ETV Bharat / bharat

28 অক্টোবর থেকে বিহারে তিন দফায় ভোট - Bihar election

28 অক্টোবর থেকে তিন দফায় হবে বিহার বিধানসভার ভোটগ্রহণ । ফলা ঘোষণা হবে 10 নভেম্বর ।

bihar votes
bihar votes
author img

By

Published : Sep 25, 2020, 1:44 PM IST

Updated : Sep 25, 2020, 2:46 PM IST

দিল্লি, 25 সেপ্টেম্বর : কোরোনা পরিস্থিতির মাঝেই বিহার বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন । তিন দফায় ভোট হবে বিহারে । 28 অক্টোবর, 3 ও 7 নভেম্বর হবে ভোটগ্রহণ । গণনা হবে 10 নভেম্বর ।

বিশ্বজুড়ে কোরোনা প্যানডেমিকের মধ্যে এটি প্রথম সব থেকে বড় নির্বাচন হতে চলেছে । 29 নভেম্বরের মধ্যে নব নির্বাচিত 243 জন বিধায়ককে নিয়ে বিধানসভা গঠন করতে হবে ।

আজ নির্ঘণ্ট ঘোষণার সময় মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানান, "কোরোনা আবহের মধ্যে এটি একটি ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে । কোরোনা স্বাস্থ্য বিধি মেনে ভোট গ্রহণের ক্ষেত্রে সবরকম ব্যবস্থা নেওয়া হবে । এই পরিস্থিতির জন্য ভোটগ্রহণের সময়সীমা বাড়ানো হয়েছে । অন্যদিকে কোরোনায় আক্রান্ত বা কোরোনার উপসর্গ থাকলে বা কোয়ারানটিনে থাকা ব্যক্তিদের ভোটদানের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হবে । পাশাপাশি নির্বাচনী প্রচারের সময় দূরত্ববিধি বজায় রাখতে হবে ।"

BJP-র সঙ্গে জোট বেঁধে চতুর্থবার বিহারে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন নীতীশ কুমার । তাঁদের NDA জোটে শামিল রয়েছে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা । বিরোধী জোট ছেড়ে সম্প্রতি নীতীশের সঙ্গে হাত মেলান জিতন । আর এই NDA জোটকে টক্কর দিচ্ছে রাষ্ট্রীয় জনতা দল (RJD) ও কংগ্রেস ।

দিল্লি, 25 সেপ্টেম্বর : কোরোনা পরিস্থিতির মাঝেই বিহার বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন । তিন দফায় ভোট হবে বিহারে । 28 অক্টোবর, 3 ও 7 নভেম্বর হবে ভোটগ্রহণ । গণনা হবে 10 নভেম্বর ।

বিশ্বজুড়ে কোরোনা প্যানডেমিকের মধ্যে এটি প্রথম সব থেকে বড় নির্বাচন হতে চলেছে । 29 নভেম্বরের মধ্যে নব নির্বাচিত 243 জন বিধায়ককে নিয়ে বিধানসভা গঠন করতে হবে ।

আজ নির্ঘণ্ট ঘোষণার সময় মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানান, "কোরোনা আবহের মধ্যে এটি একটি ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে । কোরোনা স্বাস্থ্য বিধি মেনে ভোট গ্রহণের ক্ষেত্রে সবরকম ব্যবস্থা নেওয়া হবে । এই পরিস্থিতির জন্য ভোটগ্রহণের সময়সীমা বাড়ানো হয়েছে । অন্যদিকে কোরোনায় আক্রান্ত বা কোরোনার উপসর্গ থাকলে বা কোয়ারানটিনে থাকা ব্যক্তিদের ভোটদানের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হবে । পাশাপাশি নির্বাচনী প্রচারের সময় দূরত্ববিধি বজায় রাখতে হবে ।"

BJP-র সঙ্গে জোট বেঁধে চতুর্থবার বিহারে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন নীতীশ কুমার । তাঁদের NDA জোটে শামিল রয়েছে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা । বিরোধী জোট ছেড়ে সম্প্রতি নীতীশের সঙ্গে হাত মেলান জিতন । আর এই NDA জোটকে টক্কর দিচ্ছে রাষ্ট্রীয় জনতা দল (RJD) ও কংগ্রেস ।

Last Updated : Sep 25, 2020, 2:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.