আজমের (রাজস্থান), 22 সেপ্টেম্বর : আজমেরে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল কমপক্ষে আটজনের ৷ আহত হয়েছেন 20-রও বেশি ৷ তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
আজ বিকেলে আজমেরের মঙ্গলিয়াবাসে একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয় ৷ দুই শিশু সহ আটজনের মৃত্যু হয়েছে ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ 10 জনের অবস্থা আশঙ্কাজনক ৷
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, দ্রুতগতিতে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাসে ধাক্কা মারে ট্রাকটি ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসেন আজমেরের পুলিশ সুপার ৷ মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ৷