ETV Bharat / bharat

আপাতত BJP সভাপতি থাকছেন অমিত শাহই : সূত্র

সাংগঠনিক নির্বাচন নিয়ে BJP-র সভাপতি শাহ সমস্ত রাজ্যের সভাপতি ও সাধারণ সম্পাকমণ্ডলীর সঙ্গে আজ একটি বৈঠক করবেন । দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক নির্বাচনের আগে পর্যন্ত শাহ সভাপতির দায়িত্ব সামলাবেন কি না সেই নিয়েই আজকের বৈঠক ।

অমিত শাহ- ফাইল ছবি
author img

By

Published : Jun 13, 2019, 9:09 AM IST

Updated : Jun 13, 2019, 11:29 AM IST

দিল্লি, 13 জুন : সর্বভারতীয় সভাপতি হিসেবে 6 মাস মেয়াদ বাড়তে পারে অমিত শাহর । সূত্রের খবর, এরমধ্যে অভ্যন্তরীণ ভোটাভুটি হতে পারে ।

সাংগঠনিক নির্বাচন নিয়ে BJP-র সভাপতি শাহ সমস্ত রাজ্যের সভাপতি ও সাধারণ সম্পাকমণ্ডলীর সঙ্গে আজ একটি বৈঠক করবেন । বৈঠকে সাংগঠনিক নির্বাচনের দিনক্ষণ নিয়েই আলোচনা হবে । দলের এক নেতা জানান, এই সাংগঠনিক নির্বাচন হতে পারে অক্টোবর-নভেম্বরে ।

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে BJP এককভাবে 303টি আসন দখল করেছে । রাজনৈতিক মহলের কথায়, এর পিছনে আছে অমিত শাহের রণনীতি । মোদির মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বও পেয়েছেন শাহ । তবে, সামনেই BJP-শাসিত হরিয়ানা, ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রে ভোট রয়েছে । তাই ওই তিন রাজ্যের ভোটের কথা মাথায় রেখেই এই মুহূর্তে সভাপতির দায়িত্ব অন্য কারও হাতে তুলে দিতে নারাজ দল ।

চলতি বছরের গোড়াতেই অমিত শাহর BJP-সভাপতির মেয়াদ শেষ হয়েছে । দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক নির্বাচনের আগে পর্যন্ত শাহ সভাপতির দায়িত্ব সামলাবেন কি না তা নিয়েই আজকের বৈঠক ।

দিল্লি, 13 জুন : সর্বভারতীয় সভাপতি হিসেবে 6 মাস মেয়াদ বাড়তে পারে অমিত শাহর । সূত্রের খবর, এরমধ্যে অভ্যন্তরীণ ভোটাভুটি হতে পারে ।

সাংগঠনিক নির্বাচন নিয়ে BJP-র সভাপতি শাহ সমস্ত রাজ্যের সভাপতি ও সাধারণ সম্পাকমণ্ডলীর সঙ্গে আজ একটি বৈঠক করবেন । বৈঠকে সাংগঠনিক নির্বাচনের দিনক্ষণ নিয়েই আলোচনা হবে । দলের এক নেতা জানান, এই সাংগঠনিক নির্বাচন হতে পারে অক্টোবর-নভেম্বরে ।

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে BJP এককভাবে 303টি আসন দখল করেছে । রাজনৈতিক মহলের কথায়, এর পিছনে আছে অমিত শাহের রণনীতি । মোদির মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বও পেয়েছেন শাহ । তবে, সামনেই BJP-শাসিত হরিয়ানা, ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রে ভোট রয়েছে । তাই ওই তিন রাজ্যের ভোটের কথা মাথায় রেখেই এই মুহূর্তে সভাপতির দায়িত্ব অন্য কারও হাতে তুলে দিতে নারাজ দল ।

চলতি বছরের গোড়াতেই অমিত শাহর BJP-সভাপতির মেয়াদ শেষ হয়েছে । দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক নির্বাচনের আগে পর্যন্ত শাহ সভাপতির দায়িত্ব সামলাবেন কি না তা নিয়েই আজকের বৈঠক ।

Bhopal (MP), Jun 10 (ANI): Madhya Pradesh Chief Minister Kamal Nath took oath as the Member of Legislative Assembly (MLA) on Monday. He was elected from Chhindwara Assembly seat. The oath-taking ceremony was administered by Vidhan Sabha speaker NP Prajapati.
Last Updated : Jun 13, 2019, 11:29 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.