দিল্লি, 12 অগাস্ট : দেশে ফিরেছেন পাকিস্তানে নিযুক্ত ভারতের হাই কমিশনার অজয় বিসারিয়া ৷ পাকিস্তান ছাড়ার পূর্বে নিজের বাসভবনের সামনে 150 টি চারাগাছ পুঁতলেন তিনি ৷ তারপর টুইট বার্তায় লেখেন, "পাকিস্তান ছাড়ার পূর্বে উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে চারাগাছ পুঁতে গেলাম ৷"
গতকাল তাঁর টুইট অ্যাকাউন্টে বৃক্ষরোপণের ছবি পোস্ট করেন বিসারিয়া ৷ সঙ্গে লেখেন, "ভবিষ্যতকে সুন্দর ও সবুজ করতে মহাত্মা গান্ধির সার্ধ শতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়ে 150 টি চারাগাছ লাগানো হয়েছে ৷"
-
Meaningful at multiple levels. Before leaving Pakistan, planted a sapling for a better future. https://t.co/YS0P2Ropcg
— Ajay Bisaria (@Ajaybis) August 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Meaningful at multiple levels. Before leaving Pakistan, planted a sapling for a better future. https://t.co/YS0P2Ropcg
— Ajay Bisaria (@Ajaybis) August 11, 2019Meaningful at multiple levels. Before leaving Pakistan, planted a sapling for a better future. https://t.co/YS0P2Ropcg
— Ajay Bisaria (@Ajaybis) August 11, 2019
5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই ভারত- পাকিস্তান সম্পর্কে চিড় ধরতে শুরু করেছে ৷ তলানিতে ঠেকেছে কূটনৈতিক সম্পর্ক ৷ এরপরই ভারতের হাই কমিশনার অজয় বিসারিয়াকে বহিষ্কার করে পাকিস্তান ৷ ইতিমধ্যেই, পাকিস্তানের নতুন হাই কমিশনার মইনুল হককেও ভারতে পাঠানো হবে না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান ৷ 7 অগাস্ট অজয় বিসারিয়াকে বহিষ্কার করে পাকিস্তান ৷ 10 অগাস্ট ইসলামাবাদ থেকে দেশে ফেরেন তিনি ৷