ETV Bharat / bharat

সংসদে অশালীন মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন আজ়ম খান

'অশালীন' মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন সমাজবাদী পার্টির সাংসদ আজ়ম খান ৷ যদিও তিনি জানান তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷

আজ়ম খান
author img

By

Published : Jul 29, 2019, 3:19 PM IST

দিল্লি, 29 জুলাই : সংসদে 'অশালীন' মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন সমাজবাদী পার্টির সাংসদ আজ়ম খান ৷ তিনি বলেন, "যদি স্পিকারের মনে হয় আমার আচরণে কোনও ভুল ছিল তাহলে আমি ক্ষমা চাইছি ৷" অন্যদিকে যার উদ্দেশে আজ়ম খান ওই মন্তব্য করেন সেই রমা দেবী জানান " মন্তব্যটি ভারতের সকল নারী ও পুরুষ উভয়কেই আঘাত করেছে ৷ " তিনি আরও বলেন "এটি একটি খারাপ অভ্যাস । যা উনি বুঝতে পারবেন না ৷ আমি এখানে এই ধরণের মন্তব্য শুনতে আসিনি ৷"

আরও পড়ুন : "খাকি অন্তর্বাস", জয়াপ্রদাকে আজ়ম খানের বিতর্কিত মন্তব্যে মহিলা কমিশনের ব্যাখ্যা তলব

বৃহস্পতিবার তিন তালাক বিল নিয়ে লোকসভায় আলোচনা চলাকালীন সমাজবাদী পার্টির সাংসদ আজ়ম খান স্পিকারের আসনে বসে রমা দেবীর উদ্দেশে 'অশালীন' মন্তব্য করেন । আজ়ম খানের বিরুদ্ধে সরব হন নির্মলা সীতারমন, স্মৃতি ইরানি-সহ মহিলা সাংসদরা । যদিও আজ়ম খান জানান তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ আজ ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন " বোন, আমি রাজনীতির সঙ্গে বহুদিন ধরে যুক্ত ৷ আমার পক্ষ্যে সম্ভব নয় কোনও খারাপ কথা বলা ৷ যদি আমার মন্তব্যে একটিও লোকসভা বিরোধী শব্দ থাকে তাহলে আমি সংসদ থেকে পদত্যাগ করব ৷"

এই সংক্রান্ত খবর : সরকারের হাতে ক্ষমতা থাকলে আমাকে প্রকাশ্যে গুলি করে মারত : আজ়ম খান

এই প্রসঙ্গে BJP নেত্রী সুষমা স্বরাজ বলেন, "আজ়ম খান শালীনতার সমস্ত সীমা অতিক্রম করেছেন এবং তিনি মানসিক বিকৃতিতে ভুগছেন ।"

রমা দেবী আজ বলেন "আজ়ম খান যদি একই দিনে নিজের অশালীন বক্তব্যের জন্য ক্ষমা চাইতেন, তবে আমি তাঁকে ক্ষমা করে দিতাম । এমনকি বৃহস্পতিবার এই মন্তব্য করার পরও ক্ষমা না চেয়ে তিনি চলে যান ।" তিনি আরও বলেন "আমি স্পিকারকে বলব যে আজ়ম খান শুধু আমায় নয় সঙ্গে সারা দেশের নারী জাতীকে অপমান করেছেন ৷ স্পিকার ওম বিড়লাকে আরও বলব যাতে ওনাকে এমন শাস্তি দেওয়া হয় যাতে পরবর্তী প্রজন্ম মনে রাখবে ৷ "

দিল্লি, 29 জুলাই : সংসদে 'অশালীন' মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন সমাজবাদী পার্টির সাংসদ আজ়ম খান ৷ তিনি বলেন, "যদি স্পিকারের মনে হয় আমার আচরণে কোনও ভুল ছিল তাহলে আমি ক্ষমা চাইছি ৷" অন্যদিকে যার উদ্দেশে আজ়ম খান ওই মন্তব্য করেন সেই রমা দেবী জানান " মন্তব্যটি ভারতের সকল নারী ও পুরুষ উভয়কেই আঘাত করেছে ৷ " তিনি আরও বলেন "এটি একটি খারাপ অভ্যাস । যা উনি বুঝতে পারবেন না ৷ আমি এখানে এই ধরণের মন্তব্য শুনতে আসিনি ৷"

আরও পড়ুন : "খাকি অন্তর্বাস", জয়াপ্রদাকে আজ়ম খানের বিতর্কিত মন্তব্যে মহিলা কমিশনের ব্যাখ্যা তলব

বৃহস্পতিবার তিন তালাক বিল নিয়ে লোকসভায় আলোচনা চলাকালীন সমাজবাদী পার্টির সাংসদ আজ়ম খান স্পিকারের আসনে বসে রমা দেবীর উদ্দেশে 'অশালীন' মন্তব্য করেন । আজ়ম খানের বিরুদ্ধে সরব হন নির্মলা সীতারমন, স্মৃতি ইরানি-সহ মহিলা সাংসদরা । যদিও আজ়ম খান জানান তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ আজ ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন " বোন, আমি রাজনীতির সঙ্গে বহুদিন ধরে যুক্ত ৷ আমার পক্ষ্যে সম্ভব নয় কোনও খারাপ কথা বলা ৷ যদি আমার মন্তব্যে একটিও লোকসভা বিরোধী শব্দ থাকে তাহলে আমি সংসদ থেকে পদত্যাগ করব ৷"

এই সংক্রান্ত খবর : সরকারের হাতে ক্ষমতা থাকলে আমাকে প্রকাশ্যে গুলি করে মারত : আজ়ম খান

এই প্রসঙ্গে BJP নেত্রী সুষমা স্বরাজ বলেন, "আজ়ম খান শালীনতার সমস্ত সীমা অতিক্রম করেছেন এবং তিনি মানসিক বিকৃতিতে ভুগছেন ।"

রমা দেবী আজ বলেন "আজ়ম খান যদি একই দিনে নিজের অশালীন বক্তব্যের জন্য ক্ষমা চাইতেন, তবে আমি তাঁকে ক্ষমা করে দিতাম । এমনকি বৃহস্পতিবার এই মন্তব্য করার পরও ক্ষমা না চেয়ে তিনি চলে যান ।" তিনি আরও বলেন "আমি স্পিকারকে বলব যে আজ়ম খান শুধু আমায় নয় সঙ্গে সারা দেশের নারী জাতীকে অপমান করেছেন ৷ স্পিকার ওম বিড়লাকে আরও বলব যাতে ওনাকে এমন শাস্তি দেওয়া হয় যাতে পরবর্তী প্রজন্ম মনে রাখবে ৷ "

New Delhi, Jul 27 (ANI): Bharatiya Janata Party leader and Lok Sabha Deputy Speaker Rama Devi said that an all party meeting was held on Azam Khan's 'sexist' remark on her in Lok Sabha, and decision will be taken on July 29. She said, "All party leaders meeting was held on Azam Khan issue. The result will be announced on Monday." She further added, "He insulted the chair of the speaker. I have power to fight people like Azam Khan."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.