ETV Bharat / bharat

BJP 303টি আসন পাবে, 2018-তেই বলেছিলেন গোয়েল - Loksabha Election 2019

কেন্দ্রীয়মন্ত্রী পীযূষ গোয়েল 2018 সালেই বলেছিলেন, BJP লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে । BJP-র দখলে থাকবে 292-303টি আসন ।

পীযূষ গোয়েল
author img

By

Published : May 26, 2019, 12:16 PM IST

দিল্লি, 26 মে: 2019-র লোকসভা ভোটে BJP-র আসন পাওয়া নিয়ে গত বছরই ভবিষ্যদ্বাণী করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা BJP নেতা পীযূষ গোয়েল । সেই ভবিষ্যদ্বাণী কার্যত অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়েছেন গোয়েল ।

গোয়েল 2018 সালেই জানিয়েছিলেন, BJP 2019 সালের লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে । BJP-র দখলে থাকবে 292-303টি আসন । এবার আশ্চর্য জনকভাবেই BJP একক সংখ্যাগরিষ্ঠতায় দখল করে 302টি ।

পীযূষ গোয়েলের সংখ্যাতত্ত্বের ওপর দক্ষতার কথা কমবেশি সকলেই জানেন । গতবছর একটি বেসরকারি সংবাদমাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে গোয়েল জানান, ব্যক্তিগত উদ্যোগে একটি সমীক্ষা করেন তিনি । 5.4 লাখ মানুষকে নিয়ে এই সমীক্ষা করেন । সেই সমীক্ষার পরই তিনি বলেন, 2019-র লোকসভার ভোটে BJP 297-303টি আসন পাবে । তিনি বলেন,"2018 সালের অগাস্ট-সেপ্টেম্বরে এই সমীক্ষা করা হয় । যেখানে সাধারণ মানুষের কাছে BJP সরকার প্রসঙ্গে প্রায় আধঘণ্টা ধরে মতামত চাওয়া হয় । "

উল্লেখ্য, 2013 সালেও এরকমই একটি সমীক্ষা করেছিলেন গোয়েল । সেই সমীক্ষার পর কেন্দ্রীয়মন্ত্রী জানিয়েছিলেন, 2014-র লোকসভায় BJP সংখ্যাগরিষ্ঠতা পাবে । তাঁর সেই সমীক্ষার ফলও মিলে গিয়েছিল ।

দিল্লি, 26 মে: 2019-র লোকসভা ভোটে BJP-র আসন পাওয়া নিয়ে গত বছরই ভবিষ্যদ্বাণী করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা BJP নেতা পীযূষ গোয়েল । সেই ভবিষ্যদ্বাণী কার্যত অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়েছেন গোয়েল ।

গোয়েল 2018 সালেই জানিয়েছিলেন, BJP 2019 সালের লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে । BJP-র দখলে থাকবে 292-303টি আসন । এবার আশ্চর্য জনকভাবেই BJP একক সংখ্যাগরিষ্ঠতায় দখল করে 302টি ।

পীযূষ গোয়েলের সংখ্যাতত্ত্বের ওপর দক্ষতার কথা কমবেশি সকলেই জানেন । গতবছর একটি বেসরকারি সংবাদমাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে গোয়েল জানান, ব্যক্তিগত উদ্যোগে একটি সমীক্ষা করেন তিনি । 5.4 লাখ মানুষকে নিয়ে এই সমীক্ষা করেন । সেই সমীক্ষার পরই তিনি বলেন, 2019-র লোকসভার ভোটে BJP 297-303টি আসন পাবে । তিনি বলেন,"2018 সালের অগাস্ট-সেপ্টেম্বরে এই সমীক্ষা করা হয় । যেখানে সাধারণ মানুষের কাছে BJP সরকার প্রসঙ্গে প্রায় আধঘণ্টা ধরে মতামত চাওয়া হয় । "

উল্লেখ্য, 2013 সালেও এরকমই একটি সমীক্ষা করেছিলেন গোয়েল । সেই সমীক্ষার পর কেন্দ্রীয়মন্ত্রী জানিয়েছিলেন, 2014-র লোকসভায় BJP সংখ্যাগরিষ্ঠতা পাবে । তাঁর সেই সমীক্ষার ফলও মিলে গিয়েছিল ।

Rampur (UP), May 24 (ANI): While speaking to ANI, Bharatiya Janata Party (BJP) leader Jaya Prada on her defeat said, "I'll speak to the top leaders of the party about the people who helped the opposition party and that strict action be taken against those people. We treat all the religions equally. I treat the people of Rampur as my family and I will always be available for them in all the situations." Samajwadi Party leader Azam Khan defeated Jaya Prada from Uttar Pradesh's Rampur Lok Sabha constituency by a margin of more than one lakh votes. This was the first time that Azam Khan contested the Lok Sabha elections.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.