ETV Bharat / bharat

কাঁটা বিছানো পথেই কি যাত্রা শুরু অমিত-রাজনাথ-নির্মলাদের

আজ স্বরাষ্ট্রমন্ত্রকে দায়িত্ব বুঝে নিলেন অমিত শাহ । একাধিক চ্যালেঞ্জ সামনে নিয়ে শুরু হল শাহর পথ চলা ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 1, 2019, 2:46 PM IST

Updated : Jun 1, 2019, 10:49 PM IST

দিল্লি, 1 জুন : তিনি সমুদ্র হয়েই ফিরলেন । দায়িত্ব বুঝে নিলেন অমিত শাহ ।

গুজরাতের পর এবার দিল্লি । পথ চলা শুরু হল মোদি-শাহ জুটির । শপথ নিয়েছিলেন শুক্রবারই । আজ স্বরাষ্ট্রমন্ত্রকে দায়িত্ব বুঝে নিলেন অমিত শাহ । একাধিক চ্যালেঞ্জ সামনে নিয়ে শুরু হল শাহর পথ চলা । প্রথম অবশ্যই কাশ্মীর । উত্তরসূরি রাজনাথ সিংয়ের থেকে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করা অমিত শাহ কীভাবে কাশ্মীরের জঙ্গি কার্যকলাপ দমন করবেন এটাই এখন প্রধান প্রশ্ন । রাজনাথ ছিলেন আলোচনায় বিশ্বাসী । কিন্তু, অমিতের চিন্তা-ভাবনা সম্পূর্ণ আলাদা । এর সঙ্গে রয়েছে 370 ধারা ও 55 (A) ধারা বিলোপের দাবি প্রসঙ্গে কী অবস্থান নেয় সেটাও দেখার । কারণ, বিপুল জয়ের পর সংঘ পরিবার এই দুটি ধারা নিয়ে BJP-র উপর চাপ বাড়ানোর পথেই হেঁটেছেন । স্বাভাবিকভাবেই সংঘের সঙ্গে সংঘর্ষ না সমঝোতা কোন পথে হাঁটবেন অমিত শাহ ? মন্ত্রকের দায়িত্ব বুঝে নিয়েই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শাহ । প্রধানমন্ত্রী তাঁর উপর ভরসা রেখেছেন বলে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন ।

অমিত শাহ দায়িত্ব নেওয়ার পর আরও যে প্রশ্নটি তীব্র হয়েছে সেটি হল বাংলার সঙ্গে কেন্দ্রের সম্পর্ক । এতদিন স্বরাষ্ট্রমন্ত্রক সামলে এসেছেন রাজনাথ সিং । যাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক সর্বজনবিদিত । এমন কী, মোদির বিকল্প হিসেবে রাজনাথই ছিল মমতার পছন্দের । সময় পালটেছে । অমিত শাহর সঙ্গে কিন্তু মমতার সেই মধুর সম্পর্ক নেই । এতদিন কেন্দ্রের বিরুদ্ধে মমতার অন্যতম প্রধান অভিযোগ ছিল রাজ্যের নিজস্ব বিষয়ে হস্তক্ষেপের । বিষয়টি অমিত শাহ দায়িত্ব নেওয়ার পর আরও বাড়তে পারে বলে মত রাজনৈতিক মহলের ।

সবথেকে বড় চ্যালেঞ্জ এখন নির্মলা সীতারমনের কাছে । প্রথম দফার মোদি মন্ত্রিসভার সবচেয়ে বড় ঘোষণা ছিল নোটবাতিল । যা নিয়ে একাধিক বির্তকের মধ্যে পড়তে হয়েছিল অরুণ জেটলিকে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিরোধী আক্রমণের হাত থেকে বাঁচাতে বারবার আসরে নামতে হয়েছিল তাঁকে । নির্মলা যখন প্রথম পর্বে প্রতিরক্ষামন্ত্রী হয়েছিলেন তখন তাঁর সামনে চ্যালেঞ্জ ছিল রাফাল ইশু । নিজের সাধ্যমত চেষ্টাও করেছিলেন নির্মলা । এবার নোটবাতিলের পাশাপাশি বাজেট বির্তকও রয়েছে । মাত্র একমাসের একটু বেশি সময় হাতে পাচ্ছেন নির্মলা । পূর্ণ সময়ে প্রথম কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে মোদির আশা কতটা পূরণ করতে পারবেন নির্মলা ? দেশের আর্থিক অবস্থাও এই মুহূর্তে খুব একটা মজবুত নয় । বিভিন্ন সমীক্ষায় ধরা পড়েছে আর্থিক ক্ষেত্রে দেশের ভগ্ন চিত্র । আগামীদিনে দেশের অর্থনীতিকে সঠিক দিশা দেওয়াই নির্মলার কাছে একমাত্র লক্ষ্য ।

মন্ত্রিসভার আর একটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে রাজনাথ সিং । প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে প্রথমেই সামলাতে হবে রাফাল-হানা । লোকসভা ভোটের আগে যে ইশুতে কিছুটা হলেও মোদিকে চাপে ফেলেছিলেন রাহুল । সন্দেহ নেই বিরোধী মর্যাদা হারালেও এই রাফালই এখন রাহুলের একমাত্র তুরুপের তাস । কিছুতেই এই অস্ত্র হাতছাড়া করতে চাইবেন না কংগ্রেস সভাপতি । কীভাবে সামলাবেন রাজনাথ ?

আজ দায়িত্ব বুঝে নেন নরেন্দ্র মোদির অন্যতম কাছের পীযূষ গোয়েল । তাঁর কাছেও আগামীদিনটা মোটেই সুখের নয় । প্রথম সমস্যাই চাকরি । রেলমন্ত্রকে চাকরির স্বচ্ছতা আনতে হবে । গত মন্ত্রিসভায় একাধিক রেল দুর্ঘটনায় প্রশ্নের মুখে পড়তে হয়েছিল মোদি সরকারকে । নিজের পছন্দের পীযূষকে এই মন্ত্রকের দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হতে চেয়েছেন প্রধানমন্ত্রী । পীযূষ কি পারবেন ? আগামী বাজেটের আগে ঘর গোছানোর কাজটা করতেই হবে পীযূষকে ।

অর্থাৎ বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছেন মোদি । স্বাভাবিকভাবেই বেড়েছে প্রত্যাশা । নিজের মন্ত্রিসভায় 'বিগ ফোর'কে পছন্দমতো সাজিয়েছেন তিনি । অতি ঘনিষ্ঠদের এখানে দায়িত্ব দিয়েছেন । মন্ত্রিসভায় 'ম্যান-2' হয়েছেন অমিত শাহ । যিনি জেলবন্দী দশা থেকে মুক্তির পর কথা দিয়েছিলেন সমুদ্র হয়ে ফিরবেন । ফিরলেনও তাই । আর অন্যদিকে, বিরোধীরাও যে আক্রমণ থেকে পিছপা হবে না তাও স্পষ্ট হয়ে গেছে । বিরোধী আক্রমণকে সামলে না উড়িয়ে দিয়ে পথ চলবে নতুন সরকার ? প্রশ্ন-জল্পনা এখন সেদিকেই ।

দিল্লি, 1 জুন : তিনি সমুদ্র হয়েই ফিরলেন । দায়িত্ব বুঝে নিলেন অমিত শাহ ।

গুজরাতের পর এবার দিল্লি । পথ চলা শুরু হল মোদি-শাহ জুটির । শপথ নিয়েছিলেন শুক্রবারই । আজ স্বরাষ্ট্রমন্ত্রকে দায়িত্ব বুঝে নিলেন অমিত শাহ । একাধিক চ্যালেঞ্জ সামনে নিয়ে শুরু হল শাহর পথ চলা । প্রথম অবশ্যই কাশ্মীর । উত্তরসূরি রাজনাথ সিংয়ের থেকে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করা অমিত শাহ কীভাবে কাশ্মীরের জঙ্গি কার্যকলাপ দমন করবেন এটাই এখন প্রধান প্রশ্ন । রাজনাথ ছিলেন আলোচনায় বিশ্বাসী । কিন্তু, অমিতের চিন্তা-ভাবনা সম্পূর্ণ আলাদা । এর সঙ্গে রয়েছে 370 ধারা ও 55 (A) ধারা বিলোপের দাবি প্রসঙ্গে কী অবস্থান নেয় সেটাও দেখার । কারণ, বিপুল জয়ের পর সংঘ পরিবার এই দুটি ধারা নিয়ে BJP-র উপর চাপ বাড়ানোর পথেই হেঁটেছেন । স্বাভাবিকভাবেই সংঘের সঙ্গে সংঘর্ষ না সমঝোতা কোন পথে হাঁটবেন অমিত শাহ ? মন্ত্রকের দায়িত্ব বুঝে নিয়েই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শাহ । প্রধানমন্ত্রী তাঁর উপর ভরসা রেখেছেন বলে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন ।

অমিত শাহ দায়িত্ব নেওয়ার পর আরও যে প্রশ্নটি তীব্র হয়েছে সেটি হল বাংলার সঙ্গে কেন্দ্রের সম্পর্ক । এতদিন স্বরাষ্ট্রমন্ত্রক সামলে এসেছেন রাজনাথ সিং । যাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক সর্বজনবিদিত । এমন কী, মোদির বিকল্প হিসেবে রাজনাথই ছিল মমতার পছন্দের । সময় পালটেছে । অমিত শাহর সঙ্গে কিন্তু মমতার সেই মধুর সম্পর্ক নেই । এতদিন কেন্দ্রের বিরুদ্ধে মমতার অন্যতম প্রধান অভিযোগ ছিল রাজ্যের নিজস্ব বিষয়ে হস্তক্ষেপের । বিষয়টি অমিত শাহ দায়িত্ব নেওয়ার পর আরও বাড়তে পারে বলে মত রাজনৈতিক মহলের ।

সবথেকে বড় চ্যালেঞ্জ এখন নির্মলা সীতারমনের কাছে । প্রথম দফার মোদি মন্ত্রিসভার সবচেয়ে বড় ঘোষণা ছিল নোটবাতিল । যা নিয়ে একাধিক বির্তকের মধ্যে পড়তে হয়েছিল অরুণ জেটলিকে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিরোধী আক্রমণের হাত থেকে বাঁচাতে বারবার আসরে নামতে হয়েছিল তাঁকে । নির্মলা যখন প্রথম পর্বে প্রতিরক্ষামন্ত্রী হয়েছিলেন তখন তাঁর সামনে চ্যালেঞ্জ ছিল রাফাল ইশু । নিজের সাধ্যমত চেষ্টাও করেছিলেন নির্মলা । এবার নোটবাতিলের পাশাপাশি বাজেট বির্তকও রয়েছে । মাত্র একমাসের একটু বেশি সময় হাতে পাচ্ছেন নির্মলা । পূর্ণ সময়ে প্রথম কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে মোদির আশা কতটা পূরণ করতে পারবেন নির্মলা ? দেশের আর্থিক অবস্থাও এই মুহূর্তে খুব একটা মজবুত নয় । বিভিন্ন সমীক্ষায় ধরা পড়েছে আর্থিক ক্ষেত্রে দেশের ভগ্ন চিত্র । আগামীদিনে দেশের অর্থনীতিকে সঠিক দিশা দেওয়াই নির্মলার কাছে একমাত্র লক্ষ্য ।

মন্ত্রিসভার আর একটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে রাজনাথ সিং । প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে প্রথমেই সামলাতে হবে রাফাল-হানা । লোকসভা ভোটের আগে যে ইশুতে কিছুটা হলেও মোদিকে চাপে ফেলেছিলেন রাহুল । সন্দেহ নেই বিরোধী মর্যাদা হারালেও এই রাফালই এখন রাহুলের একমাত্র তুরুপের তাস । কিছুতেই এই অস্ত্র হাতছাড়া করতে চাইবেন না কংগ্রেস সভাপতি । কীভাবে সামলাবেন রাজনাথ ?

আজ দায়িত্ব বুঝে নেন নরেন্দ্র মোদির অন্যতম কাছের পীযূষ গোয়েল । তাঁর কাছেও আগামীদিনটা মোটেই সুখের নয় । প্রথম সমস্যাই চাকরি । রেলমন্ত্রকে চাকরির স্বচ্ছতা আনতে হবে । গত মন্ত্রিসভায় একাধিক রেল দুর্ঘটনায় প্রশ্নের মুখে পড়তে হয়েছিল মোদি সরকারকে । নিজের পছন্দের পীযূষকে এই মন্ত্রকের দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হতে চেয়েছেন প্রধানমন্ত্রী । পীযূষ কি পারবেন ? আগামী বাজেটের আগে ঘর গোছানোর কাজটা করতেই হবে পীযূষকে ।

অর্থাৎ বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছেন মোদি । স্বাভাবিকভাবেই বেড়েছে প্রত্যাশা । নিজের মন্ত্রিসভায় 'বিগ ফোর'কে পছন্দমতো সাজিয়েছেন তিনি । অতি ঘনিষ্ঠদের এখানে দায়িত্ব দিয়েছেন । মন্ত্রিসভায় 'ম্যান-2' হয়েছেন অমিত শাহ । যিনি জেলবন্দী দশা থেকে মুক্তির পর কথা দিয়েছিলেন সমুদ্র হয়ে ফিরবেন । ফিরলেনও তাই । আর অন্যদিকে, বিরোধীরাও যে আক্রমণ থেকে পিছপা হবে না তাও স্পষ্ট হয়ে গেছে । বিরোধী আক্রমণকে সামলে না উড়িয়ে দিয়ে পথ চলবে নতুন সরকার ? প্রশ্ন-জল্পনা এখন সেদিকেই ।

Buldhana (Maharashtra), May 30 (ANI): Water Cards have been issued to the villagers to curb acute water shortage in Maharashtra's Buldhana area. Village Head of Chincholi village of Maharashtra's Buldhana district, Sanjay Ingale said, "Since February 2018 water tankers have been coming to our village due to water scarcity. People used to climb on top of the tankers, there used to be a chaos. Now, each family has been issued a 'Water Card' through which 200 liters of water is given to each family."
Last Updated : Jun 1, 2019, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.