বেঙ্গালুরু, 24 জুলাই : কোরোনায় আক্রান্ত ফ্ল্যাটের এক বাসিন্দা ৷ সেকারণে, সেই ফ্ল্যাটের দরজা টিন দিয়ে আটকে দেওয়া হল ৷ যাতে ওই ফ্ল্যাটের কেউ বাইরে আসতে না পারে ৷ ঘটনা বেঙ্গালুরুর ডোম্মালুরের ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই ফ্ল্যাটের মধ্যে বৃদ্ধ-বৃদ্ধা ও দুই শিশু-সহ পাঁচজন ছিলেন ৷ তারপরও টিন দিয়ে বাইরে থেকে আটকে দেওয়া হয় ৷
গতকাল সকালে ডোমাল্লুরের ওই ফ্ল্যাটের একজনের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে । বিষয়টি জানতে পেরেই বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকার তরফে সেখানে কর্মী পাঠানো হয় ৷ তারা ফ্ল্যাটের দু'টি ঘরের দরজা টিন দিয়ে সম্পূর্ণ বন্ধ করে দেয় । দুই ঘরে তখন পাঁচ জন ছিলেন । টিন দিয়ে দরজা বন্ধ করে দেওয়ায় তাঁরা ভিতরেই আটকে পড়েন ৷ এই নিয়ে ভিতরে আটকে পড়া মহিলা একটি টুইট করেন । সেখানে, নিজেদের অবস্থা জানান ৷ সেই টুইটবার্তাটি ভাইরাল হয় ৷ যা নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে যায় সোশাল মিডিয়ায় । একজন কোরোনা আক্রান্তের সঙ্গে কেন আরও চার জনকে আটকে রাখা হল, চিকিৎসার ব্যবস্থা না করে কেনই বা আটকে রাখা হল এই সব প্রশ্ন তোলেন নেটিজেনরা ৷
-
I have ensured removing of this barricades immediately. We are committed to treat all persons with dignity. The purpose of containment is to protect the infected and to ensure uninfected are safe. 1/2 pic.twitter.com/JbPRbmjspK
— N. Manjunatha Prasad,IAS (@BBMPCOMM) July 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I have ensured removing of this barricades immediately. We are committed to treat all persons with dignity. The purpose of containment is to protect the infected and to ensure uninfected are safe. 1/2 pic.twitter.com/JbPRbmjspK
— N. Manjunatha Prasad,IAS (@BBMPCOMM) July 23, 2020I have ensured removing of this barricades immediately. We are committed to treat all persons with dignity. The purpose of containment is to protect the infected and to ensure uninfected are safe. 1/2 pic.twitter.com/JbPRbmjspK
— N. Manjunatha Prasad,IAS (@BBMPCOMM) July 23, 2020
এদিকে বিষয়টি নিয়ে হইচই হতেই তড়িঘড়ি সেই ফ্ল্যাটে লোক পাঠিয়ে টিন খুলে দেয় বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা । বিষয়টির জন্য ক্ষমা চেয়ে নেন BBMP-র কমিশনার এন মঞ্জুনাথা প্রসাদ । তিনি টুইটবার্তায় লেখেন, "এই ধরনের অযাচিত কাজ যা সমস্যা তৈরি করে তা সমাধান করতে আমরা বদ্ধপরিকর । স্থানীয় পৌরকর্মীদের অতি উৎসাহের জন্য এরকম হয়েছে ৷ এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী ।"
-
We are committed to address any issues that result in stigma. Apologies for the over enthusiasm of the local staff. 2/2 #BBMP #Bengaluru #Covid #StayHomeStaySafe @CMofKarnataka @DHFWKA @BBMP_MAYOR @iaspankajpandey
— N. Manjunatha Prasad,IAS (@BBMPCOMM) July 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We are committed to address any issues that result in stigma. Apologies for the over enthusiasm of the local staff. 2/2 #BBMP #Bengaluru #Covid #StayHomeStaySafe @CMofKarnataka @DHFWKA @BBMP_MAYOR @iaspankajpandey
— N. Manjunatha Prasad,IAS (@BBMPCOMM) July 23, 2020We are committed to address any issues that result in stigma. Apologies for the over enthusiasm of the local staff. 2/2 #BBMP #Bengaluru #Covid #StayHomeStaySafe @CMofKarnataka @DHFWKA @BBMP_MAYOR @iaspankajpandey
— N. Manjunatha Prasad,IAS (@BBMPCOMM) July 23, 2020
তিনি আরও লেখেন, "নাগরিকদের সম্মান দেওয়া হয় ৷ কনটেনমেন্ট করা হয়েছে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে ।"