ETV Bharat / bharat

"রাজস্থানে সরকার ফেলার চেষ্টা হচ্ছে", দুর্নীতি দমন শাখায় চিঠি কংগ্রেসের - জয়পুর

রাজস্থানে সরকার ফেলতে দল ভাঙানোর চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগে দুর্নীতি দমন শাখায় চিঠি লিখলেন রাজস্থানের কংগ্রেস নেতা মহেশ যোশী।

Mahesh joshi
Mahesh joshi
author img

By

Published : Jun 11, 2020, 4:02 PM IST

জয়পুর, 11 জুন : দল ভাঙানোর চেষ্টার অভিযোগ তুলে দুর্নীতি দমন শাখায় চিঠি লিখলেন রাজস্থানের কংগ্রেস নেতা তথা বিধায়ক মহেশ যোশী। চিঠিতে তিনি লেখেন, " সরকার ফেলার চেষ্টায় কংগ্রেস ও নির্দল বিধায়কদের লোভ দেখানো হচ্ছে। "

ACB-র ডিরেক্টর জেনেরালকে লেখা চিঠিতে মহেশ যোশী বলেন, " আমি বিশ্বাসযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি, সরকার ভাঙার চেষ্টায় আমাদের দলের বিধায়ক ও নির্দল বিধায়ক, যারা আমাদের দলকে সমর্থন করে, তাদের নানা প্রলোভন দেখানো হচ্ছে। এটি সংবিধানবিরোধী এবং অপরাধমূলক কাজ। যারা এই ধরনের কাজ করছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। "

অন্যদিকে, অশোক গেহলট পরিচালিত সরকারের সমর্থনকারী কংগ্রেস ও নির্দল বিধায়কেরা আসন্ন রাজ্যসভা নির্বাচন নিয়ে জয়পুরের শিব বিলাস রিসর্টে আয়োজিত একটি বৈঠকে যোগদান করেন।

নির্দল বিধায়ক মহাদেও সিং খান্ডলা বলেন, " আমি কংগ্রেসের সঙ্গেই রয়েছি। এই ধরনের কোনও প্রস্তাব আমি পাইনি। "

19 জুন রাজস্থানে তিনটি রাজ্যসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। কংগ্রেস দলে 107 জন বিধায়ক রয়েছেন, যাঁদের মধ্যে 6 জন BSP থেকে এসেছেন। নির্দল 13 জন বিধায়কের মধ্যে 12 জনের সমর্থনই রয়েছে কংগ্রেসের পক্ষে।

জয়পুর, 11 জুন : দল ভাঙানোর চেষ্টার অভিযোগ তুলে দুর্নীতি দমন শাখায় চিঠি লিখলেন রাজস্থানের কংগ্রেস নেতা তথা বিধায়ক মহেশ যোশী। চিঠিতে তিনি লেখেন, " সরকার ফেলার চেষ্টায় কংগ্রেস ও নির্দল বিধায়কদের লোভ দেখানো হচ্ছে। "

ACB-র ডিরেক্টর জেনেরালকে লেখা চিঠিতে মহেশ যোশী বলেন, " আমি বিশ্বাসযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি, সরকার ভাঙার চেষ্টায় আমাদের দলের বিধায়ক ও নির্দল বিধায়ক, যারা আমাদের দলকে সমর্থন করে, তাদের নানা প্রলোভন দেখানো হচ্ছে। এটি সংবিধানবিরোধী এবং অপরাধমূলক কাজ। যারা এই ধরনের কাজ করছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। "

অন্যদিকে, অশোক গেহলট পরিচালিত সরকারের সমর্থনকারী কংগ্রেস ও নির্দল বিধায়কেরা আসন্ন রাজ্যসভা নির্বাচন নিয়ে জয়পুরের শিব বিলাস রিসর্টে আয়োজিত একটি বৈঠকে যোগদান করেন।

নির্দল বিধায়ক মহাদেও সিং খান্ডলা বলেন, " আমি কংগ্রেসের সঙ্গেই রয়েছি। এই ধরনের কোনও প্রস্তাব আমি পাইনি। "

19 জুন রাজস্থানে তিনটি রাজ্যসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। কংগ্রেস দলে 107 জন বিধায়ক রয়েছেন, যাঁদের মধ্যে 6 জন BSP থেকে এসেছেন। নির্দল 13 জন বিধায়কের মধ্যে 12 জনের সমর্থনই রয়েছে কংগ্রেসের পক্ষে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.