চম্পাই, 22 জুন : 24 ঘন্টা যেতে না যেতেই আবারও কেঁপে উঠল মিজ়োরাম ৷ গত পাঁচদিনে চতুর্থবার ৷ আজ ভোর 4টে 10 মিনিটে ভূকম্পন অনুভূত হয় ৷ এর উৎসস্থল মিজ়োরামের চম্পাই জেলা থেকে 27 কিলোমিটার দক্ষিণ থেকে দক্ষিণ-পশ্চিমে ৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.5 ৷
এবিষয়ে আজ মিজ়োরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটে লেখেন, "মিজ়োরামের মুখ্যমন্ত্রী জ়োরাম থাঙ্গাজির সঙ্গে ভূমিকম্প পরিস্থিতির নিয়ে কথা বলেছি ৷ তাঁকে আশ্বস্ত করেছি ৷ এই সময় কেন্দ্রের তরফে মিজ়োরামকে সম্ভাব্য সবরকম সাহায্য করা হবে ৷ "
-
An earthquake of magnitude 5.5 on the Richter scale, occurred 27 km south-southwest of Champhai, Mizoram at 04:10:52 (IST) today: National Centre for Seismology pic.twitter.com/bmOqIAHsfr
— ANI (@ANI) June 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">An earthquake of magnitude 5.5 on the Richter scale, occurred 27 km south-southwest of Champhai, Mizoram at 04:10:52 (IST) today: National Centre for Seismology pic.twitter.com/bmOqIAHsfr
— ANI (@ANI) June 22, 2020An earthquake of magnitude 5.5 on the Richter scale, occurred 27 km south-southwest of Champhai, Mizoram at 04:10:52 (IST) today: National Centre for Seismology pic.twitter.com/bmOqIAHsfr
— ANI (@ANI) June 22, 2020
এর আগে গতকাল বিকেলে 4টে 16 মিনিটে কেঁপে ওঠে মিজ়োরাম । এর উৎসস্থল ছিল আইজ়ল থেকে 25 কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে । রিখটার স্কেলে যার তীব্রতা ছিল 5.1 । সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মিজ়োরামে আইজ়লে ।
-
Spoke to the Chief Minister of Mizoram, Shri @ZoramthangaCM Ji on the situation in the wake of the earthquake there. Assured all possible support from the Centre.
— Narendra Modi (@narendramodi) June 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Spoke to the Chief Minister of Mizoram, Shri @ZoramthangaCM Ji on the situation in the wake of the earthquake there. Assured all possible support from the Centre.
— Narendra Modi (@narendramodi) June 22, 2020Spoke to the Chief Minister of Mizoram, Shri @ZoramthangaCM Ji on the situation in the wake of the earthquake there. Assured all possible support from the Centre.
— Narendra Modi (@narendramodi) June 22, 2020
18 জুন রাতেও উত্তর-পূর্ব ভারতের কয়েকটি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল । রিখটার স্কেলে যার তীব্রতা ছিল 5.0 । ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মিজ়োরামের চম্পাই জেলা । শিলং-সহ উত্তর-পূর্বের একাধিক শহরে কম্পন অনুভূত হয়েছিল ।
কয়েকদিন ধরেই দিল্লিসহ উত্তর ভারতের একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হচ্ছিল । দিল্লি, গুজরাত থেকে শুরু করে জম্মু-কাশ্মীর । এর আগে হরিয়ানার গুরুগ্রামে কম্পন অনুভূত হয়েছিল । রিখটার স্কেলে তীব্রতা ছিল 2.1 । এখনও পর্যন্ত দিল্লি ও পার্শ্ববর্তী এলাকা মিলে শেষ দুই মাসে 14 টি ভূমিকম্প অনুভূত হয়েছে ।