আলিগড়, 8 জুন : এই প্রথম নয়, আগেও অপরাধ করেছে আলিগড়ে আড়াই বছরের শিশু কন্যাকে খুনের ঘটনায় এক অভিযুক্ত । পুলিশ জানিয়েছে, বছর পাঁচেক আগে অভিযুক্তের বিরুদ্ধে নিজেরই কন্যা সন্তানকে ধর্ষণের অভিযোগ ওঠে । এখন সে জামিনে মুক্ত । অভিযুক্তর নাম জানায়নি আলিগড় পুলিশ । তবে তদন্তকারীদের তরফে জানানো হয়েছে, ওই অভিযুক্তর সঙ্গে অপর যে একজন ধরা পড়েছে তার নাম জ়াহিদ । আলিগড়ে শিশু খুনের তদন্তকারী আধিকারিক আকাশ কুলহারি বলেন, "নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ রয়েছে অভিযুক্তর বিরুদ্ধে । সে এখন জামিনে মুক্ত ।"
গতমাসের ৩০ তারিখ থেকে নিখোঁজ ছিল আলিগড়ের আড়াই বছরের ওই শিশুকন্যা । গত রবিবার তার পচা-গলা মৃতদেহ একটি আবর্জনাস্তূপ থেকে টেনে বের করে এক কুকুর । প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, শিশুকন্যার দাদু টাকা ধার করে পরিশোধ করতে পারেননি । সেই কারণেই খুন । এই খবর চাউর হতেই খুনের প্রতিবাদে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করে । পরিবারের সদস্যের টাকা শোধ করতে না পারার মাশুল আড়াই বছরের শিশুকন্যাকে কেন দিতে হবে ? প্রশ্ন উঠতে থাকে । দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলা হয় ।
চাপের মুখে পড়ে আলিগড় পুলিশ আরও তৎপর হয় । শুরু হয় জিজ্ঞাসাবাদ । পুলিশ জানায়, শিশুকন্যাকে নৃশংসভাবে খুন করা হয়েছে । তবে তাকে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি । এদিকে আজ তদন্তকারীদের তরফে জানানো হয়, শিশুকন্যাকে খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । এদের মধ্যে রয়েছে জা়হিদ ও তার স্ত্রী । জ়াহিদের স্ত্রী না কি মৃতদেহ কাপড়ে বেঁধে নিয়ে গেছিল । দ্রুত ঘটনার চার্জশিট জমা করা হবে বলেও জানিয়েছে পুলিশ ।