ETV Bharat / bharat

14 এপ্রিল পর্যন্ত সব যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ - লক ডাউন

মালবাহী ট্রেন চলাচল করবে বলে রেলের তরফে জানানো হয়েছে ৷

suspension of indian rail due to corona lock down extended
ট্রেন
author img

By

Published : Mar 25, 2020, 3:38 PM IST

Updated : Mar 25, 2020, 5:50 PM IST

দিল্লি, 25 মার্চ : দেশজুড়ে লকডাউনের মধ্যেই ভারতীয় রেলের বড় ঘোষণা ৷ আগামী 14 এপ্রিল পর্যন্ত রেলের সমস্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ থাকবে ৷ প্রাথমিকভাবে 31 মার্চ পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেল ৷ কেবলমাত্র জরুরি পন্যবাহী ট্রেন বজায় থাকবে৷

কোরোনার সংক্রমণের চেন ভাঙতে আগামী 21 দিন সারা দেশে লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র ৷ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, দেশের মানুষের সুরক্ষার স্বার্থে 21 দিন লকডাউনের সিদ্ধান্ত নেওযা হয়েছে ৷ রবিবার জনতা কারফিউ ঘোষণা হওয়ার পর সারা দেশে যাত্রীবাহী ট্রেন পরিষেবা 31 মার্চ পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নেয় রেল ৷ গতকাল 21 দিনের লকডাউনের ঘোষণার পর সেই পরিষেবা বন্ধের সময়সীমা 14 এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় রেল ৷ শহরতলিতে যেসব ট্রেন চলাচল করে, সেই পরিষেবাও বন্ধ থাকবে ৷

suspension of indian rail due to corona lock down extended
রেল মন্ত্রকের বিজ্ঞপ্তি

IRCTC-র পক্ষ থেকে যাত্রীদের টিকিট বাতিল না করার অনুরোধ করা হয়েছে ৷ বুকিং হওয়া টিকিটের সম্পূর্ণ টাকা যাত্রীদের ফেরত দেওয়া হবে ৷ তার জন্য 21 জুন পর্যন্ত যাত্রীরা আবেদন করতে পারবেন ৷ ই-টিকিট যারা বুক করেছিলেন, তাঁরা বাতিল করলে টাকা কাটা যেতে পারে ৷ তাই বুকিং বাতিল না করার পরামর্শ দিয়েছে IRCTC ৷ রেল মন্ত্রকের পক্ষ থেকে যন্ত্রাংশ তৈরির সব কারখানাকে একটি বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে ৷ গদি বিহীন বিছানা, ট্রলি এবং কোয়ারান্টাইনে থাকার জন্য প্রয়োজনীয় জিনিস তৈরিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷ পাশাপাশি রেলের সব মিউজ়িয়াম, ঐতিহাসিক গ্যালারি এবং পার্ক 15 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে ৷ কোরোনার সংক্রামণ ঠেকাতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রেলওয়ে ৷

দিল্লি, 25 মার্চ : দেশজুড়ে লকডাউনের মধ্যেই ভারতীয় রেলের বড় ঘোষণা ৷ আগামী 14 এপ্রিল পর্যন্ত রেলের সমস্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ থাকবে ৷ প্রাথমিকভাবে 31 মার্চ পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেল ৷ কেবলমাত্র জরুরি পন্যবাহী ট্রেন বজায় থাকবে৷

কোরোনার সংক্রমণের চেন ভাঙতে আগামী 21 দিন সারা দেশে লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র ৷ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, দেশের মানুষের সুরক্ষার স্বার্থে 21 দিন লকডাউনের সিদ্ধান্ত নেওযা হয়েছে ৷ রবিবার জনতা কারফিউ ঘোষণা হওয়ার পর সারা দেশে যাত্রীবাহী ট্রেন পরিষেবা 31 মার্চ পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নেয় রেল ৷ গতকাল 21 দিনের লকডাউনের ঘোষণার পর সেই পরিষেবা বন্ধের সময়সীমা 14 এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় রেল ৷ শহরতলিতে যেসব ট্রেন চলাচল করে, সেই পরিষেবাও বন্ধ থাকবে ৷

suspension of indian rail due to corona lock down extended
রেল মন্ত্রকের বিজ্ঞপ্তি

IRCTC-র পক্ষ থেকে যাত্রীদের টিকিট বাতিল না করার অনুরোধ করা হয়েছে ৷ বুকিং হওয়া টিকিটের সম্পূর্ণ টাকা যাত্রীদের ফেরত দেওয়া হবে ৷ তার জন্য 21 জুন পর্যন্ত যাত্রীরা আবেদন করতে পারবেন ৷ ই-টিকিট যারা বুক করেছিলেন, তাঁরা বাতিল করলে টাকা কাটা যেতে পারে ৷ তাই বুকিং বাতিল না করার পরামর্শ দিয়েছে IRCTC ৷ রেল মন্ত্রকের পক্ষ থেকে যন্ত্রাংশ তৈরির সব কারখানাকে একটি বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে ৷ গদি বিহীন বিছানা, ট্রলি এবং কোয়ারান্টাইনে থাকার জন্য প্রয়োজনীয় জিনিস তৈরিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷ পাশাপাশি রেলের সব মিউজ়িয়াম, ঐতিহাসিক গ্যালারি এবং পার্ক 15 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে ৷ কোরোনার সংক্রামণ ঠেকাতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রেলওয়ে ৷

Last Updated : Mar 25, 2020, 5:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.