ETV Bharat / bharat

মেয়েকে ধর্ষণের অভিযোগে জেল খেটেছিল আলিগড়ে শিশু খুনে অভিযুক্ত - cold blooded murder in india

গতমাসের ৩০ তারিখ থেকে নিখোঁজ ছিল আলিগড়ের আড়াই বছরের ওই শিশুকন্যা । গত রবিবার তার পচা-গলা মৃতদেহ একটি আবর্জনাস্তূপ থেকে টেনে বের করে এক কুকুর । প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, শিশুকন্যার দাদু টাকা ধার করে পরিশোধ করতে পারেননি । সেই কারণেই খুন । এই খবর চাউর হতেই খুনের প্রতিবাদে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করে । পরিবারের সদস্যের টাকা শোধ করতে না পারার মাশুল আড়াই বছরের শিশুকন্যাকে কেন দিতে হবে ? প্রশ্ন উঠতে থাকে । দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলা হয় ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 8, 2019, 4:49 PM IST

আলিগড়, 8 জুন : এই প্রথম নয়, আগেও অপরাধ করেছে আলিগড়ে আড়াই বছরের শিশু কন্যাকে খুনের ঘটনায় এক অভিযুক্ত । পুলিশ জানিয়েছে, বছর পাঁচেক আগে অভিযুক্তের বিরুদ্ধে নিজেরই কন্যা সন্তানকে ধর্ষণের অভিযোগ ওঠে । এখন সে জামিনে মুক্ত । অভিযুক্তর নাম জানায়নি আলিগড় পুলিশ । তবে তদন্তকারীদের তরফে জানানো হয়েছে, ওই অভিযুক্তর সঙ্গে অপর যে একজন ধরা পড়েছে তার নাম জ়াহিদ । আলিগড়ে শিশু খুনের তদন্তকারী আধিকারিক আকাশ কুলহারি বলেন, "নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ রয়েছে অভিযুক্তর বিরুদ্ধে । সে এখন জামিনে মুক্ত ।"

গতমাসের ৩০ তারিখ থেকে নিখোঁজ ছিল আলিগড়ের আড়াই বছরের ওই শিশুকন্যা । গত রবিবার তার পচা-গলা মৃতদেহ একটি আবর্জনাস্তূপ থেকে টেনে বের করে এক কুকুর । প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, শিশুকন্যার দাদু টাকা ধার করে পরিশোধ করতে পারেননি । সেই কারণেই খুন । এই খবর চাউর হতেই খুনের প্রতিবাদে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করে । পরিবারের সদস্যের টাকা শোধ করতে না পারার মাশুল আড়াই বছরের শিশুকন্যাকে কেন দিতে হবে ? প্রশ্ন উঠতে থাকে । দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলা হয় ।

চাপের মুখে পড়ে আলিগড় পুলিশ আরও তৎপর হয় । শুরু হয় জিজ্ঞাসাবাদ । পুলিশ জানায়, শিশুকন্যাকে নৃশংসভাবে খুন করা হয়েছে । তবে তাকে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি । এদিকে আজ তদন্তকারীদের তরফে জানানো হয়, শিশুকন্যাকে খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । এদের মধ্যে রয়েছে জা়হিদ ও তার স্ত্রী । জ়াহিদের স্ত্রী না কি মৃতদেহ কাপড়ে বেঁধে নিয়ে গেছিল । দ্রুত ঘটনার চার্জশিট জমা করা হবে বলেও জানিয়েছে পুলিশ ।

আলিগড়, 8 জুন : এই প্রথম নয়, আগেও অপরাধ করেছে আলিগড়ে আড়াই বছরের শিশু কন্যাকে খুনের ঘটনায় এক অভিযুক্ত । পুলিশ জানিয়েছে, বছর পাঁচেক আগে অভিযুক্তের বিরুদ্ধে নিজেরই কন্যা সন্তানকে ধর্ষণের অভিযোগ ওঠে । এখন সে জামিনে মুক্ত । অভিযুক্তর নাম জানায়নি আলিগড় পুলিশ । তবে তদন্তকারীদের তরফে জানানো হয়েছে, ওই অভিযুক্তর সঙ্গে অপর যে একজন ধরা পড়েছে তার নাম জ়াহিদ । আলিগড়ে শিশু খুনের তদন্তকারী আধিকারিক আকাশ কুলহারি বলেন, "নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ রয়েছে অভিযুক্তর বিরুদ্ধে । সে এখন জামিনে মুক্ত ।"

গতমাসের ৩০ তারিখ থেকে নিখোঁজ ছিল আলিগড়ের আড়াই বছরের ওই শিশুকন্যা । গত রবিবার তার পচা-গলা মৃতদেহ একটি আবর্জনাস্তূপ থেকে টেনে বের করে এক কুকুর । প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, শিশুকন্যার দাদু টাকা ধার করে পরিশোধ করতে পারেননি । সেই কারণেই খুন । এই খবর চাউর হতেই খুনের প্রতিবাদে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করে । পরিবারের সদস্যের টাকা শোধ করতে না পারার মাশুল আড়াই বছরের শিশুকন্যাকে কেন দিতে হবে ? প্রশ্ন উঠতে থাকে । দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলা হয় ।

চাপের মুখে পড়ে আলিগড় পুলিশ আরও তৎপর হয় । শুরু হয় জিজ্ঞাসাবাদ । পুলিশ জানায়, শিশুকন্যাকে নৃশংসভাবে খুন করা হয়েছে । তবে তাকে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি । এদিকে আজ তদন্তকারীদের তরফে জানানো হয়, শিশুকন্যাকে খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । এদের মধ্যে রয়েছে জা়হিদ ও তার স্ত্রী । জ়াহিদের স্ত্রী না কি মৃতদেহ কাপড়ে বেঁধে নিয়ে গেছিল । দ্রুত ঘটনার চার্জশিট জমা করা হবে বলেও জানিয়েছে পুলিশ ।

Shimla (Himachal Pradesh), Jun 08 (ANI): Himachal Pradesh Police organised a dog show at the Shimla Summer Festival in the state capital. The dog squad of the state police also took part in the event, showing their skills at the exhibition which was organised to draw tourists' attention and make the locals aware of the contribution of canines to reduce crime rate in the state. On being asked about the importance of the dog show, organizer of the event and co-coordinator of Himachal Pradesh Police's Dog Squad, ASI Dhyan Singh Thakur said, "It is very important. We want to show that being dogs, they play an important role in our security, and keep our lives and goods safe. They play the role of soldiers, and in cases like of robbery and murder, drug busting, they are playing an important role." The four-day Shimla Summer Festival had begun on June 4.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.