ETV Bharat / bharat

IB অফিসার খুনে যুক্ত AAP নেতা, অভিযোগ কপিল মিশ্রের - AAP নেতা সঞ্জয় সিং

দিল্লির চাঁদবাগে মৃত IB অফিসার অঙ্কিত শর্মার খুনে জড়িত AAP নেতা তাহির হুসেন ৷ এমনই অভিযোগ করেছেন BJP নেতা কপিল মিশ্র ৷ একই অভিযোগ মৃত IB অফিসারের বাবারও ৷ দু'জনেই বলেন, তাহিরের বাড়ির ছাদ থেকেই পাথর ও পেট্রল বোমা ছোঁড়া হচ্ছিল ৷ এই ঘটনায় তাহিরকে বাঁচানোর চেষ্টা করছে AAP নেতৃত্ব ৷

allegation against AAP leader
AAP নেতা তাহির হুসেন
author img

By

Published : Feb 27, 2020, 7:19 PM IST

দিল্লি, 27 ফেব্রুয়ারি : দিল্লির চাঁদবাগে IB অফিসারের মৃত্যুতে AAP নেতা তাহির হুসেনের বিরুদ্ধে অভিযোগ উঠল ৷ মৃত IB অফিসার অঙ্কিত শর্মার বাবা রবিন্দর কুমারের অভিযোগ, AAP নেতা ও স্থানীয় পৌরসভার কাউন্সিলর তাহির হুসেনের বাড়ির ছাদ থেকে পাথর ছোড়া হচ্ছিল ৷ তারাই তাঁর ছেলেকে খুন করেছে ৷

তিনি বলেন, ‘‘অঙ্কিত ডিউটি থেকে ফিরছিল যখন চাঁদবাগে পাথর ছোড়া শুরু হয় ৷ তাহিরের বাড়ি থেকে 15-20 জন বেরিয়ে আসে এবং 5-6 জনকে জোর করে বাড়ির ভিতরে টেনে নিয়ে যায় ৷ যারা তাদের বাধা দেয়, তাদের উপর গুলিও চালানো হয় ৷’’

বুধবার IB অফিসার অঙ্কিতের দেহ গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছিল ৷ তাঁর দেহ পোস্টমর্টেমের জন্য দিল্লির GTB হাসপাতালে পাঠানো হয় ৷ BJP বিধায়ক অজয় মাহাবারও অঙ্কিতের বাবাকে সমর্থন করে বলেন, ‘‘একটি বাড়ির ছাদ থেকে পাথর ছোড়া হচ্ছিল ৷ অঙ্কিত ওই বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন৷ তাঁকে এক দুষ্কৃতী বাড়ির ভিতরে টেনে নিয়ে যায় এবং আছাড় দিয়ে মাটিতে ফেলে ৷ তাঁর গলা ছুরি দিয়ে কেটে দেওয়া হয় ৷’’

BJP নেতা কপিল মিশ্রও AAP-র বিরুদ্ধে তোপ দেগে টুইটে লেখেন, আম আদমি পার্টি তাহির হুসেনকে বাঁচানোর প্রতিজ্ঞা নিয়েছে ৷ তিনি প্রথম টুইটে লেখেন, ‘‘খুনি হল তাহির হুসেন ৷ তাহির অঙ্কিত ছাড়া আরও চারজন ছেলেকে বাড়ির ভিতরে টেনে নিয়ে যায় ৷ তার মধ্যে তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ ভিডিয়োতেও তাহিরকে মুখোশে ঢাকা সন্ত্রাসবাদীদের সঙ্গে দেখা যাচ্ছে ৷ সে অনবরত কেজরিওয়াল ও অন্যান্য AAP নেতাদের কথা বলছিল ৷’’

  • This is AAP Councillor Tahir Hussain, victim of mob violence and was rescued by Police two days ago.

    A mob took over his house and used it to launch attacks and He has not returned to his home since. But BJP is labelling him as a rioter.

    Must watch his statement pic.twitter.com/X29DtHE5j7

    — Abhijeet Dipke (@abhijeet_dipke) February 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ তিনি আরও একটি টুইট করে বলেন, ‘‘AAP নেতা ও সাংবাদিকরা, যারা কেজরিওয়ালকে সমর্থন করে তারা সবাই তাহিরকে বাঁচানোর চেষ্টা করছে ৷ যারা ছাদ থেকে পাথর ছুড়ছিল, তাদের সঙ্গে তাহিরকে দেখা যাওয়ার পরও কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না তাঁর বিরুদ্ধে ৷ যদি তাহিরের ফোনে ওই সময়ের কল রেকর্ড প্রকাশিত করা হয়, তাহলে দিল্লির সন্ত্রাস এবং অঙ্কিতের হত্যায় সঞ্জয় সিং ও অরবিন্দ কেজরিওয়ালের ভূমিকা স্পষ্ট হয়ে যাবে ৷’’

AAP নেতা সঞ্জয় সিং বলেন, ‘‘AAP প্রথমদিন থেকেই বলে এসেছে যে কোনও ব্যক্তি দোষী হলে তার বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ করা হবে ৷ তাহির হুসেন বলেছেন তিনি তাঁর বাড়িতে দুষ্কৃতীদের প্রবেশ ও পরবর্তী সময়ের ঘটা যাবতীয় ঘটনার তথ্য পুলিশকে জানিয়েছেন ৷ তিনি পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছিলেন ৷ কিন্তু পুলিশ 8 ঘণ্টা বাদে এসে তাঁকে ও তাঁর পরিবারকে উদ্ধার করে ৷’’

দিল্লি, 27 ফেব্রুয়ারি : দিল্লির চাঁদবাগে IB অফিসারের মৃত্যুতে AAP নেতা তাহির হুসেনের বিরুদ্ধে অভিযোগ উঠল ৷ মৃত IB অফিসার অঙ্কিত শর্মার বাবা রবিন্দর কুমারের অভিযোগ, AAP নেতা ও স্থানীয় পৌরসভার কাউন্সিলর তাহির হুসেনের বাড়ির ছাদ থেকে পাথর ছোড়া হচ্ছিল ৷ তারাই তাঁর ছেলেকে খুন করেছে ৷

তিনি বলেন, ‘‘অঙ্কিত ডিউটি থেকে ফিরছিল যখন চাঁদবাগে পাথর ছোড়া শুরু হয় ৷ তাহিরের বাড়ি থেকে 15-20 জন বেরিয়ে আসে এবং 5-6 জনকে জোর করে বাড়ির ভিতরে টেনে নিয়ে যায় ৷ যারা তাদের বাধা দেয়, তাদের উপর গুলিও চালানো হয় ৷’’

বুধবার IB অফিসার অঙ্কিতের দেহ গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছিল ৷ তাঁর দেহ পোস্টমর্টেমের জন্য দিল্লির GTB হাসপাতালে পাঠানো হয় ৷ BJP বিধায়ক অজয় মাহাবারও অঙ্কিতের বাবাকে সমর্থন করে বলেন, ‘‘একটি বাড়ির ছাদ থেকে পাথর ছোড়া হচ্ছিল ৷ অঙ্কিত ওই বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন৷ তাঁকে এক দুষ্কৃতী বাড়ির ভিতরে টেনে নিয়ে যায় এবং আছাড় দিয়ে মাটিতে ফেলে ৷ তাঁর গলা ছুরি দিয়ে কেটে দেওয়া হয় ৷’’

BJP নেতা কপিল মিশ্রও AAP-র বিরুদ্ধে তোপ দেগে টুইটে লেখেন, আম আদমি পার্টি তাহির হুসেনকে বাঁচানোর প্রতিজ্ঞা নিয়েছে ৷ তিনি প্রথম টুইটে লেখেন, ‘‘খুনি হল তাহির হুসেন ৷ তাহির অঙ্কিত ছাড়া আরও চারজন ছেলেকে বাড়ির ভিতরে টেনে নিয়ে যায় ৷ তার মধ্যে তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ ভিডিয়োতেও তাহিরকে মুখোশে ঢাকা সন্ত্রাসবাদীদের সঙ্গে দেখা যাচ্ছে ৷ সে অনবরত কেজরিওয়াল ও অন্যান্য AAP নেতাদের কথা বলছিল ৷’’

  • This is AAP Councillor Tahir Hussain, victim of mob violence and was rescued by Police two days ago.

    A mob took over his house and used it to launch attacks and He has not returned to his home since. But BJP is labelling him as a rioter.

    Must watch his statement pic.twitter.com/X29DtHE5j7

    — Abhijeet Dipke (@abhijeet_dipke) February 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ তিনি আরও একটি টুইট করে বলেন, ‘‘AAP নেতা ও সাংবাদিকরা, যারা কেজরিওয়ালকে সমর্থন করে তারা সবাই তাহিরকে বাঁচানোর চেষ্টা করছে ৷ যারা ছাদ থেকে পাথর ছুড়ছিল, তাদের সঙ্গে তাহিরকে দেখা যাওয়ার পরও কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না তাঁর বিরুদ্ধে ৷ যদি তাহিরের ফোনে ওই সময়ের কল রেকর্ড প্রকাশিত করা হয়, তাহলে দিল্লির সন্ত্রাস এবং অঙ্কিতের হত্যায় সঞ্জয় সিং ও অরবিন্দ কেজরিওয়ালের ভূমিকা স্পষ্ট হয়ে যাবে ৷’’

AAP নেতা সঞ্জয় সিং বলেন, ‘‘AAP প্রথমদিন থেকেই বলে এসেছে যে কোনও ব্যক্তি দোষী হলে তার বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ করা হবে ৷ তাহির হুসেন বলেছেন তিনি তাঁর বাড়িতে দুষ্কৃতীদের প্রবেশ ও পরবর্তী সময়ের ঘটা যাবতীয় ঘটনার তথ্য পুলিশকে জানিয়েছেন ৷ তিনি পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছিলেন ৷ কিন্তু পুলিশ 8 ঘণ্টা বাদে এসে তাঁকে ও তাঁর পরিবারকে উদ্ধার করে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.