ETV Bharat / bharat

বায়ুসেনার নিখোঁজ বিমানের সন্ধান দিলে 5 লাখ টাকা পুরস্কার - an 32

গত সোমবার দুপুর সাড়ে 12টা নাগাদ বায়ুসেনার 8 কর্মী সহ মোট 13 জনকে নিয়ে নিখোঁজ হয়েছিল বায়ুসেনার AN-32 বিমান । এবার বিমানের সন্ধান পেতে পুরস্কার ঘোষণা করল বায়ুসেনা ।

AN-32 বিমান
author img

By

Published : Jun 9, 2019, 8:52 AM IST

দিল্লি, 9 জুন : ছয় দিন কেটে গেলেও খোঁজ মেলেনি অসমে নিখোঁজ বায়ুসেনার AN-32 বিমানের । বিমানটির খোঁজে একটি AN-32 বিমান , C-130J স্পেশাল অপারেশন এয়ারক্রাফট, Mi-17 ও ALH হেলিকপ্টার নামিয়েছিল বায়ুসেনা । তাতেও লাভ হয়নি । তাই হওয়ায় এবার বিমানের সন্ধান পেতে পুরস্কার ঘোষণা করল বায়ুসেনা ।

গতকাল ভারতীয় বায়ুসেনা ঘোষণা করেছে, নিখোঁজ বিমানটির কেউ খোঁজ দিতে পারলে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে । এজন্য কয়েকটি ফোন নম্বরও দিয়েছে বায়ুসেনা । বিমানের খোঁজ পেলে বায়ুসেনাকে সেই খবর দেওয়ার জন্য এই নম্বরগুলির কোনও একটিতে 0378-3222164, 9436499477, 9402077267 এবং 9402132477 ফোন করতে হবে ।

উল্লেখ্য, গত সোমবার দুপুর সাড়ে 12টা নাগাদ বায়ুসেনার 8 কর্মী সহ মোট 13 জনকে নিয়ে অসমের যোরহাট থেকে চিন সীমান্ত লাগোয়া মেনচুকা অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডের উদ্দেশে রওনা দেয় বিমানটি । সেই পথ অতিক্রম করতে 50 মিনিট সময় লাগে । কিন্তু বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রেলের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । বায়ুসেনার তরফে জানানো হয়েছে নিখোঁজ বিমানের সন্ধানে তাদের তরফে দিনরাত তল্লাশি অভিযান চলছে ।

দিল্লি, 9 জুন : ছয় দিন কেটে গেলেও খোঁজ মেলেনি অসমে নিখোঁজ বায়ুসেনার AN-32 বিমানের । বিমানটির খোঁজে একটি AN-32 বিমান , C-130J স্পেশাল অপারেশন এয়ারক্রাফট, Mi-17 ও ALH হেলিকপ্টার নামিয়েছিল বায়ুসেনা । তাতেও লাভ হয়নি । তাই হওয়ায় এবার বিমানের সন্ধান পেতে পুরস্কার ঘোষণা করল বায়ুসেনা ।

গতকাল ভারতীয় বায়ুসেনা ঘোষণা করেছে, নিখোঁজ বিমানটির কেউ খোঁজ দিতে পারলে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে । এজন্য কয়েকটি ফোন নম্বরও দিয়েছে বায়ুসেনা । বিমানের খোঁজ পেলে বায়ুসেনাকে সেই খবর দেওয়ার জন্য এই নম্বরগুলির কোনও একটিতে 0378-3222164, 9436499477, 9402077267 এবং 9402132477 ফোন করতে হবে ।

উল্লেখ্য, গত সোমবার দুপুর সাড়ে 12টা নাগাদ বায়ুসেনার 8 কর্মী সহ মোট 13 জনকে নিয়ে অসমের যোরহাট থেকে চিন সীমান্ত লাগোয়া মেনচুকা অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডের উদ্দেশে রওনা দেয় বিমানটি । সেই পথ অতিক্রম করতে 50 মিনিট সময় লাগে । কিন্তু বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রেলের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । বায়ুসেনার তরফে জানানো হয়েছে নিখোঁজ বিমানের সন্ধানে তাদের তরফে দিনরাত তল্লাশি অভিযান চলছে ।

Mumbai, June 09 (ANI): Two dead and one injured after an oil tanker ran over them while they were sleeping on a footpath on June 08. The incident took place in Mumbai's Vikhroli area. The injured were rushed to the Hospital for treatment. Police investigation is on to nab the culprits.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.