ETV Bharat / bharat

চলতি বছরেই কাশ্মীরে নিকেশ 94 জঙ্গি - কাশ্মীরের খবর

সাংবাদিক বৈঠকে কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনেরাল জানান, এই বছরে এখনও পর্যন্ত 94 জন জঙ্গি নিকেশ হয়েছে ।

terrorist attack
ফাইল ফোটো
author img

By

Published : Jun 16, 2020, 3:36 PM IST

Updated : Jun 16, 2020, 6:58 PM IST

শ্রীনগর, 16 জুন : চলতি বছরে 94 জন জঙ্গি নিকেশ হয়েছে । জানালেন কাশ্মীরের IG বিজয় কুমার ।

তিনি জানান, কাশ্মীরে সম্প্রতি তিন জঙ্গি এনকাউন্টারে মারা গেয়েছে । আরও বলেন, যাঁরা মৃতদের অভিভাবক হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন তাঁদের বলব এসে মৃতদেহগুলি শনাক্ত করে যান ।

সম্প্রতি জঙ্গিরা কাশ্মীরি পণ্ডিত অজয় পণ্ডিতকে হত্যা করে । সেই বিষয়েও আজ সাংবাদিক বৈঠকে বিজয় কুমারকে প্রশ্ন করা হয় । পুলিশ কী পদক্ষেপ করেছে এবং হিন্দু পণ্ডিতদের সুরক্ষার জন্য কাশ্মীর পুলিশ ও সেনা কী ব্যবস্থা গ্রহণ করবে সেই বিষয়েও তাঁকে প্রশ্ন করা হয় । তিনি বলেন, “উমর নামের এক হিজ়বুল জঙ্গি এই হত্যার সঙ্গে জড়িত ছিল । তাকে সম্প্রতি নিকেশ করা হয়েছে । ফরেন্সিক রিপোর্ট আসবে ।”

সম্প্রতি লস্কর-ই-তইবা জঙ্গিগোষ্ঠীতে এক মহিলা যোগ দিয়েছে । কাশ্মীর পুলিশের তরফে তাঁর স্বামীকে শ্রীনগরে নিয়ে আসা হয়েছে । তাঁকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে । সুরক্ষার বিষয়ে বিজয় কুমার বলেন, "প্রত্যেক সরপঞ্চকে অনুরোধ করব তাঁরা পুলিশের কাছে নিরাপত্তার জন্য আবেদন করুন ।"

শ্রীনগর, 16 জুন : চলতি বছরে 94 জন জঙ্গি নিকেশ হয়েছে । জানালেন কাশ্মীরের IG বিজয় কুমার ।

তিনি জানান, কাশ্মীরে সম্প্রতি তিন জঙ্গি এনকাউন্টারে মারা গেয়েছে । আরও বলেন, যাঁরা মৃতদের অভিভাবক হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন তাঁদের বলব এসে মৃতদেহগুলি শনাক্ত করে যান ।

সম্প্রতি জঙ্গিরা কাশ্মীরি পণ্ডিত অজয় পণ্ডিতকে হত্যা করে । সেই বিষয়েও আজ সাংবাদিক বৈঠকে বিজয় কুমারকে প্রশ্ন করা হয় । পুলিশ কী পদক্ষেপ করেছে এবং হিন্দু পণ্ডিতদের সুরক্ষার জন্য কাশ্মীর পুলিশ ও সেনা কী ব্যবস্থা গ্রহণ করবে সেই বিষয়েও তাঁকে প্রশ্ন করা হয় । তিনি বলেন, “উমর নামের এক হিজ়বুল জঙ্গি এই হত্যার সঙ্গে জড়িত ছিল । তাকে সম্প্রতি নিকেশ করা হয়েছে । ফরেন্সিক রিপোর্ট আসবে ।”

সম্প্রতি লস্কর-ই-তইবা জঙ্গিগোষ্ঠীতে এক মহিলা যোগ দিয়েছে । কাশ্মীর পুলিশের তরফে তাঁর স্বামীকে শ্রীনগরে নিয়ে আসা হয়েছে । তাঁকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে । সুরক্ষার বিষয়ে বিজয় কুমার বলেন, "প্রত্যেক সরপঞ্চকে অনুরোধ করব তাঁরা পুলিশের কাছে নিরাপত্তার জন্য আবেদন করুন ।"

Last Updated : Jun 16, 2020, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.