ETV Bharat / bharat

পঙ্গপালের হানা রুখতে সিস্টেম তৈরি বায়ুসেনার, সফল ট্রায়াল

পঙ্গপালের হানা রুখতে এয়ারবর্ন লোকাস্ট কন্ট্রোল সিস্টেম তৈরি করল বায়ুসেনা ৷ আর সেই সিস্টেমের মাধ্যমে আকাশপথে কীটনাশক ছড়ানোর ট্রায়াল আজ সফল হয় ৷

author img

By

Published : Jul 1, 2020, 12:07 AM IST

Indian Air Force
বায়ুসেনার ট্রায়াল

দিল্লি, 30 জুন : পঙ্গপালের হানা রুখতে নিজেদের তৈরি সিস্টেমের মাধ্যমে Mi-17 হেলিকপ্টারের সাহায্যে আকাশপথে কীটনাশক ছড়ানোর ট্রায়ালে সফল হল বায়ুসেনা ৷ যদিও প্রথমে এই হেলিকপ্টারগুলির সংস্কারে মে মাসে ব্রিটেনের মাইক্রন কম্পানির সঙ্গে একটি চুক্তি করেছিল কৃষিমন্ত্রক ৷ কিন্তু কোরোনা সংক্রমণের জেরে সেপ্টেম্বরের আগে ওই দুই হেলিকপ্টার বায়ুসেনাকে দিতে পারবে না বলে জানায় ব্রিটেনের এই কম্পানি ৷ এরই মধ্যে মে মাসের শেষ সপ্তাহ থেকেই দেশে পঙ্গপালের হানা শুরু হয়েছে ৷ তাই পঙ্গপালের হানা রুখতে তৎপর হয় বায়ুসেনা ৷ সেইমতো তারা Mi-17 হেলিকপ্টারগুলিতে একটি এয়ারবর্ন লোকাস্ট কন্ট্রোল সিস্টেম তৈরি করে ৷ আর সেই সিস্টেমের মাধ্যমে কীটনাশক ছড়ানোর ট্রায়ালে আজ সফল হয় বায়ুসেনা ৷

চণ্ডীগড়ের 3 নম্বর রিপেয়ার ডিপোতে Mi-17 হেলিকপ্টারগুলির উন্নয়নের কাজ সম্পন্ন করে বায়ুসেনা ৷ দেশীয় প্রযুক্তির মাধ্যমে এই হেলিকপ্টারগুলিতে একটি এয়ারবর্ন লোকাস্ট কন্ট্রোল সিস্টেম(ALCS) সংযুক্ত করা হয় ৷ এই সিস্টেমের মাধ্যমেই হেলিকপ্টারের এক্সটার্নাল ট্রাসেসের দুই দিকের অগ্রভাগে থাকা নজ়েলগুলির মাধ্যমে আকাশপথে কীটনাশক ছড়ানো হবে ৷

এই হেলিকপ্টারগুলিতে একটি 800 লিটারের অগজ়িলিয়ারি ট্যাঙ্ক রয়েছে ৷ সেই ট্যাঙ্কগুলিতেই থাকবে কীটনাশক ম্যালাথিয়ান ৷ তারপর একটি বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে নজ়েলগুলিতে ওই কীটনাশক সরবরাহ করা হবে ৷ এর ফলে প্রায় 750 হেক্টর এলাকায় প্রায় 40 মিনিট ধরে কীটনাশক ছড়ানো যাবে ৷

বেঙ্গালুরুর এয়ারক্র্যাফ্ট অ্যান্ড সিস্টেম টেস্টিং এস্টাব্লিশমেন্টের ইঞ্জিনিয়র ও পাইলটের একটি দল ALCS সংযুক্ত Mi-17 হেলিকপ্টারের মাধ্যমে কীটনাশক ছড়ানোর ট্রায়ালে সফল হয় ৷

দিল্লি, 30 জুন : পঙ্গপালের হানা রুখতে নিজেদের তৈরি সিস্টেমের মাধ্যমে Mi-17 হেলিকপ্টারের সাহায্যে আকাশপথে কীটনাশক ছড়ানোর ট্রায়ালে সফল হল বায়ুসেনা ৷ যদিও প্রথমে এই হেলিকপ্টারগুলির সংস্কারে মে মাসে ব্রিটেনের মাইক্রন কম্পানির সঙ্গে একটি চুক্তি করেছিল কৃষিমন্ত্রক ৷ কিন্তু কোরোনা সংক্রমণের জেরে সেপ্টেম্বরের আগে ওই দুই হেলিকপ্টার বায়ুসেনাকে দিতে পারবে না বলে জানায় ব্রিটেনের এই কম্পানি ৷ এরই মধ্যে মে মাসের শেষ সপ্তাহ থেকেই দেশে পঙ্গপালের হানা শুরু হয়েছে ৷ তাই পঙ্গপালের হানা রুখতে তৎপর হয় বায়ুসেনা ৷ সেইমতো তারা Mi-17 হেলিকপ্টারগুলিতে একটি এয়ারবর্ন লোকাস্ট কন্ট্রোল সিস্টেম তৈরি করে ৷ আর সেই সিস্টেমের মাধ্যমে কীটনাশক ছড়ানোর ট্রায়ালে আজ সফল হয় বায়ুসেনা ৷

চণ্ডীগড়ের 3 নম্বর রিপেয়ার ডিপোতে Mi-17 হেলিকপ্টারগুলির উন্নয়নের কাজ সম্পন্ন করে বায়ুসেনা ৷ দেশীয় প্রযুক্তির মাধ্যমে এই হেলিকপ্টারগুলিতে একটি এয়ারবর্ন লোকাস্ট কন্ট্রোল সিস্টেম(ALCS) সংযুক্ত করা হয় ৷ এই সিস্টেমের মাধ্যমেই হেলিকপ্টারের এক্সটার্নাল ট্রাসেসের দুই দিকের অগ্রভাগে থাকা নজ়েলগুলির মাধ্যমে আকাশপথে কীটনাশক ছড়ানো হবে ৷

এই হেলিকপ্টারগুলিতে একটি 800 লিটারের অগজ়িলিয়ারি ট্যাঙ্ক রয়েছে ৷ সেই ট্যাঙ্কগুলিতেই থাকবে কীটনাশক ম্যালাথিয়ান ৷ তারপর একটি বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে নজ়েলগুলিতে ওই কীটনাশক সরবরাহ করা হবে ৷ এর ফলে প্রায় 750 হেক্টর এলাকায় প্রায় 40 মিনিট ধরে কীটনাশক ছড়ানো যাবে ৷

বেঙ্গালুরুর এয়ারক্র্যাফ্ট অ্যান্ড সিস্টেম টেস্টিং এস্টাব্লিশমেন্টের ইঞ্জিনিয়র ও পাইলটের একটি দল ALCS সংযুক্ত Mi-17 হেলিকপ্টারের মাধ্যমে কীটনাশক ছড়ানোর ট্রায়ালে সফল হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.