ETV Bharat / bharat

বেসরকারি চাকরির 75 শতাংশই পাবে রাজ্যবাসী, বিল পাশ অন্ধ্রপ্রদেশে

অন্ধ্রপ্রদেশ সরকার জানিয়েছে, রাজ্যের বিভিন্ন কারখানা, শিল্প, যৌথ উদ্যোগ বা PPP প্রকল্পে স্থানীয় যুবক-যুবতিদের 75 শতাংশ সংরক্ষণ থাকবে ।

বিল পাশ অন্ধ্রপ্রদেশে
author img

By

Published : Jul 23, 2019, 5:14 PM IST

অমরাবতী, 23 জুলাই : বেসরকারি চাকরির 75 শতাংশই পাবেন রাজ্যের বাসিন্দারা ৷ এই সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ সরকার । দেশের মধ্যে অন্ধ্রপ্রদেশই প্রথম রাজ্য, যেখানে এই ধরনের সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হল ।

সংরক্ষণ সুনিশ্চিত করতে গতকাল অন্ধ্রপ্রদেশ বিধানসভায় এমপ্লয়মেন্ট অফ লোকাল ক্যান্ডিডেট ইন ইন্ডাস্ট্রি/ফ্যাক্টরি অ্যাক্ট, 2019 বিলটি পাশ করা হয় । এর ফলে চাকরির সন্ধানে সেই রাজ্যের যুবক-যুবতিদের আর অন্য কোনও রাজ্যে যেতে হবে না । রাজ্যের নয়া আইন অনুযায়ী, যদি কোনও সংস্থা দেখে যোগ্যতা অনুযায়ী কর্মচারী পাচ্ছে না তাহলে স্থানীয় যুবক-যুবতিদের রাজ্য সরকারের সহায়তায় প্রশিক্ষণ দিতে হবে । তারপর সেই তাদের চাকরি দিতে হবে ৷

বিশেষজ্ঞদের মতে, এই নিয়মের ফলে কোনও সংস্থাই দাবি করতে পারবে না যে যোগ্য কর্মীর অভাবে অন্য রাজ্য থেকে কর্মচারী নিয়োগ করতে তারা বাধ্য হয়েছে । নতুন এই আইনটি প্রণয়ন হওয়ার তিন বছরের মধ্যে প্রতিটি কম্পানিকে এই নিয়ম মানতে হবে এবং প্রতি তিন মাসে সরকারকে সেই মতো নথিও জমা দিতে হবে ।

লোকসভা নির্বাচনের আগে জগনমোহন রেড্ডি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্থানীয় যুবক-যুবতিদের চাকরির জন্য কোটা চালু করবেন । সেই মতো নতুন এই বিল আনল তাঁর সরকার ।

অমরাবতী, 23 জুলাই : বেসরকারি চাকরির 75 শতাংশই পাবেন রাজ্যের বাসিন্দারা ৷ এই সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ সরকার । দেশের মধ্যে অন্ধ্রপ্রদেশই প্রথম রাজ্য, যেখানে এই ধরনের সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হল ।

সংরক্ষণ সুনিশ্চিত করতে গতকাল অন্ধ্রপ্রদেশ বিধানসভায় এমপ্লয়মেন্ট অফ লোকাল ক্যান্ডিডেট ইন ইন্ডাস্ট্রি/ফ্যাক্টরি অ্যাক্ট, 2019 বিলটি পাশ করা হয় । এর ফলে চাকরির সন্ধানে সেই রাজ্যের যুবক-যুবতিদের আর অন্য কোনও রাজ্যে যেতে হবে না । রাজ্যের নয়া আইন অনুযায়ী, যদি কোনও সংস্থা দেখে যোগ্যতা অনুযায়ী কর্মচারী পাচ্ছে না তাহলে স্থানীয় যুবক-যুবতিদের রাজ্য সরকারের সহায়তায় প্রশিক্ষণ দিতে হবে । তারপর সেই তাদের চাকরি দিতে হবে ৷

বিশেষজ্ঞদের মতে, এই নিয়মের ফলে কোনও সংস্থাই দাবি করতে পারবে না যে যোগ্য কর্মীর অভাবে অন্য রাজ্য থেকে কর্মচারী নিয়োগ করতে তারা বাধ্য হয়েছে । নতুন এই আইনটি প্রণয়ন হওয়ার তিন বছরের মধ্যে প্রতিটি কম্পানিকে এই নিয়ম মানতে হবে এবং প্রতি তিন মাসে সরকারকে সেই মতো নথিও জমা দিতে হবে ।

লোকসভা নির্বাচনের আগে জগনমোহন রেড্ডি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্থানীয় যুবক-যুবতিদের চাকরির জন্য কোটা চালু করবেন । সেই মতো নতুন এই বিল আনল তাঁর সরকার ।

New Delhi, July 23 (ANI): Senior Bharatiya Janata Party (BJP) leader Lal Krishna Advani paid tribute to Bal Gangadhar Tilak on the occasion of his birth anniversary on Tuesday. Meanwhile, Lok Sabha Speaker Om Birla also paid his tribute to Tilak in the Central Hall of Parliament House. Bal Gangadhar Tilak was the first leader of Indian Independence Movement. British also called him 'Father of Indian unrest'.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.