ETV Bharat / bharat

উপত্যকায় উত্তেজনার মধ্যেই ডোভালের সঙ্গে বৈঠক অমিতের

থমথমে পরিস্থিতিতে অমরনাথ যাত্রীদের দ্রুত ফিরতে বলেছে সরকার । এই অবস্থায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মুখোমুখি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

ডোভালের সঙ্গে বৈঠক অমিতের
author img

By

Published : Aug 4, 2019, 6:18 PM IST

দিল্লি, 4 অগাস্ট : জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় সেনা জঙ্গি সংঘর্ষ ও হামলার খবরে উত্তপ্ত উপত্যকা । এরই মধ্যে গতকাল সামনে এসেছে পাকিস্তানি সেনাবাহিনীর মদতে LoC পেরোনোর চেষ্টা রুখে দেওয়ার খবর । থমথমে পরিস্থিতিতে অমরনাথ যাত্রীদের দ্রুত ফিরতে বলেছে সরকার । এই অবস্থায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মুখোমুখি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । স্বরাষ্ট্র সচিব ও অন্য গুরুত্বপূর্ণ আধিকারিকরাও এই বৈঠকে ছিলেন । তাঁদের অন্যতম গোয়েন্দা প্রধান অরবিন্দ কুমার, RAW-এর সামন্ত গোয়েল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গউবা ।

গোয়েন্দা রিপোর্টে জানা গেছে, 29 থেকে 31 জুলাইয়ের মধ্যে একাধিকবার ভারতে প্রবেশ করার চেষ্টা করেছে জঙ্গিরা । যার পিছনে হাত রয়েছে পাকিস্তানের । এই পরিস্থিতির মোকাবিলা করতে গত কয়েক দিনে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে রাজ্যে । গতকাল ভারতীয় সেনার তরফে প্রকাশ করা হয় অনুপ্রবেশকারীদের মৃতদেহের ছবি । এরপরই ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে সাদা পতাকা নিয়ে ভারতে এসে মৃতদেহগুলি নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয় । তবে পাকিস্তানের তরফে এই প্রস্তাবের কোনও জবাব মেলেনি ।

তবে গতকালের এই ঘটনায় ফের একবার ভারতের দাবি প্রমাণিত, যে কাশ্মীরে ও সীমান্ত জুড়ে সন্ত্রাস ছড়ানোর পিছনে হাত রয়েছে পাকিস্তানের ৷ এদিকে, আজ সকাল পর্যন্ত জম্মু কাশ্মীরের কেরান সেক্টরে ভারী গুলিবর্ষণের শব্দ শোনা গেছে ৷ চলতি বছরে ইতিমধ্যেই 1600-র বেশি বার সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ।

ভারতীয় সেনার বক্তব্য, একাধিক নাশকতামূলক কার্যকলাপের পিছনে ইসলামাবাদেরই হাত রয়েছে । সেই সংক্রান্ত যাবতীয় প্রমাণ ভারতের হাতে রয়েছে । তবে ভারতীয় সেনা প্রত্যেকবারই পাকিস্তানের নাশকতার চেষ্টা ব্যর্থ করে এসেছে । এর আগে বৃহস্পতিবার অমরনাথ যাত্রাপথে ল্যান্ডমাইন ও পাকিস্তান সেনার ব্যবহৃত স্নাইপার রাইফেল উদ্ধার হয় ।

কাশ্মীরে চলতে থাকা এই অস্থির পরিস্থিতি পর্যালোচনা করতেই মূলত আজকের বৈঠক বলে অনুমান বিশেষজ্ঞদের ।

দিল্লি, 4 অগাস্ট : জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় সেনা জঙ্গি সংঘর্ষ ও হামলার খবরে উত্তপ্ত উপত্যকা । এরই মধ্যে গতকাল সামনে এসেছে পাকিস্তানি সেনাবাহিনীর মদতে LoC পেরোনোর চেষ্টা রুখে দেওয়ার খবর । থমথমে পরিস্থিতিতে অমরনাথ যাত্রীদের দ্রুত ফিরতে বলেছে সরকার । এই অবস্থায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মুখোমুখি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । স্বরাষ্ট্র সচিব ও অন্য গুরুত্বপূর্ণ আধিকারিকরাও এই বৈঠকে ছিলেন । তাঁদের অন্যতম গোয়েন্দা প্রধান অরবিন্দ কুমার, RAW-এর সামন্ত গোয়েল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গউবা ।

গোয়েন্দা রিপোর্টে জানা গেছে, 29 থেকে 31 জুলাইয়ের মধ্যে একাধিকবার ভারতে প্রবেশ করার চেষ্টা করেছে জঙ্গিরা । যার পিছনে হাত রয়েছে পাকিস্তানের । এই পরিস্থিতির মোকাবিলা করতে গত কয়েক দিনে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে রাজ্যে । গতকাল ভারতীয় সেনার তরফে প্রকাশ করা হয় অনুপ্রবেশকারীদের মৃতদেহের ছবি । এরপরই ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে সাদা পতাকা নিয়ে ভারতে এসে মৃতদেহগুলি নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয় । তবে পাকিস্তানের তরফে এই প্রস্তাবের কোনও জবাব মেলেনি ।

তবে গতকালের এই ঘটনায় ফের একবার ভারতের দাবি প্রমাণিত, যে কাশ্মীরে ও সীমান্ত জুড়ে সন্ত্রাস ছড়ানোর পিছনে হাত রয়েছে পাকিস্তানের ৷ এদিকে, আজ সকাল পর্যন্ত জম্মু কাশ্মীরের কেরান সেক্টরে ভারী গুলিবর্ষণের শব্দ শোনা গেছে ৷ চলতি বছরে ইতিমধ্যেই 1600-র বেশি বার সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ।

ভারতীয় সেনার বক্তব্য, একাধিক নাশকতামূলক কার্যকলাপের পিছনে ইসলামাবাদেরই হাত রয়েছে । সেই সংক্রান্ত যাবতীয় প্রমাণ ভারতের হাতে রয়েছে । তবে ভারতীয় সেনা প্রত্যেকবারই পাকিস্তানের নাশকতার চেষ্টা ব্যর্থ করে এসেছে । এর আগে বৃহস্পতিবার অমরনাথ যাত্রাপথে ল্যান্ডমাইন ও পাকিস্তান সেনার ব্যবহৃত স্নাইপার রাইফেল উদ্ধার হয় ।

কাশ্মীরে চলতে থাকা এই অস্থির পরিস্থিতি পর্যালোচনা করতেই মূলত আজকের বৈঠক বলে অনুমান বিশেষজ্ঞদের ।

Pune (Maharashtra), Aug 04 (ANI): This is the second day in a row that Mumbai has been hit by torrential downpour. Around 250 families shifted to safer places in Shanti Nagar area of Pune. More than 500 families are being shifted to safer places by Pune Municipal Corporation. Amid flood-like situation in the state, National Disaster Response Force (NDRF) teams have rushed to different places to rescue people.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.