দিল্লি, 26 মে: 2019-র লোকসভা ভোটে BJP-র আসন পাওয়া নিয়ে গত বছরই ভবিষ্যদ্বাণী করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা BJP নেতা পীযূষ গোয়েল । সেই ভবিষ্যদ্বাণী কার্যত অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়েছেন গোয়েল ।
গোয়েল 2018 সালেই জানিয়েছিলেন, BJP 2019 সালের লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে । BJP-র দখলে থাকবে 292-303টি আসন । এবার আশ্চর্য জনকভাবেই BJP একক সংখ্যাগরিষ্ঠতায় দখল করে 302টি ।
পীযূষ গোয়েলের সংখ্যাতত্ত্বের ওপর দক্ষতার কথা কমবেশি সকলেই জানেন । গতবছর একটি বেসরকারি সংবাদমাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে গোয়েল জানান, ব্যক্তিগত উদ্যোগে একটি সমীক্ষা করেন তিনি । 5.4 লাখ মানুষকে নিয়ে এই সমীক্ষা করেন । সেই সমীক্ষার পরই তিনি বলেন, 2019-র লোকসভার ভোটে BJP 297-303টি আসন পাবে । তিনি বলেন,"2018 সালের অগাস্ট-সেপ্টেম্বরে এই সমীক্ষা করা হয় । যেখানে সাধারণ মানুষের কাছে BJP সরকার প্রসঙ্গে প্রায় আধঘণ্টা ধরে মতামত চাওয়া হয় । "
উল্লেখ্য, 2013 সালেও এরকমই একটি সমীক্ষা করেছিলেন গোয়েল । সেই সমীক্ষার পর কেন্দ্রীয়মন্ত্রী জানিয়েছিলেন, 2014-র লোকসভায় BJP সংখ্যাগরিষ্ঠতা পাবে । তাঁর সেই সমীক্ষার ফলও মিলে গিয়েছিল ।