছিলেন । তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন ।

BJP's 'Corona' seeking votes in Kerala's Kollam
BJP's 'Corona' seeking votes in Kerala's Kollam
author img

By

Published : Nov 23, 2020, 12:42 PM IST

কোল্লাম (কেরালা), 23 নভেম্বর : কোরোনার দাপটে বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব । সংক্রমণ ও তা রোধের জন্য তৈরি হওয়া বিধিনিষেধ সমস্যায় ফেলেছে সাধারণ মানুষকে । ফলে আতঙ্ক ছড়ানোর জন্য "কোরোনা" নামটিই যথেষ্ট । এক্ষেত্রে একটু আলাদা দক্ষিণ কেরালার কোল্লাম শহর । সেখানে কোরোনা নামটি স্নেহ ও ভালোবাসার সঙ্গে উচ্চারিত হয় ।

ওই এলাকার মৈথিলি ওয়ার্ডে গেলে যে কোনও সময় হাতজোড় করে মুখে চওড়া হাসি নিয়ে আপনার সামনে এসে দাঁড়াতে পারেন এক কমবয়সি মহিলা । যিনি নিজেকে "কোরোনা" নামে পরিচয় দেবেন । নাম শুনে অবাক হতেই পারেন । বিশ্বাস না হলে কোল্লাম পৌরসভার মৈথিলি ওয়ার্ডে চলে যান । দেখবেন, জোড় হাতে হাসিমুখে ভোট চাইছেন কোরোনা ।

পুরো নাম কোরোনা থমাস । মৈথিলি ওয়ার্ডে স্থানীয় নির্বাচনে যিনি BJP-র হয়ে লড়ছেন । কোরোনা পরিস্থিতির মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছেন তিনি । সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক ও গ্লাভস পরে ভোট প্রচার সারছেন কোরোনা । সাধারণ মানুষের হাতে ধরিয়ে দিচ্ছেন স্যানিটাইজ়ার ।

তবে নাম নিয়ে যে একেবারে বিড়ম্বনায় পড়তে হয়নি, তা নয় । 24 বছরের কোরোনা জানিয়েছেন, COVID সংক্রমণের শুরুর দিনগুলিতে তাঁকে অস্বস্তিতে পড়তে হয়েছে । দুঃখও পেয়েছেন । অথচ নির্বাচনী প্রচারে সেই নামটিই আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে ।

কোরোনা জানিয়েছেন, তাঁর বাবা থমাস ফ্রান্সিস এই অভিনব নাম রেখেছিলেন । যার অর্থ হল "হলো" অর্থাৎ জ্যোতিষ্ক । এমনকী তাঁর যমজ দুই ভাইয়ের নাম কোরাল । যা সচরাচর শোনা যায় না । তবে ফ্রান্সিস থমাস হয়ত কোনওদিন ভাবেননি তাঁর মেয়ের নামে এক ভাইরাস গোটা বিশ্বকে চোখ রাঙাবে ।

সম্প্রতি কোরোনা নিজেও COVID-19-এ আক্রান্ত হয়েছিলেন । তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন । যদিও তিনি ও সদ্যোজাত সন্তান কোরোনার বিরুদ্ধে লড়াই করে জিতেছেন ।

কোল্লাম (কেরালা), 23 নভেম্বর : কোরোনার দাপটে বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব । সংক্রমণ ও তা রোধের জন্য তৈরি হওয়া বিধিনিষেধ সমস্যায় ফেলেছে সাধারণ মানুষকে । ফলে আতঙ্ক ছড়ানোর জন্য "কোরোনা" নামটিই যথেষ্ট । এক্ষেত্রে একটু আলাদা দক্ষিণ কেরালার কোল্লাম শহর । সেখানে কোরোনা নামটি স্নেহ ও ভালোবাসার সঙ্গে উচ্চারিত হয় ।

ওই এলাকার মৈথিলি ওয়ার্ডে গেলে যে কোনও সময় হাতজোড় করে মুখে চওড়া হাসি নিয়ে আপনার সামনে এসে দাঁড়াতে পারেন এক কমবয়সি মহিলা । যিনি নিজেকে "কোরোনা" নামে পরিচয় দেবেন । নাম শুনে অবাক হতেই পারেন । বিশ্বাস না হলে কোল্লাম পৌরসভার মৈথিলি ওয়ার্ডে চলে যান । দেখবেন, জোড় হাতে হাসিমুখে ভোট চাইছেন কোরোনা ।

পুরো নাম কোরোনা থমাস । মৈথিলি ওয়ার্ডে স্থানীয় নির্বাচনে যিনি BJP-র হয়ে লড়ছেন । কোরোনা পরিস্থিতির মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছেন তিনি । সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক ও গ্লাভস পরে ভোট প্রচার সারছেন কোরোনা । সাধারণ মানুষের হাতে ধরিয়ে দিচ্ছেন স্যানিটাইজ়ার ।

তবে নাম নিয়ে যে একেবারে বিড়ম্বনায় পড়তে হয়নি, তা নয় । 24 বছরের কোরোনা জানিয়েছেন, COVID সংক্রমণের শুরুর দিনগুলিতে তাঁকে অস্বস্তিতে পড়তে হয়েছে । দুঃখও পেয়েছেন । অথচ নির্বাচনী প্রচারে সেই নামটিই আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে ।

কোরোনা জানিয়েছেন, তাঁর বাবা থমাস ফ্রান্সিস এই অভিনব নাম রেখেছিলেন । যার অর্থ হল "হলো" অর্থাৎ জ্যোতিষ্ক । এমনকী তাঁর যমজ দুই ভাইয়ের নাম কোরাল । যা সচরাচর শোনা যায় না । তবে ফ্রান্সিস থমাস হয়ত কোনওদিন ভাবেননি তাঁর মেয়ের নামে এক ভাইরাস গোটা বিশ্বকে চোখ রাঙাবে ।

সম্প্রতি কোরোনা নিজেও COVID-19-এ আক্রান্ত হয়েছিলেন । তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন । যদিও তিনি ও সদ্যোজাত সন্তান কোরোনার বিরুদ্ধে লড়াই করে জিতেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.