ETV Bharat / bharat

কাশ্মীরে ডোভালের জনসংযোগ, রাস্তায় স্থানীয়দের সঙ্গে সারলেন আহার

author img

By

Published : Aug 7, 2019, 6:44 PM IST

Updated : Aug 7, 2019, 7:08 PM IST

আজ শোপিয়ানে স্থানীয়দের সঙ্গে রাস্তায় কথা বলতে দেখা যায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে ।

DGP দিলবাগ সিংয়ের উপস্থিতিতে পুলিশকর্মীদের সঙ্গে দেখা করেন অজিত ডোভাল

শ্রীনগর, 7 অগাস্ট : 370 ধারা প্রত্যাহারের পর বিরোধীদের সব থেকে বড় প্রশ্ন ছিল, কাশ্মীরিদের বন্দী করে কী ভাবে বোঝানো হবে যে এই সিদ্ধান্ত তাদের ভালোর জন্য । সেই কাজেই নেমে পড়লেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল । আজ শোপিয়ানে স্থানীয়দের সঙ্গে রাস্তায় কথা বলতে দেখা যায় তাঁকে । পাশাপাশি রাস্তার পাশেই খাওয়ার বন্দোবস্ত করা হয় । যেখানে স্থানীয়দের সঙ্গে খাবারের প্লেট হাতে দেখা যায় ডোভালকে ।

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ফলে উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি থেকে শ্রীনগর পৌঁছেছেন গতকালই । 370 ধারা প্রত্যাহার হতেই কংগ্রেস সহ বিরোধীদের অভিযোগ ছিল, 370 ধারা একসূত্রে বেঁধে রেখেছিল জম্মু ও কাশ্মীরকে ৷ এই ধারা প্রত্যাহার করে জম্মু ও কাশ্মীরকে বন্ধনহীন করে দিল কেন্দ্রীয় সরকার ৷

কেন্দ্রের নয়া সিদ্ধান্তের জেরে সাধারণ মানুষকে আগামী দিনে যাতে সমস্যার মুখে না পড়তে হয়, তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য । আর সেই লক্ষ্য পূরণ করতেই রাস্তায় নেমে জনসংযোগ করলেন অজিত ডোভাল । মত বিশেষজ্ঞদের । রাস্তায় নেমে জনসংযোগ করার মাধ্যমে সরকার ও জম্মু ও কাশ্মীরের মানুষের বন্ধন দৃঢ় করার পথে এগোচ্ছেন ডোভাল ।

DGP দিলবাগ সিংয়ের উপস্থিতিতে পুলিশকর্মীদের সঙ্গে দেখা করেন অজিত ডোভাল
DGP দিলবাগ সিংয়ের উপস্থিতিতে পুলিশকর্মীদের সঙ্গে দেখা করেন অজিত ডোভাল

এদিকে সামনেই ইদ। তবে গোয়েন্দা রিপোর্ট, কাশ্মীরে নতুন করে উত্তেজনা তৈরি করে পাকিস্তান প্ররোচনা জোগানোর জন্য মুখিয়ে আছে । এই বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে কেন্দ্রকে । আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনও সমস্যা কড়া হাতে দমনের জন্য উপত্যকায় বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছে । সব দিক মাথায় রেখেই 144 ধারা জারি রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে । আর সেই কারণেই পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠে নেমেছেন স্বয়ং ডোভাল ।

এদিকে স্থানীয়দের সঙ্গে জনসংযোগের আগে DGP দিলবাগ সিংয়ের উপস্থিতিতে পুলিশকর্মীদের সঙ্গে দেখা করেন । পরে কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের সঙ্গেও দেখা করে পরিস্থিতি খতিয়ে দেখেন অজিত ডোভাল ।

শ্রীনগর, 7 অগাস্ট : 370 ধারা প্রত্যাহারের পর বিরোধীদের সব থেকে বড় প্রশ্ন ছিল, কাশ্মীরিদের বন্দী করে কী ভাবে বোঝানো হবে যে এই সিদ্ধান্ত তাদের ভালোর জন্য । সেই কাজেই নেমে পড়লেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল । আজ শোপিয়ানে স্থানীয়দের সঙ্গে রাস্তায় কথা বলতে দেখা যায় তাঁকে । পাশাপাশি রাস্তার পাশেই খাওয়ার বন্দোবস্ত করা হয় । যেখানে স্থানীয়দের সঙ্গে খাবারের প্লেট হাতে দেখা যায় ডোভালকে ।

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ফলে উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি থেকে শ্রীনগর পৌঁছেছেন গতকালই । 370 ধারা প্রত্যাহার হতেই কংগ্রেস সহ বিরোধীদের অভিযোগ ছিল, 370 ধারা একসূত্রে বেঁধে রেখেছিল জম্মু ও কাশ্মীরকে ৷ এই ধারা প্রত্যাহার করে জম্মু ও কাশ্মীরকে বন্ধনহীন করে দিল কেন্দ্রীয় সরকার ৷

কেন্দ্রের নয়া সিদ্ধান্তের জেরে সাধারণ মানুষকে আগামী দিনে যাতে সমস্যার মুখে না পড়তে হয়, তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য । আর সেই লক্ষ্য পূরণ করতেই রাস্তায় নেমে জনসংযোগ করলেন অজিত ডোভাল । মত বিশেষজ্ঞদের । রাস্তায় নেমে জনসংযোগ করার মাধ্যমে সরকার ও জম্মু ও কাশ্মীরের মানুষের বন্ধন দৃঢ় করার পথে এগোচ্ছেন ডোভাল ।

DGP দিলবাগ সিংয়ের উপস্থিতিতে পুলিশকর্মীদের সঙ্গে দেখা করেন অজিত ডোভাল
DGP দিলবাগ সিংয়ের উপস্থিতিতে পুলিশকর্মীদের সঙ্গে দেখা করেন অজিত ডোভাল

এদিকে সামনেই ইদ। তবে গোয়েন্দা রিপোর্ট, কাশ্মীরে নতুন করে উত্তেজনা তৈরি করে পাকিস্তান প্ররোচনা জোগানোর জন্য মুখিয়ে আছে । এই বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে কেন্দ্রকে । আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনও সমস্যা কড়া হাতে দমনের জন্য উপত্যকায় বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছে । সব দিক মাথায় রেখেই 144 ধারা জারি রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে । আর সেই কারণেই পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠে নেমেছেন স্বয়ং ডোভাল ।

এদিকে স্থানীয়দের সঙ্গে জনসংযোগের আগে DGP দিলবাগ সিংয়ের উপস্থিতিতে পুলিশকর্মীদের সঙ্গে দেখা করেন । পরে কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের সঙ্গেও দেখা করে পরিস্থিতি খতিয়ে দেখেন অজিত ডোভাল ।

New Delhi, Aug 07 (ANI): Rajnath Singh, JP Nadda, Ravi Shankar Prasad, Piyush Goyal and other BJP leaders give shoulder to mortal remains of Sushma Swaraj as they are being taken from BJP headquarters to Lodhi crematorium in Delhi. Stalwart leader of Bharatiya Janata Party (BJP) Sushma Swaraj passed away on Tuesday at the age of 67 at New Delhi's AIIMS due to cardiac arrest. She was rushed to hospital in critical condition and several attempts by doctors to revive her failed.
Last Updated : Aug 7, 2019, 7:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.